নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌র নামে শুরু করছি

মুসলিম আমি , আল্লাহ্‌ ছাড়া করি না কাহাকেউ কুর্নিশ

মালিহা মালিহা

আমি নাস্তিক নই

মালিহা মালিহা › বিস্তারিত পোস্টঃ

ভালো মুসলিম হতে হলে চাই কুরআন , হাদীস এর জ্ঞান .।..।। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০









বেশীর ভাগ মেয়েই হয় তার বাবা বা husband এর ছায়া । কখনো কারো life এ বাবা র প্রভাব খুব বেশী পড়ে কখনো বা husband এর প্রভাব বেশী হয় । বাবা / husband এর কথা এজন্য বলছি যে , আমি এমন মেয়ে দেখেছি যে তারা বিয়ের আগে পর্দা করত বিয়ের পর করে না, আবার কিছু মেয়ে বিয়ের আগেও পর্দা করত না বিয়ের পরেও করে না। যখন married রা পর্দা না করার কারন হিসেবে বলে যে আমার husband পছন্দ করে না তখন নিজের গল্প বলি , বলি যে দেখুন আমার husband ও প্রথমদিকে আমাকে support করতো না, প্রথম বোরকা পড়া শুরু করি তখন বলেছে ভাল ভাবে স্যালওআর কামিজ পড়েই শালীন থাকা যায় , আবার যখন নেকাব শুরু করি তখন বলেছে মুখ ঢাকতে হবে না......আমি অন্ধ আনুগত্য করিনি ,আল্লাহ আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমি জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য ,আমাকে তাঁর আদেশ নিষেধ মানতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার পাপের বোঝা অন্য কেউ বহন করবে না...... মানুষ সাধারণত উপদেশ গ্রহন করে না, তাই এসব কথায় কাজ হয় না । কিন্তু যখন কাউকে দেখেছি যে সে নিজে থেকে কিছু পড়তে চাচ্ছে , নিজের ইচ্ছায় বলেছে , আমি এই হাদিস এর বই টা নিয়ে যাই পড়ে দিয়ে দিব, তখন কিছু দিন এর মধ্যেই তার ভিতর খুব পরিবর্তন লক্ষ্য করেছি, যাকে অনেক কথায় বুঝায়ে কোন লাভ হয় নাই সে পর্দা করা শুরু করে দিয়েছে। নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি পড়ার কোন বিকল্প নাই , আর হেদায়েত আল্লাহ পক্ষ থেকে আসে, আমাদের কাজ হচ্ছে কুরআ'ন , হাদিস এর কথা মানুষ এর কাছে পৌঁছে দেয়া ,হেদায়েত আসলে ইসলাম কে জীবন বিধান হিসেবে মেনে নিবে ।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.