নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ইউরোপ প্রবাসী, জীবনের ঝড়-ঝাপটায় পাক খেয়ে গড়ে ওঠা আজকের এই আমি। ব্লগে তুলে ধরি মনের গভীরে লুকানো আবেগের রং, যা সোশ্যাল মিডিয়ার চটকদার আলোয় মেলে না। আমি অনুভূতির এক ফেরিওয়ালা, শব্দে বুনে যাই জীবনের অলিখিত গল্প…

আমিই সাইফুল

চলতে চলতে হবে পরিচয়.....

আমিই সাইফুল › বিস্তারিত পোস্টঃ

পর্তুগালের ফুটবলে কেন এত ঘষাঘষি? ⚽️

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:০০

আমি লিসবনে আসার পর থেকে একটা জিনিস খেয়াল করছি, এখানকার পোলাপানরা মাঠে শুধু দৌড়ায় না, খালি একটার সাথে আরেকটা ঘষাঘষি করে।

​আমাদের দেশে ফুটবল খেলার সময় আমরা বল নিয়ে দৌড়াই, সুযোগ পেলে গোল দেই। আর এখানে দেখি, বল পাওয়ার চেয়ে একজন আরেকজনের পায়ে কীভাবে পা লাগাবে, কে কার ঘাড়ে গিয়ে পড়বে, তা নিয়েই বেশি চিন্তিত। মনে হয়, এরা ফুটবল খেলে না, একে অপরের সাথে কুস্তি লড়ে।

​একবার আমাদের ওসমান ভাই, যিনি জীবনে কোনোদিন ফুটবল খেলেন নাই, উনি আমার সাথে তর্ক করতে আসলেন যে পর্তুগালের ফুটবল নাকি দুনিয়ার শ্রেষ্ঠ। আমি বললাম, “ভাই, যে খেলায় একজন খেলোয়াড় ১০ মিনিট পর পর মাঠে গড়াগড়ি খায় আর ডাক্তারকে দিয়ে ফু দেয়ায়, সে খেলা ভালো হয় কীভাবে?”

​ওসমান ভাই বললেন, “এটাকে বলে ট্যাকলিং, বোঝো না!” আমি বললাম, “ট্যাকলিং না, এটাকে বলে ফাউল। ফাউল করা যদি স্মার্টনেস হয়, তাহলে তো আমাদের গোলাপ ভাইই সবচেয়ে স্মার্ট। উনি তো কথায় কথায় ফাউল করেন।”

​আর এখানকার ছেলেমেয়েরা! তারা তো ফুটবলকে মনে হয় ধর্ম বানিয়ে ফেলেছে। যেদিন ম্যাচ থাকে, সেদিনই দেখি রাস্তাঘাট খালি। সবাই টিভির সামনে বসে থাকে। সেদিন ওদের একজনকে জিজ্ঞেস করলাম, “ভাই, এত উত্তেজনা কেন?” সে বলল, “আমাদের ফুটবলাররা হারলে আমরা নাকি দেশ হিসেবে হেরে যাই।”

​আমি মনে মনে হাসলাম। আর বললাম ব্যাটা বাংলাদেশেত জন্মাও নাই তাই বুঝবানা, প্রতি ম্যাচ হারার পরেও বেশরমের মত পরের ম্যাচে আবার ঠিকই এই হালাগোরে সাপোর্ট কইরা গলা ফাডাইয়া ফালাই। আর তুমি আমারে হার জিতের ছবক দেও। :P :P :P

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:২৬

জেনারেশন একাত্তর বলেছেন:




পর্তুগালের অর্থনীতির কি অবস্হা, আমেরিকান ট্যারিফের প্রভাব পড়েছে?

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩৫

আমিই সাইফুল বলেছেন: পড়েছে হয়ত! সাধারণ জনগণ পর্যায়ে এর প্রভাব বুঝতে পারছিনা।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:২৯

জেনারেশন একাত্তর বলেছেন:



বাংলাদেশে যেই পরিবর্তন এসেছে, ইহা কি ২য় স্বাধীনতা, নাকি আমেরিকান ক্যু?

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩৫

আমিই সাইফুল বলেছেন: হঠাৎ এই পোস্টে এমন প্রশ্ন?

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৭:২১

জেনারেশন একাত্তর বলেছেন:



দেশে কি ঘটচে, এই প্রশ্নের উত্তর সকল বাংগালীর জানা থাকা উচিত।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: পর্তুগালের ফুটবল নিয়ে আমি চিন্তিত নই।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

আমিই সাইফুল বলেছেন: প্লিজ ডোন্ট বি :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.