![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুওতো আর
দ্বিধারা আমার
পায়নিকো খুঁজে উত্তর,
তাল-লয় সব
বেঁকিয়েছে মুখ
বাঁধা গান হয় বেসুর।
স্বপ্নেরা সব
আবছা আঁধার
ধাঁধাঁর পাহাড় মস্ত,
শ্রমিকের হাত
মানে নাকো জাত
থাকে না কেতা-দূরস্ত।
মতে ও পথে
দূরত্বটা
বাড়তে থাকে শুধু,
খরতাপে তাই
জলটুকু নাই
জীবন মাঠটা ধুধু।
সন্ধানী মন
সুযোগ খুঁজে
যেতে যে তার কাঁছে,
মোমের পুতুল
যায় যে গলে
অল্প আলোর আাঁচে।
দ্বিধান্বিত
অনাদিকাল
মনের ভাঁজে গোলাপ,
কবিতারই
চরণ শুধুই
বানে ভাসা প্রলাপ।
(০৮.০৫.২০১৭)
৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৪৫
একটি বালুকণা বলেছেন: //
লেখনীটা চমৎকার!!
এটা কোন ধরনের কবিতা?
নাকি ছড়া?
৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯
কবীর মামুন বলেছেন: এটা ছড়া। ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ রাত ১:৩০
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে।