![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বুকে তোমার পদচিহ্ন
তুমি হে মহান!
তোমার তরেই জীবন আমার
করে যাই কুরবান।
যতটা ক্ষণ ইচ্ছা তোমার
ততক্ষণই শ্বাস,
তুচ্ছ আমি মহৎ তুমি
আমরা তোমার দাস।
শিক্ষা আমায় করেছে চাকর
দোষতো আমার নয়,
তোমার টাকায় লোভী আমি
তাতেই তোমার জয়।
জিম্মি আমি তোমার কাছে
বিবেক হারা আমি,
চরণে তাই হৃদয় আমার
তোমরাই যে দামি।
সমাজ মোরে দাওগো ছেড়ে
দাসত্ব না চাই,
দিল দরিয়ায় উঠছে তুফান
মুক্ত হতে চাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ..
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০
ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে খুব সুন্দর লিখেছেন, ++ অভিনন্দন
কথা গুলো খুব দারুন বলেছেন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
লুসিফার ০১ বলেছেন: ওঅও! ভালো ছিলো