![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হলদে রঙে রঙিন হয়েছে চারিদিক
ঠিক দক্ষিণ দিক থেকে
হুট করে একটা বাতাস এসে
জানান দিল তোমার পরশ।
না,
কোকিল এখনো ডাকতে শুরু করেনি।
ফুল ফুটেছে কি ফুটেনি তা দেখতে পাইনি
এখানে তো বাগান দেখি না।
কেন জানি বারান্দার টবের ফুল গাছটাও শুকিয়ে কাঠ!
কেউ একজন গাইতে গাইতে যাচ্ছে,
‘বসন্ত এসে গেছে’।
আমি ঐ বাতাসের পরশটুকু ছাড়া
আর কিছুই টের পাইনি।
প্রতিবারই বসন্তের ডাক নিয়ে আসে ফাল্গুন,
নতুন ফুলের আনন্দে আর মাতাল বাতাসে
উদ্বেলিত হয় তরুণ হৃদয়।
কিন্তু ঝরে পড়ার বেদনা
কেউ দেখে, কেউ দেখে না।
ফাল্গুন যে শুধু ফুলই দেয় না, পাতাও ঝরায়।
(০১ ফাল্গুন, ১৪২৩)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা আপনার জন্য.।..।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬
হাবিব শুভ বলেছেন: বসন্তের শুভেচ্ছা