![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় বেহায়া এ মন
হাড়তে বেড়ায় শুধু তোমাকে,
বড় বেহায়া এ চোখ
খুঁজে বেড়ায় তোমাকেই,
বড় বেহায়া এ জীবন
ফিরে ফিরে আসে তোমারই কাছে।
সকাল-দুপুর-বিকাল-সন্ধ্যা-রাত
তোমারই খোঁজে মন
কারণে অকারণ
একি প্রেম?
হবে হয়তো….
শ্রাবণ, অঘ্রাণ কিংবা ফাল্গুণ
তোমার কাছেই আমি,
ভালোবাসি, শুধু ভালোবাসি
হৃদয়ে বাজে বাঁশি
নিশিদিন বলে যায়,
হ্যাঁ
শুধু তোমাকেই ভালোবাসি।
(১৭.১২.২০১৬)
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ সুপরামর্শের জন্য। আরো ভালো লাগতো, তার মানে একেবারে মন্দ লাগেনি। কিছুটা ভালোও যদি লেগে থাকে তবেই সার্থকতা। আর ভিন্নতা নিশ্চয়ই আসবে অন্য কোন লেখায়। ভালো থাকুন।
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর +
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৭
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ....। ভালো থাকুন।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০০
ধ্রুবক আলো বলেছেন: মন বেহায়া হলে চলবে না, তাহলে জীবনে অনেক কষ্ট পেতে হবে! মনকে টাইট দিন।
লেখা সুন্দর হইছে,....
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৫
কবীর মামুন বলেছেন: হুমমম.....। কষ্টইতো মানুষের নিত্যসঙ্গী। সুখ নামক অনুভূতি? সে যে কখন আসে আর কখন চলে যায় তা টের পাওয়াই মুশকিল। হা হা হা। ভালো থাকুন।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
কানিজ রিনা বলেছেন: একি প্রেম নিশি দিন বলে যায় হ্যা,হৃদয়ে
রাখিয়া যতন প্রেম ধন, রতন খুজিয়া ফেরে
পরমে পরম। ভাল লাগা রেখে গেলাম।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ....
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
সামু পাগলা০০৭ বলেছেন: সাদামাটা রোমান্টিক একটি কবিতা! মন্দ লাগেনি তবে আরো ভালো লাগানো যেত আরেকটু সময় নিয়ে লিখলে। কিন্তু ভালো লেগেছে।
শুভকামনা রইল!
২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ.. শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫
দ্য ইলিউশনিস্ট বলেছেন: বিষয়বস্তু এবং লেখায় ভিন্নতা থাকলে আরো ভালো লাগতো। শুভ কামনা রইলো।