| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবুল মোকারম
নিজের সম্পর্কে তেমন ধারণা নেই। পড়ি, লেখতে ভালবাসি।
![]()
কদমের স্নিগ্ধতা নয় আর
এবার কৃষ্ণচূড়ার আগুন চাই
দহনে দহনে বিদগ্ধ করো
ভালোবাসা যদিওবা না পাই!!
এতটুকু রাগ করেছে ব'লে কী
এমনভাবে হারিয়ে যেতে হয়?
ক্ষমা চাই- তবুও এসো, এসো হে
তুমি ছাড়া জীবন মরুময়!!
ফটো ভদ্রতাঃ গুগল।
১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪৪
আবুল মোকারম বলেছেন: শনি লাগলে তাও ভালো।
ধন্যবাদ।
২|
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাই দেখেন আমারা গার্লফ্রেন্ডরে লয়া কবিতা লেখা বাদ দেন।
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪০
আবুল মোকারম বলেছেন: কারে লইয়া লিখুম???
খেল্মু না কইলাম!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১২
পরিবেশ বন্ধু বলেছেন: যাকে নিয়ে বর্ষায় ভিজতে আগ্রহি
সে মরুময় কথাটি দেবে পাল্টে
আর ভালবাসার ঠান যাবে উল্টে
ভেবে দেখা উচিৎ , নয় লাগবে শনি গ্রহ