![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের স্বাদ পাবে জীবনের গুণে,
অচল মগজ খাবে সমাজের ঘুণে।
মানুষেরা খুন হয় বাড়ে ধর্ষণ,
প্রতিবাদে নাই আমি এটাই তো পণ।
আমি যে মানুষ ভালো সাতে পাঁচে নাই,
অন্যায় দেখলে চোখে দূরে সরে যাই।
সমাজের দশ জনে জানে মোরে ভালো,
ঘুষ খাই তিন বেলা ভেতরটা কালো।
নদীটাতে মাছ নাই ময়লাটা পানি,
পলিথিন ভালোবাসে শ্রেষ্ঠ যে প্রাণী।
গাছ কাটি বন খাই আমি যে উদার,
প্রগতির সাথী আমি তুমি দেনাদার।
তুমি হলে সাধারণ ভালোটা কি বুঝ?
মনে বড় সন্দেহ ছিদ্রটা খুঁজো।
আকাশেতে উড়ে পাখি কবিতা যে লিখি,
মানুষকে যত দেখি প্রতিদিন শিখি।
অবয়ব ঠিক আছে তবু কি মানুষ?
আকাশেতে উড়ে যায় রঙেরই ফানুশ!
দিন যায় রাত যায় বয়েসটা বাড়ে,
পৃথিবীটা বুড়ো হয় টের পাই হাঁড়ে।
দিনগুলো চলে গেলে থাকে যে কথা,
চারিদিকে দেখে শুধু লাগে যে ব্যাথা।
অবয়বে নয় শুধু মননেতে চাই,
বুক ভরা প্রেম নিয়ে রাজপথে যাই।
মগজেতে জ্ঞান আর হৃদয়েতে প্রেম,
জীবনটা নয় শুধু পয়সার গেম।
দুঃখের আগুনে জ্বলে পুড়ে হবো ছাই,
মানুষকে ভালোবেসে ভালোবাসা চাই।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬
শেখ মফিজ বলেছেন: ভালো লেগেছে ।