নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌র নামে শুরু করছি

মুসলিম আমি , আল্লাহ্‌ ছাড়া করি না কাহাকেউ কুর্নিশ

মালিহা মালিহা

আমি নাস্তিক নই

মালিহা মালিহা › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল এর পদত্যাগ .।.।.।.।.।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

জাফর ইকবাল শাহজালাল বিশ্ব বিদ্যালয় থেকে পদত্যাগ এর খবর এর পর থেকেই তার বিরুদ্ধে অনেক লেখা পড়ছি , আজকে আসিফ মহিউদ্দিন ও তার বিরুদ্ধে লিখলেন । যারা আল্লাহকে অবিশ্বাস করে তার পক্ষে এমন বিশ্বাস ঘাতকতা করা সম্ভব । জাফর ইকবাল এর সুসময়ে এর চাটুকারিতা করে আর দুঃসময়ে এভাবে বিরোধিতা করে ।

কিছু মুসলিম ভাইরা এসময় আদাজল খেয়ে তার বিরোধিতা করছে ... বিরোধিতা তো ততক্ষণই করবেন যতক্ষণ সে ইসলাম এর বিরোধিতা করে, আমাদের সাথে তো আর তার ব্যাক্তিগত কোন শত্রুতা নেই ।এখন এই মুহূর্তে তার বিরোধিতা করার কোন কারণ দেখি না । আর ভাল মুসলিম কখনও কারো বিপদে খুশী হতে পারে না । একটা লোক যদি আপনার শত্রু হয় আর সে যদি মানসিক কষ্টে থাকে তাহলে তাকে সান্ত্বনা না দেন , তার পাশে থাকতে না পারেন , তার বিপদে আনন্দিত হওয়া তো ঠিক না ।

আর অনেক মুসলিম ভাইকে দেখি জাফর ইকবাল এর নাম বিকৃত করে ডাকে , তাদেরকে স্মরণ করায়ে দিচ্ছি সূরা হুজুর-ত এর একটি আয়াত , "হে মুমিনরা ! কোন পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস না করে , হতে পারে তারা তাদের চেয়ে উত্তম , কোন নারী অন্য নারীকে যেন উপহাস না করে , কেননা তারা তাদের চাইতে উত্তম হতে পারে । একে অন্যের প্রতি দোষারোপ করো না , মন্দ নামে ডেকো না । ঈমান আনার পর মন্দ নামে ডাকা অত্যন্ত খারাপ । আর যারা এরূপ কার্যাবলী হতে নিবৃত্ত থাকে না তারাই প্রকৃত জালিম । "

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: সূরা হুজুর-ত এর একটি আয়াত , "হে মুমিনরা ! কোন পুরুষ যেন অন্য পুরুষকে উপহাস না করে , হতে পারে তারা তাদের চেয়ে উত্তম , কোন নারী অন্য নারীকে যেন উপহাস না করে , কেননা তারা তাদের চাইতে উত্তম হতে পারে । একে অন্যের প্রতি দোষারোপ করো না , মন্দ নামে ডেকো না । ঈমান আনার পর মন্দ নামে ডাকা অত্যন্ত খারাপ । আর যারা এরূপ কার্যাবলী হতে নিবৃত্ত থাকে না তারাই প্রকৃত জালিম । "

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.