![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেহেতু আমি কোনো মিথ্যা বলিনি, তাই আমার লজ্জা ছিল না।
আমার ভয় ছিল না, কারণ আমি কোনো পাপ করিনি।
আমার সততা আর নিষ্পাপ প্রেম আমাকে শক্তি দিয়েছিল-
তাই আমি ওই শীতল দু'চোখে চোখ রেখেছিলাম নির্দ্বিধার সাথে।
তুমিই বরং বাধ্য হয়েছিলে মিথ্যে আর প্রতারণায় ভারী
শক্ত চোখ দু'টি নামিয়ে নিতে।
মনে পড়ে,
চৌদ্দ দিন গুণন চব্বিশ ঘন্টার পূর্বের সেই বিকেল-
যে বিকেল দিয়েছিল আমায়
হাজার ভিড়ের মাঝে নিস্তব্ধ একটি
অপরাজেয় বাংলার পাদদেশ?
২৪ শে জুন, ২০২২ রাত ৮:২৫
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, ভাই।
২| ২৩ শে জুন, ২০২২ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: আজ আমি একটা কবিতা লিখেছি পদ্মাসেতু নিয়ে। পড়বেন আশা করি।
২৪ শে জুন, ২০২২ রাত ৮:২৬
মৌরি হক দোলা বলেছেন: অবশ্যই।
৩| ২৩ শে জুন, ২০২২ রাত ১০:৪৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সুন্দর সরল স্বীকার্য গাঁথা কথন । নকল মানুষেরা নিজের ভাবমূর্তি নিয়ে চিন্তিত হলেও আসল মানুষ তা নিয়ে মোটেও চিন্তিত নয়।
সুন্দর লেখা,
২৪ শে জুন, ২০২২ রাত ৮:২৬
মৌরি হক দোলা বলেছেন: সহমত পোষণ করছি। অনেক ধন্যবাদ।
৪| ২৪ শে জুন, ২০২২ সকাল ৭:১২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রচেষ্টা অব্যাহত থাকুক..
সুন্দর অনুভূতিতে ভালো লাগা রইলো।
২৪ শে জুন, ২০২২ রাত ৮:২৭
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, মামু
৫| ২৪ শে জুন, ২০২২ সকাল ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: আবেগ-অনুভবে গভীরতা ও স্বচ্ছতা না থাকলে কবিতা আসে না; আপনার এসেছে, কারণ আপনার ও দুটো ছিল, আছে। সুন্দর কবিতা লিখেছেন।
আপনি আপনার "interesting stories"গুলো বলতে থাকুন, হয় কবিতায় নয় গল্পে; আমরা শুনবো।
২৪ শে জুন, ২০২২ রাত ৮:২৯
মৌরি হক দোলা বলেছেন: 'কবিতা' বিষয়টা নিয়ে আমি সন্দিহান। কে কবে গালাগাল দিয়ে বসে,এই জন্য কবিতা লিখতে চাই না। সবাইকে "গল্প-উপন্যাস" লিখি বলতে পারলেও, "কবিতা" লিখি- এটা কখনোই বলতে পারি না; যেহেতু নিজেরই সন্দেহ থাকে। ব্লগেও পোস্ট করতে বিব্রত লাগে। কিন্তু পোস্ট করার পরে আপনাদের মন্তব্যে সাহস পাই্।
অনেক ধন্যবাদ।
৬| ২৪ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে। কয়েকটা মাত্র লাইনে মনের সুন্দর অভিব্যক্তি ফুটে উঠেছে।
অপরাজেয় বাংলা প্রেমিকদের এত প্রিয় জায়গা জানা ছিল না।
২৪ শে জুন, ২০২২ রাত ৮:৩১
মৌরি হক দোলা বলেছেন: হেহে!
অনেক ধন্যবাদ।
৭| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৩২
ঢুকিচেপা বলেছেন: “যেহেতু আমি কোনো মিথ্যা বলিনি, তাই আমার লজ্জা ছিল না।”
অল্প কথার কবিতা ভালো লেগেছে তবে কবিতার সবচেয়ে শুক্তশালী একটি লাইন তুলে ধরলাম।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৬
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, ভাই। কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২২ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।