![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আগমনে
স্পন্দিত হয় হৃদয় আমার।
তোমার আগমনে
হৃদয় জমিনে গজিয়ে উঠে সবুজ ঘাস।
তোমার আগমনে
টগবগিয়ে উঠে প্রতিটি রক্তকণিকা।
তোমার আগমনে
গর্বিত হয় হৃদয়ের প্রতিটি ক্ষণ।
তোমার আগমনে
আমি শুনতে পাই সেই বজ্রকন্ঠ,
…….. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
একবার এসেছিলে সেই একাত্তরে
তিরিশ লাখ রক্তের বিনিময়ে,
বাংলার প্রতিটি পথে প্রান্তরে আজও লেগে আছে রক্তের দাগ।
নয়নের লোনা পানি শুকিয়ে কাঠ
তবুও থামে না উল্লম্ফন হিংস্র হায়েনার,
আজও তো আসেনি মানুষের মুক্তি।
তোমার আগমনে
জেনেছিলাম নতুন পতাকা এলেও মুক্তি আসে না সহজে।
তাইতে আজও অপেক্ষায় আছি
তোমার আগমনী গানের।
১৬ ডিসেম্বর,
তুমি ফিরে এসো আরেকবার।
তোমার আগমনে কাঁপুক বিশ্ব, জাগুক বাংলা।
পতাকা তো পেয়েছি
এবার আসুক মানুষের মুক্তি,
সকল বিভেদের বন্ধন ভেঙে
জয় হোক মানুষের।
(১৪.১২.২০১৭)
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ জনাব...
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
তারেক ফাহিম বলেছেন: ১৬ ডিসেম্বর,
তুমি ফিরে এসো আরেকবার।
তোমার আগমনে কাঁপুক বিশ্ব, জাগুক বাংলা।
পতাকা তো পেয়েছি
এবার আসুক মানুষের মুক্তি,
সকল বিভেদের বন্ধন ভেঙে
জয় হোক মানুষের।
মানবতার জয় হোক।