![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশার কামড় করল শিওর
উত্তরেতে নাই যে মেয়র।
দক্ষিণেতে মেয়র আছে
তবুও মশার কামড় আছে।
উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম
সবখানেতেই মশা,
কামড় খেয়ে জনগণের
হলো বেহাল দশা।
ম্যালেরিয়া, ফাইলেরিয়া
চিকুনগুনিয়া আছে,
ডেঙ্গু জ্বরটা হলেও যাবেন
ডাক্তারেরই কাছে।
চারিদিকে ময়লা কাদা
অপরিষ্কার ড্রেন,
ওসব খেয়ে মশার দেখি
খুলছে মাথার ব্রেন।
কয়েল আর অ্যারোসলে
হয় না তো আর কাজ,
মশারির ভেতরও করে
গুনগুন আওয়াজ।
ঢাকার মশা চালাক ব্যাপক
বিদ্যা বুদ্ধি ভারী,
বিকেল হলেই ঘরের ভেতর
আসবে সারি সারি।
রাজধানীটা কেন্দ্র দেশের
নামটি যে তার ঢাকা,
মশার কামড় খেয়ে এবার
শহর হবে ফাঁকা।
মশা যাবে কেমন করে
সবাই মাথা ঘামান,
কাজ হবে না চেষ্টা করেও
চলুন কিনি কামান।
(২৯ ফাল্গুন ১৪২৪)
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন.....।
২| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩২
সুমন কর বলেছেন: সহমত। ভালো লিখেছেন।
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। শুভকামনা.....।
৩| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: এই ছড়া পড়লে মশারাও মুগ্ধ হয়ে যাবে।
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা................।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছন্দ সুন্দর হয়েছে।