নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ইউরোপ প্রবাসী, জীবনের ঝড়-ঝাপটায় পাক খেয়ে গড়ে ওঠা আজকের এই আমি। ব্লগে তুলে ধরি মনের গভীরে লুকানো আবেগের রং, যা সোশ্যাল মিডিয়ার চটকদার আলোয় মেলে না। আমি অনুভূতির এক ফেরিওয়ালা, শব্দে বুনে যাই জীবনের অলিখিত গল্প…

আমিই সাইফুল

চলতে চলতে হবে পরিচয়.....

আমিই সাইফুল › বিস্তারিত পোস্টঃ

বাঙালি কাকুর সাথে দেখা লিসবনে!!!

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:৩৭

আজকে লিসবনে এক বাংলা কাকুর সাথে হঠাৎ দেখা।
কাকু হাতে কলা নিয়ে হাঁটছেন, দেখে বললাম—
"কাকু, এই কলা বাংলাদেশে হলে কাঁচা থেকে পাকতে পাকতে ৫ বার দাম বাড়ত।”

কাকু দীর্ঘশ্বাস ফেলে বললেন—
“বাবা, আমি তো আগে বাংলাদেশেই ছিলাম। এখানে এসে দেখি, বাজারে দাম এক সপ্তাহে একবারও ওঠানামা করে না। মজা কীসে?”

আমি অবাক হয়ে তাকিয়ে আছি।
কাকু এবার আরও গম্ভীর হয়ে বললেন—
“ধর, দেশে পেঁয়াজ ৪০ থেকে একদিনে ২৪০… আবার ২৪০ থেকে ৮০… এই ওঠানামার মধ্যে যে অ্যাডভেঞ্চার আছে, সেটা এখানে নাই। এখানে শান্তি আছে ঠিকই… কিন্তু টেনশনের মজা নাই।”

আমি তখন মাথা চুলকাচ্ছি—
আসলে আমরা যারা দেশ ছেড়ে বাইরে থাকি, অনেক সময় শান্তিকে শান্তি মনে হয় না।
কারণ, ঝামেলাই আমাদের নেশা হয়ে গেছে।

ভাবলাম,
আমরা বাংলাদেশিরা আসলে শুধু মানুষ না…
আমরা একেকজন হিউম্যান রোলার কোস্টার—
জীবনটা না দুলতে থাকলে আমাদের শান্তি লাগে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: তাহলে দেশে চলে আসেন।
তারপর দুলতে থাকুন।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

আমিই সাইফুল বলেছেন: চাচারে পাঠিয়ে দেয়ার চেষ্টায় আছি।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৪

কিরকুট বলেছেন: ঠিক বলেছে কাকু । বাংলাদেশ হলো ভরপুর কমেডি ও এ্যাডভেঞ্চারের দেশ ।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

আমিই সাইফুল বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.