নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাংগো পিপল

আমি ইসলাম ধর্মের অনুসারী । অন্য ধর্মের অনুসারীদেরও সম্মান করি, এমনকি নাস্তিক দেরও। সবারই নিজস্ব মত অনুযায়ী চলার অধীকার আছে । কিন্তু কোন ধর্মকে আক্রমন করার অধীকার কারো নাই, তাই নাস্তিক নামধারী ইসলাম বিরোধীদের আমি আইক্কাআলা বাশ নিয়া খুজতেছি, পাইলেই ........................

ম্যাংগো পিপল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ কিনছে ভারত !!!!!!!! আসেন নিজের চামরা নিজে তুলে ডুগডুগি বানাইয়া বাজাই !!!

১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ কিনছে ভারত



আমরা ব্যাবহার করার জন্য ইন্টারনেট পাইনা, আর তারা রপ্তানী করে X( X(



আমাদের তো খুশী হরার কথা, আমাদের রপ্তানী পন্যের তালিকায় আরো একটি পন্য যোগ হলো।



মনে হইতেছে নিজ না খাইয়া ভারতের কাছে চাল রপ্তানী করতেছি X( X(

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

সাবু ছেেল বলেছেন: বাঘের বাচ্চা শাকিব খান!নোংরা কোলকাতাকে ধুয়ে-মুছে সাফ করে দিলেন!!এরকম আরও ব্যক্তিত্ব খুব দরকার।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

ম্যাংগো পিপল বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৫

বাগসবানি বলেছেন: ইন্টারনেট দিয়ে ব্লগিং, ফেসবুকিং আর কাইজ্যা ছাড়া আমরা তো আর কিছু করতেছি না B-) B-)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪২

ম্যাংগো পিপল বলেছেন: আমার জীবিকার ৭০% ইন্টারনেট নির্ভর। তাই ফেসবুক বা ব্লগে তেমন সময় দিতে পারিনা, দিতে চাইওনা।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

ধৈঞ্চা বলেছেন: যেখানে ভারতের ব্যান্ডউইডথ প্রয়োজন সেখানে কারো সাধ্য আছে আওয়ামীলীগকে ব্যান্ডউইডথ রফ্তানীতে বাঁধা দেবে।
@বাগসবানি, ইন্টারনেটের বহুমাত্রিক ব্যবহার সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। আমাদের গণ্ডি শুধু ফেবু, ব্লগিং আর মুভির মধ্যেই সীমাবদ্ধ। এছাড়াও যে আরো অনেক কাজে ইন্টারনেট লাগতে পারে তা আপনার ও আপনার সরকারের এন্টিনায় ক্যাচ না করলেও ঘটনা সত্য।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

ম্যাংগো পিপল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ++++++ ;) ;) ;) ;)

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

বাগসবানি বলেছেন: @ধৈঞ্চা, আমার এন্টিনা আর সরকারের এন্টিনা এক না অভিন্ন সেটা নিয়ে তর্কে নাই গেলাম। কিন্তু ওয়ারক্িং ডেতে এবং ওয়ারকংি আওয়ারে লোকজনকে যে হারে পোস্ট দিতে দেখি তাতে কারও কোনোই সন্দেহ নেই যে আমরা করম্বিমুখ । আমরা উপরে উপরে সারাদিন রাত চিৎকার করতেছি যে ইন্ডিয়ার কাছে আমরা সববিক্রি করে দিচ্ছি .. ব্লা ব্লা । আর বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে হিন্দি মুভি, সিরিয়াল আর ডোরিমন কার্টুন দেখতেছি !!!!!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

ম্যাংগো পিপল বলেছেন: আপনার কথা সবই ঠিক আছে, কিন্তু যেখানে আমাদের দেশে ইন্টারনেটের গতি খুবই কম এবং দাম বেশী, সেখানে আমাদের সমস্যা সমাধান না করে এই রপ্তানী কি যুক্তি সংগত ??

৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

বাগসবানি বলেছেন: ভাই কিচ্ছু করার নাই, চায়ে চায়ে দেখা ছাড়া । এটা ধরতে পারেন সরকারের একটা পলিসি। সাধারণ জন গণের কাছে ইন্টারনেট সুবিধা ঠিকমত পৌছে না দেয়া । দুটো লাভ আছে এতে । প্রথমত, সরকার ইন্টারনেট ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারছে । দ্বিতীয়ত, বেশি সুবিধা পেলে জন গণ এটার সুষ্ঠ ব্যবহার নাও করতে পারে। তবে চায়নাতে অবস্থা আরও খারাপ । ওরা তো গুগলও ইউজ করতে পারে না শান্তিমত । আর সব প্রক্সি সার্ভারও বন্ধ । আমরাতো তাও ভাল আছি, ভদ্র আছি B-) B-) নাই মামার চেয়ে কানা মামাও ভাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.