নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল ভাবনা, প্রাত্যহিক জীবন

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

ভাবনাগুলো ভার্চুয়াল আজ
বন্ধ যে তাই মন,
প্রতিবাদও তাই ভার্চুয়ালি
কাঁদে সুন্দরবন।

গ্যাসের লাইন অনেক দামি
তাইতো কাটি গাছ,
হালুয়া রুটি খাই বলে পাই
গরম দেহের আঁচ।

মানব জীবন আইনে বাঁধা
ঘুরপাক তাই খাই,
কয়লা দিয়ে ময়লা তাড়াই
উপায় অন্ত নাই।

কি যে করি কেন করি
বুঝি না তো কিছু,
তুমি আমার আমি তোমার
নিয়েছি যে পিছু।

দেশটা তোমার দেশটা আমার
দেশপ্রেম মানে ক্রিকেট,
এই প্রেমেরই প্রকাশ মানে
ব্ল্যাকে কিনুন টিকেট।

সবার উপরে সত্য হলো
উন্নয়নের জোয়ার,
তোমার জন্য দালান-কোঠা
আমার জন্য খোঁয়াড়।

আম পাবলিক লাইক দিলে
তোমার বাড়ে রেট,
তবু তুমি আমাদের ভাই
কেন করো হেট?

চাঁদ সুরুজে মাখামাখি
আকাশ মেঘে ঢাকা,
ভালোবাসি তোমাকে তাই
বুকটা আমার ফাঁকা।

পুরোনো লাইট বাতিল করে
জ্বলবে সোলার লাইট,
আমার জীবন ভুলে ভরা
তোমারটা তাই রাইট।

এই পতাকা রাষ্ট্র আমার
এই পতাকাই দেশ,
ক্লান্ত আমি ক্ষান্ত হলে
তুমি বলবে বেশ!

দেশ যে আমার জন্মদাত্রী
দেশটা থাকুক ভালো,
আঁধার শেষে উঠুক জ্বলে
নতুন রবির আলো।
(১১.০১.২০১৭)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো++++++
খুব সুন্দর লিখেছেন

দেশটা তোমার দেশটা আমার
দেশপ্রেম মানে ক্রিকেট,
এই প্রেমেরই প্রকাশ মানে
ব্ল্যাকে কিনুন টিকেট। - বিশেষ করে এই চার লাইন++++

১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১১

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। নিরন্তর শুভকামনা......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.