![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ছিলে মানুষের স্বপ্ন
ছিলে সকল মায়ের প্রাণে,
ছিলে সন্তানের আর পিতার
বুকের জমিনে লালিত।
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
তুমি এলে,
লাল সবুজের পতাকা হয়ে।
তোমার সবুজ জমিনের লাল এ রক্ত
আমার ভাইয়ের-মায়ের-বোনের কিংবা পিতার।
বঙ্গবন্ধু বজ্রকন্ঠে দিলো ডাক,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
জর্জ হ্যারিসন গাইলো বাংলাদেশ
কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, বুদ্ধিজীবী
হাতে নিলো অস্ত্র
তারপর নয় মাস,
স্বাধীনতা এলো, মুক্তি কি এলো?
দিন আসে দিন চলে যায়
স্বপ্নগুলো ফিকে হয় প্রতিদিন।
হৃদয়ের প্রান্তে থেকে যায়, স্বপ্ন একাত্তর
তবুও আশায় বাঁধি বুক
আবার জমবে মেলা, বটতলা হাটখোলা।
(১৬.১২.২০১৬)
©somewhere in net ltd.