![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশ লাইফের প্রথম দিকে, প্রথম যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা হলো—এখানকার ট্রাফিক সিগন্যাল।
রাস্তার পাশের সুইচে হাত দিলেই ২০ সেকেন্ডের মধ্যে সিগন্যাল লাল হয়ে যায়।
গরিব-আমির, রাজা-ফকির—সব গাড়ি থেমে যায়।
আমি হুটহাট অভ্যস্ত নই, তাই প্রথম কয়েকদিন দাঁড়িয়ে থাকতাম, ভাবতাম—
“সিগনাল লাল হলে কি হয়েছে, কেউ যদি না থামিয়ে গায়ের উপর গাড়ি তুলে দেয়?”
কিন্তু অবাক হয়ে দেখলাম, সবাই থেমে যায়!
ভাবলাম—আমাদের দেশে যদি রাস্তার মাঝখানে এইরকম সুইচ বসানো হয়, তখন কী হবে?
✅ প্রথম ১ মিনিটেই এক ভাই এসে সুইচ খুলে নিয়ে যাবে, তার বাসার সিলিং ফ্যানে লাগানোর জন্য।
✅ আরেক ভাই সুইচের নিচে দোকান খুলবে—“সিগন্যাল টিপুন, প্রতি টিপ ২ টাকা করে”
✅ সিটি কর্পোরেশনের কেউ এসে—“সুইচ টিপার দোকানদারের কাছ থেকে চা নাস্তার পয়সা নিয়ে যাবে”
✅ শেষমেশ আমরা জনগণ ২টাকা বাচানোর জন্য সুইচ টিপা ছাড়াই দৌড় দিবো—“সিগনালের লাল বাতি জ্বলুক বা না জ্বলুক, জীবন তো আছেই লাল বাত্তি জ্বালানোর জন্য।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
আমিই সাইফুল বলেছেন: ২-৩ মাস পর পর ব্লগে পোস্ট দিলেই আপনার মত নতুন একটা নিক পাই। যে সবার পোস্টে গিয়ে আঙুল দেয়।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের বাঙ্গালীর ব্রেইন দেখছেন, কত মানুষের ব্রেইনে কি কি আসবে তা আপনি একাই ধরে ফেলেছেন!
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
আমিই সাইফুল বলেছেন: আজাইরা থাকলে মাঝে মধ্যে এর চেয়েও আজাইরা চিন্তা মাথায় আসে। সব অবশ্য ব্লগে লেখাও যায় না। :p
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
সামরিন হক বলেছেন: বাংলাদেশে হলে এমন ঘটনা ঘটতেই পারে। তবু পরিবর্তন তো আনতেই হবে।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৮
অপ্সরা বলেছেন: তবে এমনটা বাংলাদেশে হওয়া উচিৎ!!!
আমার ধারণা মানুষ এখন মানতেও পারে এই নিয়ম!!!
না মানলে সোজা গাড়ি গায়ে উঠে গেলে তখন নিশ্চয় না মেনে যাবে কই!!!!!!!
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৩
আমিই সাইফুল বলেছেন: গাড়িত হর হামেশাই উঠে যাচ্ছে কিন্তু বিপজ্জনক রাস্তা পারাপারত থেমে নাই। আবার দেশের সামান্য দু একটা জায়গায় যেখানে ট্রাফিক সিগনাল আছে সেখানেও চালকরা লাল বাত্তির ধার ধারে না। সমস্যাত নানামুখী ।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৭
অপ্সরা বলেছেন: যাইহোক ভাইয়া
তোমার নিকটা দেখে আমি সাইফুল তোমার হাসব্যান্ড একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ে যাচ্ছে। জানতে ইচ্ছা করে তুমিও কি সেই বিজ্ঞাপনটা দেখেই এই নিক বানিয়েছিলে???
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৪
আমিই সাইফুল বলেছেন: সেকালেত এটা দেখেই নিক বানিয়েছিলাম। এখন হলে অবশ্য এই নাম দিতাম না।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৯
অপ্সরা বলেছেন: এই যে বিজ্ঞাপনটা
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২২
কিরকুট বলেছেন: আজ লাগাবেনা কাল ওটা আশেপাশের হার্ডওয়্যার এর দোকানে পাবেন।
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৫
আমিই সাইফুল বলেছেন: ঘটনা সত্য।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
জেনারেশন একাত্তর বলেছেন:
পর্তুগাল গেছেন, এখন আপনি জ্ঞানের সাগরে ভাসছেন।