নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌র নামে শুরু করছি

মুসলিম আমি , আল্লাহ্‌ ছাড়া করি না কাহাকেউ কুর্নিশ

মালিহা মালিহা

আমি নাস্তিক নই

মালিহা মালিহা › বিস্তারিত পোস্টঃ

silent spring আর আমার কিছু অনুভূতি

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

Silent Spring খুব জনপ্রিয় একটা বই । এ বই এর লেখিকা Rachel Carson । বইটি New York Times এ best-seller list এ স্থান পেয়েছিল । বইটিতে DDT নামক একটি pesticide এর ভয়াবহতা তুলে ধরা হয়েছিল । DDT খুব মারাত্নক একটা কীটনাশক প্রাণীজগতের জন্য । কিন্তু কীটনাশক দমনে এটা খুব কার্যকর । এই মারাত্নক কীটনাশক DDT কে এক সময় খুব জনপ্রিয় করে তোলা হয় বিজ্ঞাপন এর মাধ্যমে । তখনকার সময় বিজ্ঞাপন এর একটি স্লোগান ছিল , " DDT is good for me-e-e ! " z z .....Rachel Carson যখন DDT র বিরুদ্ধে লিখলেন তখন যে company গুলো DDT কে নিয়ে ব্যাবসা করত তারা সেই লেখিকার বিরুদ্ধে অপবাদ দেয়া শুরু করল আর অনেক বছর পর্যন্ত মানুষ সেই company গুলোর কথা বিশ্বাস করত । এক্ সময় মানুষ বুঝতে পারল DDT কি মারাত্নক একটা কীটনাশক !!! তখন অ্যামেরিকাতে সর্বপ্রথম DDT কে ব্যান করা হয় । এখন সারা বিশ্বেই এটা ব্যান ।

আগেও মানুষ যেমন ছিল এখনও মানুষ তেমনই আছে , পশ্চিমাদের কথা অন্ধ ভাবে সবাই বিশ্বাস করে without proper understanding .

এখন পশ্চিমারা বলছে দাড়ি , টুপি পড়া মুসলিমরা জঙ্গি , মানুষও তাদেরকে জঙ্গি বলছে তাদের সম্পর্কে কিছু না জেনেই ।

পশ্চিমারা বলছে ইরাকে অনেক অস্ত্র আছে যা তাদের জন্য হুমকি সরূপ , মানুষও তাদের কথা অন্ধ ভাবে বিশ্বাস করছে ।

আল্লাহ্‌ আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জি তাইত দেখছি। সবাই আজ দাড়ি , টুপির বিপরীতে কেন জানি ।আমরাত মুসলমান হইয়াও নিজের ধর্মকে ডুবাইতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.