![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলছে তুফান মেইল
বাঙালি দেখছে খেল
প্রতিদিন ধর্ষণ চলছে,
বর্বর নিপীড়ক
মাথা করে উঁচু তারা
বুকটা ফুলিয়ে তবু হাঁটছে।
ধর্ষণ সমাচার
চলছে তো জোরদার
মনটাতে লাগে শুধু ধন্দ,
বাইরে মানুষরূপী
ভেতরে আঁধার কালো
পচে গলে ছড়িয়েছে গন্ধ।
হাই কোর্ট জজ কোর্ট
বিচারের দ্বারে ঘুরে
বুকেতে শেল এসে বিঁধে,
চারিদিকে অনাচার
আর শুধু হাহাকার
বিচারের বাণী তাই নিভৃতে কাঁদে।
হাতে পায়ে যদি থাকে
ক্ষমতার দম্ভ
আর থাকে টাকাতে পকেট গরম,
বেহায়া যে হয়ে যায়
সমাজের মাথা খায়
ধর্ষণ করতে লাগে না শরম।
ধর্ষক আছে শুধু
ওৎ পেতে রাস্তায়
নদীতে মাঠেতে বাড়ি-ঘরে,
পাহাড় কি সমতল
হিন্দু না মুসলিম
কেউ কি হিসাব তার করে?
বাড়ছে যে সন্ত্রাস
দেখি শুধু হা-হুতাশ
মানুষ কি করবে না আশা?
সংকটে মূল্যবোধ
তাই নেই প্রতিরোধ
মানুষ যে হারিয়েছে ভাষা।
মানুষ ফিরুক আবার
মানুষেরই রূপে
বুঝতে শিখুক ভালবাসা,
তুফানরা উবে যাক
মনে মনে আশা থাক
হৃদয়ে হৃদয়ে হোক বাসা।
(০১.০৮.২০১৭)
©somewhere in net ltd.