![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো চলে এই বাংলায়
লাঠি, গুলি আর টিয়ার গ্যাস
মাস্টার! তুমি ক্যান আসো সামনে?
জীবনটারে করলা শ্যাষ!
এইডা কি তোমার দ্যাশ আছিলো
নাকি ছিলা পরবাসী?
আগেও তো দিছিলা জীবন কত একাত্তরে
তবুও তো মুখে ফুটে নাই হাসি!
আবার দিলা সাধের জীবন
তুমি আসলে ক্যাডা?
বুকডা ভইরা সাহস আছিলো
বিশাল বুকের পাটা।
তোমারেই তো মানছি গুরু
তোমার কাছেই দীক্ষা,
তোমার রক্তে ভিজে এই মাটি
কয়লা কালো শিক্ষা!
লেসন দিলা মইরা গিয়াও
আম পাবলিক আমরা,
নিই নাইতো শিক্ষা কিছু
গন্ডারেরই চামড়া।
তোমায় আমি স্যালুট জানাই
তুমিই তো ভাই গুরু,
তোমার নামেই হোকনা এবার
নতুন দিনের শুরু।
(২৯.১১.২০১৬)
দ্রঃ ময়মনসিংহে কলেজ শিক্ষকের ....../মৃত্যুতে একজন আম পাবলিক হিসাবে আমি লজ্জিত....
২| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর লিখেছেন । লজ্জা আমাদের শিক্ষা দেয় না কেন ? সবসময় শুধু লজ্জা নিয়েই পড়ে রইলাম ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৪
আনিসা নাসরীন বলেছেন: এ এক বিশাল লজ্জা।