নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ইউরোপ প্রবাসী, জীবনের নানা চড়াই-উতরাই পার করে আজকের এই আমি। ব্লগে আবেগ অনুভূতি শেয়ার করি যেগুলো হয়ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়না। আমি একজন অনুভূতির ফেরিওয়ালা......

আমিই সাইফুল

চলতে চলতে হবে পরিচয়.....

আমিই সাইফুল › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ প্রতিযোগিতায় নাম লিখালাম।

১৭ ই জুন, ২০২১ রাত ১১:৫৩

ছবিঃ অকল্যান্ড, নিউজিল্যান্ড

এই ছবিগুলো ভিবিন্ন সময় আমার নিজের তোলা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি ফটোগ্রাফার নই, নিজেকে ভ্রমন পিপাসু হিসেবে জাহির করার বৃথা চেষ্টা করছিনা। কাজের প্রয়োজনেই ভিবিন্ন শহরে গিয়েছি। শখের বসে মানুষ যখন ছবি তোলে অনেক যত্ন নিয়ে তোলে। আমার ছবি গুলো কোন যত্ন নিয়ে তোলা হয়নি। জীবনে এত ডলা খেয়েছি যে, শখের বসে ফটোগ্রাফির শখ আর জাগেনি। :) :) :) :)

ছবিঃ সিডনি, অস্ট্রেলিয়া

ছবিঃ সিডনি, অস্ট্রেলিয়া

ছবিঃ নিউজল্যান্ড

ছবিঃ পিকো আইল্যান্ড, পর্তুগাল।

ছবিঃ হোর্তা আইল্যান্ড, পর্তুগাল।

ছবিঃ লিসবন, পর্তুগাল।

ছবিঃ সিডনি, অস্ট্রেলিয়া

ছবিঃ সেভিল, স্পেইন।

ছবিঃ হোটেল সেরাটন, লিসবন।

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:০৮

হাবিব বলেছেন: সুন্দর সব ছবি। তবে প্রথম পেজে জায়গা কম দখল করলে ভালো হতো। সেক্ষেত্রে প্রথম একটা ছবি দেয়ার পর কিছু কথা লিখে দিলেই দেখতে ভালো লাগতো।

১৮ ই জুন, ২০২১ রাত ১২:১০

আমিই সাইফুল বলেছেন: সেটা পরে বুঝতে পেরে ঠিক করে দিয়েছি। ধন্যবাদ।

২| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১১

আমি সাজিদ বলেছেন: আমার তো আপনার ছবি দেখে গাইতে ইচ্ছে হচ্ছে -

আমি এক যাযাবর।
আমি এক যাযাবর।
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।
আমি এক যাযাবর।
আমি এক যাযাবর।
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভল্গার রূপ দেখেছি।
অটোয়ার থেকে অষ্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি।
আমি ইলোরার থেকে রঙ নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি।
গালিবের শয়ের তাসখন্দের মিনারে বসে শুনেছি।
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি।
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর।

তাই আমি যাযাবর।
তাই আমি যাযাবর।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ-
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি।
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী।
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল ফুটে আছে থরে-থরে।
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে।
প্রেমহীন ভালবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর।
তাই আমি যাযাবর।
আমি এক যাযাবর।
আমি এক যাযাবর।
আমি এক যাযাবর।
আমি এক যাযাবর।

১৮ ই জুন, ২০২১ রাত ১২:১৫

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ। তবে এউ গানটা শুধু সুখ প্রকাশ করবে তাও কিন্তু না। গত ৭ বছরে বাংলাদেশে মাত্র ২ মাস ছিলাম। এটা একটা দীর্ঘশ্বাস! বলে বুঝানো যাবেনা।

৩| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ৩, ৫, ৮ নাম্বারে ছবিতে যাকে দেখা যাচ্ছে সেই মডেল কি?

১৮ ই জুন, ২০২১ রাত ১২:৩৪

আমিই সাইফুল বলেছেন: :) :) :) :)

১৮ ই জুন, ২০২১ রাত ১২:৩৬

আমিই সাইফুল বলেছেন: মডেল নাই। রেন্ডম ক্লিক।

৪| ১৮ ই জুন, ২০২১ সকাল ১০:০৯

শেরজা তপন বলেছেন: প্রতিযোগিতার নিয়মাবলীতে একটু ভাল করে চোখ বুলিয়ে নিবেন।

১৮ ই জুন, ২০২১ সকাল ১০:১৫

আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ১৮ ই জুন, ২০২১ সকাল ১০:২১

জুন বলেছেন: আপনার চোখে এক বৈঠকে দেখা হলো অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড , স্পেন আর পর্তুগালকে । ছবিগুলো বেশ সুন্দর । ভালোলাগা রইলো
+

১৮ ই জুন, ২০২১ সকাল ১০:২৬

আমিই সাইফুল বলেছেন: আরো কিছু শহর বাকি আছে কোন এক সময় শেয়ার করবো। মন্তব্যর জন্য ধন্যবাদ ভাইয়া।

৬| ১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমুদ্রের ছবিগুলো সুন্দর।

১৯ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯

আমিই সাইফুল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৮ ই জুন, ২০২১ সকাল ১১:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর ছবি

১৯ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯

আমিই সাইফুল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৯ শে জুন, ২০২১ রাত ১২:০০

ঢুকিচেপা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

প্রতিযোগিতায় সাফল্য আসুক।

১৯ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯

আমিই সাইফুল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২০

সামিয়া বলেছেন: দারুন

১৯ শে জুন, ২০২১ রাত ৮:৪২

আমিই সাইফুল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১৯ শে জুন, ২০২১ রাত ১০:১৩

আমি তুমি আমরা বলেছেন: বাহ।

১৯ শে জুন, ২০২১ রাত ১১:১৭

আমিই সাইফুল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:১৭

শাহিন বিন রফিক বলেছেন:

ছবি দেখে মনে হচ্ছে আপনার ডলা খাওয়া সার্থক!!

আমি যদি এমন ডলা খেতে পারতাম হাসিমুখে মেনে নিতাম।

১২| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৪

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর!

১৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.