![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে হাতে থাকে মুঠোভরা স্বপ্ন
যে মনে থাকে ভালোবাসা ভরা,
স্বপ্ন ফুরায়ে গেলে পরে
হৃদয় ভাঙনে
বুকের জমিনে নেমে আসে খরা।
বেঁচে থাকা যেখানে প্রতিবাদের ভাষা
প্রতিনিয়ত ঘটে যায় বিবর্তন,
ফড়িং দোয়েলের মন শুকিয়ে গেলে
নেমে আসে অন্ধকার
হৃদয়ে হৃদয় মন তবু মরা।
আত্মহত্যা ইতি টেনে দেয়
একটি তাজা নিঃশ্বাসের,
মাসুমেরা মরে গেলে
বাতাস বয়ে বেড়ায় দীর্ঘশ্বাস
পৃথিবীটায় শুধু জীর্ণতা ভরা।
(১৯.১২.২০১৭)
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১১
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা.......
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।