![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেবার বৈশাখে তুমি পড়েছিলে লাল সাদা শাড়ী
মনের কোণে কেটছিলে ছোট্ট একটি দাগ
সে থেকেই আমার অন্ধতা,
ভালোবাসা বোধ করি এভাবেই অন্ধ করে মানুষকে।
হলদে রঙের বসন্তের শেষে এলো লাল সাদা দিন
সাথে এলো দারুণ এক ঝড়!
তারপর
নিদারুণ সেই কালবৈশাখীতে উড়ে গেল সভ্যতা
ভেসে গেলাম আমি, উড়ে গেলে তুমি
হারিয়ে দু’জন উত্তাল মহাসমুদ্রে
আজ কালের গর্ভে মহাকাল।
বাংলায় বৈশাখ আসে, আর সাথে আনে কালবৈশাখীও।
ঈশান কোণে লাল হয়ে আসে কালো মেঘ
আমি খুঁজি লুকাবার ঠাঁই
পথহারা।
বৈশাখ আসে বৈশাখ যায়
আম-কাঁঠালের গন্ধে মৌ মৌ করে চারিদিক
বিকশিত হয় নতুন দিন
সবাই খুঁজে বেড়ায় আমাকে
আর আমি……………….!
চির তরুণ বৈশাখ
দুরন্ত গতিতে আসে
কাঠ ফাটা রোদে শুকিয়ে যায় গলা
এক ফোঁটা পানির অপেক্ষা শুধুই তোমার পথপানে।
গুনগুনিয়ে গান
গলা ছাড়ে না কখনো
ধেঁয়ে চলে দিন আগামীর পানে
তোমার বৈশাখী শাড়ির টানে।
আর মনে মনে বলে,
সখি ভালোবাসা করে কয়, সে কি কেবলি যাতনাময়………!!!!!
(১৬.০৪.২০১৭)
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৮
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। নিরন্তর শুভকামনা...
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো,
নববর্ষের শুভেচ্ছা রইলো
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৯
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা রইলো আপনার জন্যও।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫
রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল....................।শুভ কামনা থাকলো........ভালো থাকবেন।