![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর থেকে তোমাকে দেখে কখনও ঘন বন মনে হয়
আবার কখনও মনে হয় নদী কিংবা বিল
ছুঁয়েছো সুদূরে সবুজে ভরা মৃত্তিকাকে।
সন্ধ্যার আঁধারে তুমি অদ্ভূত এক মায়ায় ভরা।
না, আজ আমি নিচ থেকে দেখিনি তোমাকে
আজ আমি তোমার উপরে। বাতাসের ডানায় ভর দিয়ে
দেখেছি তোমাকে। এই রূপ কোনদিন দেখিনি
আকাশের গায়ে ঘুরে বেড়ানো তোমার দিকে অপলক চেয়ে থেকেও।
একবার আমাকে ভেদ করে চলে গেছিলে তুমি
সেদিন আমি ছিলাম সমতল থেকে দুই হাজার দুইশত ফুট উপরে
নীলগিরির চুড়ায়।
বৃষ্টি মাখা মেঘলা দিনে বুলিয়েছিলে তোমার হিমেল পরশ।
আর আজ তুমি নিচে আর আমি
ধেঁয়ে চলেছি তোমার উপর দিয়ে। এক ফোঁটা কৃত্রিমতা নেই তোমার ভেতর
এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছো নিজের মনে। আবার কোথাও
জটলা বেঁধেছো অনেকে একসাথে হয়ে।
এখানে সভ্যতার ছোঁয়া নেই, নেই মানুষের উত্তাপ। জীবন এখানে প্রাণহীন।
ছুটছে গন্তব্যের খোঁজে।
সেদিন তুমি আমাকে ভেদ করে গেলেও আজ আমি তোমাকে ভেদ করেছি
ইচ্ছে করছিল তোমাকে ছুঁয়ে দেখার। কিন্তু,
এখানে তোমার আর আমার মঝে এক বাধার দেয়াল
অভ্যন্তরের বাধভাঙ্গা আকুতি ভাঙতে পারে না সে দেয়াল।
মেঘ আর মৃত্তিকার মাঝে ঠায় দাঁড়িয়ে থাকি আমি অপলক
বিনীত তৃষ্ণায় তুমি আসো তবে জল হয়ে
টুপটাপ ঝরে যাও, ছঁয়ে যাও
তবুও তৃষ্ণা মিটে না তোমাকে ছুঁয়ে দেখবার
জীবন্ত তোমাকে, উড়ন্ত তোমাকে।
(১৭ আগস্ট ২০১৭)
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১১
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা নিরন্তর।
২| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩
শুভ্র বিকেল বলেছেন: দারুণ কবি। শুভেচ্ছা জানবেন।
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১২
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩
কাছের-মানুষ বলেছেন: দূর থেকে তোমাকে দেখে কখনও ঘন বন মনে হয়
আবার কখনও মনে হয় নদী কিংবা বিল
ছুঁয়েছো সুদূরে সবুজে ভরা মৃত্তিকাকে।
সন্ধ্যার আঁধারে তুমি অদ্ভূত এক মায়ায় ভরা।
না, আজ আমি নিচ থেকে দেখিনি তোমাকে
আজ আমি তোমার উপরে। বাতাসের ডানায় ভর দিয়ে
দেখেছি তোমাকে। এই রূপ কোনদিন দেখিনি
আকাশের গায়ে ঘুরে বেড়ানো তোমার দিকে অপলক চেয়ে থেকেও।
চমৎকার।