নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাংগো পিপল

আমি ইসলাম ধর্মের অনুসারী । অন্য ধর্মের অনুসারীদেরও সম্মান করি, এমনকি নাস্তিক দেরও। সবারই নিজস্ব মত অনুযায়ী চলার অধীকার আছে । কিন্তু কোন ধর্মকে আক্রমন করার অধীকার কারো নাই, তাই নাস্তিক নামধারী ইসলাম বিরোধীদের আমি আইক্কাআলা বাশ নিয়া খুজতেছি, পাইলেই ........................

ম্যাংগো পিপল › বিস্তারিত পোস্টঃ

বিডি নিউজ ২৪.কমের জরিপ এবং আমার কিছু ভুল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭





আমি বিডি নিউজের জরিপে নিয়মিত অংশগ্রহন করি, ভোট দেবার আগে সবসময়ই ফলাফল আন্দাজ করার চেস্টা করি। বেশীর ভাগ সময় আন্দাজ মিলে যায়, আবার মাঝে,মাঝে মিলেনা,

এটাই স্বাভাবিক । সবাই সবসময় আমার মত ভাববে এটা হতে পারেনা। তবে ইদানিং না মিলার সংখাটা আস্তে আস্তে বারছে :((



কিন্তু এটা নিয়ে কখনো তেমন দু:খ বোধ হয়নি, কিন্তু আজ জরিপের ফলদেখে আমার অনেক দু:খ লাগছে। আমি ভেবে ছিলাম ''না''র পক্ষে অ-নে-ক বেশী ভোট পরবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটের ব্যাবধান খুব বেশী নয় :(



তবে কি সুন্দরবন কে বিসর্জন দিয়ে বিদ্যুত কেন্দ্র বানাতে সমর্থন দেবার মত লোক নেহায়েত কম নয় ?



তবে কি আমরা ভুলে গেছি যে বিদ্যুত কেন্দ্রের বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নাই



নাকি আমরা একজন মানুষ অথবা বাংলাদেশী হিসাবে চিন্তা না করে একজন সরকার সমর্থক হিসাবে চিন্তা করা শিখছি ??



নাকি এটা বিডিনিউজের কোন কারসাজি ?? ;) ;)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

নতুন বলেছেন: প্রশ্ন বোঝার ভুলে.... কথার প্যেচে বুঝতে ভুল করে না উত্তর দিয়েছে জনগন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

ম্যাংগো পিপল বলেছেন: দোয়া কইরেন ভাই, তাই যেন হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

ভোরের সূর্য বলেছেন: না ভাই। আপনি যেটা ভাবছেন সেটাই সঠিক।এটা বিডিনিউজের কারসাজি।ওরা এমনিতেই আওয়ামীলিগের সমর্থক কিন্তু ইদানিং এরকম বেশি হচ্ছে। একদিন আমি নিজেও হতবাক হয়ে গেছিলাম। একদিন এরকমএরকম একটা প্রশ্ন ছিল যে আওয়ামীলিগ হিংসার বশবর্তি হয়ে ইচ্ছা করে ড:ইউনুসের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।এর সাথে আপনি একমত কি না।দেখা গেল বেশিরভাগ বলেছে একমত না অথচ একমতের পক্ষে বেশি ভোট পরা উচিৎ ছিল।আমিতো রেসাল্ট দেখে একদম থ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

ম্যাংগো পিপল বলেছেন: একদম মনের কথাটা বলছেন ভাই, :D ঐ দিন আমিও পুরা ''থ'' হইয়া গেসিলাম।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

দুরন্ত-পথিক বলেছেন: আপনি যে কি না, এই নিউজ এর ভোট হল ভুয়া ভোট । এই ভোট সর্বদাই সরকারের পক্ষে যায়, তাহলে বোঝেন বিষয় টা কি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭

ম্যাংগো পিপল বলেছেন: :( :( :(( :(( X( X( তইলে আমাগো করনীয় কি? B:-/

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০

দুরন্ত-পথিক বলেছেন: আমাদের করনীয় হল এই সব ভুয়া জিনিস কে পরিহার করা ।আমরা এই যুগে সচেতন তাই আমরা বাস্তব টা দেখতে পাই, তাই অইসব নিউজ এর ভোট কে বিশ্বাস নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.