নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

অমৃত স্বপ্ন

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

তুমি উড়ে যাও পাখির ডানায়,
আমি পড়ে থাকি করুণ ডাঙ্গায়।
তুমি আকাশ ভালবাসো জানি,
তবু মাটি আর সবুজ ঘাস
এইতো আমার ঠিকানা।

শ্রেণী বিভক্ত সমাজে
আমি যে শ্রেণীচ্যুত এক মানব সন্তান,
আকাশে উড়বার সাধ্য আমার নেই
অবশ্য সাধও ছিল না কোনদিন,
তবুও ভালোবাসা থাকে অবিচল।

তোমাদের কেতাদুরস্ত সংস্কৃতির ধার
আমি ধারিনি কোনদিন।
তুমিও ধারো না,
অন্ততঃ সেটুকু বুঝেছি আমি।
তবুও সামাজিক ভয়, আটকে রাখে তোমাকে।
কোথায় যেন থেকে যায় খটকা,
হাজার গোজামিলেও মিলে না
হিসাবের অঙ্ক।

দিন আসে, রাত চলে যায়
বেড়ে যায় আমাদের দূরত্ব
ক্রমাগত।
কমবার নয় জানি,
তবুও মিছে তো নয় এই প্রেম।

ভালোবাসার আস্কারাতেই
পিছু নিয়েছিলাম তোমার।
আজও হেটে যাই এই পথ
আমি একা।
তুমিও হয়তো হাটো
আমার সাথে, নিভৃতে।
দুনিয়ার রঙিন চশমায়
সাদাকালো আমার জীবন।

চারিদিকে হায়েনার হিংস্র থাবা
দেখেশুনে বলে সবাই
মারহাবা মারহাবা।
তবুও অপেক্ষায় থাকি তোমার
পথ চেয়ে,
স্বপ্নবাজ আমি
দেখে যাই অমৃত স্বপ্ন,
একটা শ্রেণীহীন সমাজে
তোমার আর আমার
ভালোবাসার যৌথখামার।
(২৭.১২.২০১৬)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১১

রাসেল ফেরদৌস নূর বলেছেন: চমৎকার লেখা । খুব ভালো লাগলো লেখাটি

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.