নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাংগো পিপল

আমি ইসলাম ধর্মের অনুসারী । অন্য ধর্মের অনুসারীদেরও সম্মান করি, এমনকি নাস্তিক দেরও। সবারই নিজস্ব মত অনুযায়ী চলার অধীকার আছে । কিন্তু কোন ধর্মকে আক্রমন করার অধীকার কারো নাই, তাই নাস্তিক নামধারী ইসলাম বিরোধীদের আমি আইক্কাআলা বাশ নিয়া খুজতেছি, পাইলেই ........................

ম্যাংগো পিপল › বিস্তারিত পোস্টঃ

কেউ কি গ্রামীনের 3G ব্যবহার করেছেন ? কোন প্যাকেজের স্পিড কেমন ?

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

কেউ কি গ্রামীনের 3G ব্যবহার করেছেন ? কোন প্যাকেজের ডাউনলোড স্পিড কেমন ?



ধন্যবাদ

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ইখতামিন বলেছেন:
এখনও ট্রাই করিনি। ভয় করে .. #:-S :P

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৭

ম্যাংগো পিপল বলেছেন: ২ জিবি ৪০০ টাকা । ভয়ের কিছু নাই । সুজোগ থাকলে ট্রাই করেন। আর আমাদের জানান স্পিড কেমন।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
3g তো সুধু বসুন্ধরা - বাড্ডার সামান্য কিছু এলাকায়। আগে সব যাগায় আসুক।

জিপির 2 gb - 400 টাকা মনে হয় ভাল একটা অফার।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৬

ম্যাংগো পিপল বলেছেন: ২ জিবি ৪০০ টাকা এবং ৮ জিবি ৯৫০ টাকা । আমার কাছে অনেক ভালো । বর্তমানে জুম ব্যবহার করি, ৫ জিবি নেয় ৯০০ টাকা ডাউনলোড স্পিড এভারেজ ৪০ কে.বি।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

সাদা কলো বলেছেন: ২জিবি ৪০০ টাকা- এটা প্রমোশনাল অফার, কভারেজ বাড়লে মনে হয় এটা ১জিবি হয়ে যাবে।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

ম্যাংগো পিপল বলেছেন: দেখা যাক কি হয় । আমরা যেটাতে সুবিধা পাবো সেটা ইউজ করবো।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

ইখতামিন বলেছেন:
আরে.. নাহ.. ২ জিবি ৫০০ টাকা হলেও কোনও প্রবলেম নেই। প্রবলেম হলো জিপির নেট স্পীড অত্যন্ত ভয়ংকর রূপ নিতে দেখেছি কিছুদিন পূর্বে। তাই বর্তমানে জিপির প্রতি উদাসীন আছি। আপনারা ট্রাই করে পরে আমাকে জানাবেন, এই আশায় ... ;) :)

৫| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

মোঃ ওয়াদুদ বলেছেন: কতকাল আর জিপির গোলামী করবেন????
২ জিবি ৪০০ টাকা X( X( X( তারপরও বলছেন ভয়ের কিছু নাই =p~ =p~ =p~
টেলিটক ৫ জিবি ৬০০ টাকায় দিচ্ছে ৫১২ কেবিপিএস। তারপরও পাবেন ১ এমবিপিএস। বিশ্বাস না হয় পরিচিত কাউরে জিগায়া দেখেন।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

ম্যাংগো পিপল বলেছেন: ভদ্র ভাষা ব্যবহার করবেন X( X( X( নইলে এমন শিক্ষা দিব....... গোলামি একেবারে ............ভইরা দিমু।

২ জিবি ৪০০ টাকা তাও পছন্দ হয়নাই B:-) B:-) আপনার বাল সরকারে কইতেন, সব অপারেটরে ফ্রী লাইসেন্স দিতে, তারপর আরো কম দামে আশা করলে ভালো হতো। অপারেটররা মিলিয়ন ডলার খরচ করে লাইসেন্স নিব, নতুন যন্ত্রপাতি বসাইবো, আর আপনেরে ফ্রী সেবা দিব X(( X((

টেলিটক আমার বাল ফালইবো। এত দিন প্রতিযোগিতা ছিলনা, সিমের দাম ছিল ৯৫০, তারপর ৪৫০, এখন প্রতিযোগিতা শুরু হইছে B-) দাম ১২৯ টাকা মাত্র :-P কেন এতদিন দেশের মানুষের জন্য দরদ কই গেছিল ?? ৩ জি বিল এতদিন কত কইরা আছিল ?

