![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা কষ্ট কি? কষ্টের সংজ্ঞা কি? আমার খুব জানতে ইচ্ছে করে। সবসময় কষ্টের সংজ্ঞা খুঁজে বেড়াই। জানতে চেষ্টা করি কষ্ট কতো রকম। কি কি কারণে কেমন কষ্ট পাওয়া যায়।
আরো জানতে ইচ্ছে করে মানুষ কেনো অন্যকে কষ্ট দিতে ভালোবাসে। কেনো সুযোগ পেলেই অন্যকে কষ্ট দিতে চেষ্টা করে। খুবই জানতে ইচ্ছে করে।
কিন্তু কোথা থেকে জানবো? কে পারবে এর উত্তর দিতে। জানি না এমন কেউ আছে কিনা যে এই কষ্টের সংজ্ঞা আমাকে বুঝাতে পারবে। বুঝাতে পারবে কেনো মানুষ অন্যকে এত কষ্ট দিতে ভালোবাসে। জানি না। কিন্তু খুব জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে কিভাবে এত কষ্ট নিয়েও মানুষ বেঁচে থাকে। বেঁচে থাকতে চেষ্টা করে।
জীবনে অনেক কষ্ট পেয়েছি। অনেক। তাই জানতে চেষ্টা করে যাই কেনো এই কষ্ট। কিভাবে এর হাত থেকে বেঁচে থাকা যায়। এতো কষ্ট নিয়ে তো আর চলা যায় না। যায় না বাঁচা। তাই জানতে চাই কিভাবে বাঁচবো। কিভাবে।
পূর্বে প্রকাশিতঃ কষ্ট কি?
২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩
ধ্রুবক আলো বলেছেন: কষ্ট মানে যা মনে কঠিন এক জ্বালা ধরায় যা হয় করা কঠিন!
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৭
আহমেদ জী এস বলেছেন: মইন উদ্দিন আহমেদ টিপু ,
"কষ্ট" একটা মানসিক অবস্থা যেখানে প্রত্যাশার বাইরে কিছু হলেই শরীরের হরমোনাল কিছু পরিবর্তন ঘটে ।
আপনার মগজের সিঙ্গুলেট জাইরাস /গাইরাস) অংশটি আপনার মগজের মূল অংশ সেরেব্রাল কর্টেক্স এর সেনসরি এবং মোটর এলাকার সাথে লিম্বিক সিষ্টেমের যোগাযোগ ঘটিয়ে থাকে । এটিই মগজের উচ্চ নিউরাল এলাকা বা বিশেষ ভাবে সমৃদ্ধ স্নায়ুকোষ এলাকা ও মগজের সবচেয়ে মৌলিক অংশ আবেগ এলাকার (প্যাসোনেট কোর)মধ্যে দালালীর (মেডিয়েটর) ভুমিকায় নেমে পড়ে । এই সিঙ্গুলেট জাইরাস এর কর্মক্ষমতার কারনেই আপনি আবেগপ্রবন, আবার এর কারনেই আপনি আবেগহীনহয়ে পড়তে পারেন । এই লিম্বিক সিষ্টেমেই ঘটে চলে জীবনের রঙিন অধ্যায়গুলোর জন্যে জটিল জৈব-রাসায়নিক ক্রিয়া কান্ড । বাইরের বা ভেতরের কোনও অনুভূতির সিগনালের কারনে এ্ই ক্রিয়া কান্ড ওলট-পালোট হয়ে যায় । আর তাই "কষ্ট" নামের হতাশাময় কিছু আপনাকে ঘিরে ধরে ।
তাই কষ্টকে আমলে নেবেন না , দেখবেন আপনার লিম্বিক সিষ্টেম তখন সোজা হয়ে যাবে । অর্থাৎ কষ্ট ভুলে যাবেন ।