টেলিটক ১ বছর আগে ৩জি শুরু করছে, আমি ঢাকা ''জিরো'' পয়েন্ট থেকে ২২ কি:মি দুরে থাকে, এখনো পর্যন্ত ৩জি পাইনাই :(( :((

দেশের কম্পানী, সরকারী কম্পানী তো আমাগো জিগাইলোইনা :( :( জিপি,বাংলালিংক,রবি, টাকা বেশী নিলেও ৩জি তো পামু ।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

মোঃ ওয়াদুদ বলেছেন: এইখানে দেখেন

৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

ভোরের সূর্য বলেছেন: @মোঃ ওয়াদুদ ভাই।আপনি যেটা বললেন সেটা শুধু ঈদের জন্য প্রমোশনাল অফার।তুলনা করলে টেলিটকের ৫১৪কেবিপিএসের প্যাকেজগুলো ভাল আর গ্রামীণের ১এমবিপিএসের প্যাকেজগুলো ভাল।

জিপির ওয়েব সাইটে প্রমোশনাল যে প্যাকেজ দিয়েছে তাতে ৫১২কেবিপিএস আনলিমিটেড ৩০দিনের বা ১ মাস, মানে ৮জিবি পর্যন্ত এই স্পিড পাবেন তার পর ফেয়ার ইউজেস পলিসি মানে নেট ইউজ করতে পারবেন কিন্তু স্পিড কমে যাবে।এর দাম ধরেছে ৯৫০টাকা।

আর ১কেবিপিএস ৩০দিনের আনলিমিটেড মানে ৮জিবি পর্যন্ত এই স্পিড পাবেন তারপর স্পিড কমে যাবে ফেয়ার ইউজেস পলিসির জন্য কিন্তু আনলিমিটেড নেট ইউজ করতে পারবেন সারা মাস। এটার দাম ১২৫০টাকা।

আমরা যত রিউমার শুনেছিলাম,যত গালাগালি করেছি জিপিকে সেই তুলনায় কিন্তু এটা খুব একটা খারাপ না যদিও এখনো বেশি দাম।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

ম্যাংগো পিপল বলেছেন: বর্তমানে জুম ইউজ করি,৫ জিবি ৯০০ টাকা স্পিড ৩০০ কেবিপিএস। ডাউনলোড স্পিড পাই ৩৫-৪৫ কেবিপিএস।

আশা করি যে কোন কম্পানীর ৩জি এরচেয়ে ভালো হবে।

ধন্যবাদ

৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

কস্কি বলেছেন: প্রথম কথা হলো, আপনার এরিয়াতে কি জিপির থ্রিজি নেটওয়ার্ক আছে???


যদি থেকে থাকে, তবে নিয়ে দেখতে পারেন, স্পিড আশাকরছি কম হবে না!!

আর যদি নেন, এই পোস্টে এক্টু আপডেট দিয়েন


@ভোরের সূর্য>> আপনি যেই প্যাকের কথা বললেন, সেটাও কিন্তু জিপির প্রোমোশোনাল অফার!!!

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫

ম্যাংগো পিপল বলেছেন: আমার এরিয়ায় ৩জি থাকলে কি আর ব্লগে স্পিড খুজি ;) ;)

বর্তমানে প্রতি মাসে নেট খরচ ২০৭০ - ৩০০৫ টাকা, তারপরও ভালো সার্ভিস পাচ্ছি না। যে কোন কম্পানীর ৩জি নেট পাওয়ার সাথে সাথে নিয়ে ফেলবো।
ধন্যবাদ ভাই।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

ওবায়েদুল আকবর বলেছেন: আপাতত লাইন না নিয়া একটা উস্টা মারেন। সবাই লাইনে নামুক, তারপরে ভালো মনে করলে বাইছা বুইছা একটা নিয়েন।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

ম্যাংগো পিপল বলেছেন: কম দামে যে ভালো সার্ভিস দেবে তারটাই নিব। ( যখন চয়েজ করার সুযোগ থাকবে ) এখন যেটা পাবো সেটাই নিব।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

বশর সিদ্দিকী বলেছেন: প্রথমদিকে খুব চার্জ করবে। পরে অন্যান্য কোম্পানিগুলা আসলে আস্তে করে রেট কমাইয়া দিবো।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

ম্যাংগো পিপল বলেছেন: আমার চিন্তা নেট নিয়া, আপাতত রেট নিয়া ভাবার সুযোগ নাইরে ভাই।

১১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

ওবায়েদুল আকবর বলেছেন: বর্তমানে প্রতি মাসে নেট খরচ ২০৭০ - ৩০০৫ টাকা, তারপরও ভালো সার্ভিস পাচ্ছি না। যে কোন কম্পানীর ৩জি নেট পাওয়ার সাথে সাথে নিয়ে ফেলবো।

কোন কোম্পানির নেট ইউজ করেন যে এত খরচ হয়?

ভয়াবহ অবস্থা আপনার জন্য মায়া লাগতেছে। ঊপায় না থাকলে নিয়া নেন। কি আর করবেন?

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

ম্যাংগো পিপল বলেছেন: বর্তমানে জুম ইউজ করি,৫ জিবি ৯০০ টাকা + VAT = 1035 Tk. মাসে কমপক্ষে দুইবার, কোন মাসে তিন বার নিতে হয়।

১২| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

ভোরের সূর্য বলেছেন: @কস্কি ভাইকে বলছি।আমি যখন কোন তথ্য দিই তখন খোজ খবর নিয়েই দিই।আমিও জানি এটা জিপির প্রোমোশোনাল অফার কিনতু জানেন কি প্রোমোশোনাল অফার শেষ হলে রেট কত হবে? ৯৫০টাকারটা১০৫০টাকা,১২৫০টাকারটা ১৪০০টাকা,৮০০টাকারটা ৮৫০টাকা,৪০০টাকারটা ৪৫০টাকা এবং ৭০০টাকারটা৮০০টাকা রেগুলার প্যকেজ।এবার কমপেয়ার করুন।এখনোও খুব একটা খারাপ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.