নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে চাই না, তবু লিখে যাই..

মুহাম্মাদ শরিফ হোসাইন

লিখতে চাই না, তবু লিখে যাই..

মুহাম্মাদ শরিফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

চৌরাস্তা বনাম একরাস্তা

২৭ শে মে, ২০১৫ রাত ১২:২৬

কুঁড়িল চৌরাস্তা'য় ফ্লাইওভারের পাশে এক বাদাম বিক্রেতা যুবা'র বাশি'র আওয়াজ শুনে ভয় পেয়ে গেলাম, এতো রাতে এতো করুন সুর, কার বুকে এতো ব্যাথা ! এগিয়ে গিয়ে মুগ্ধ শ্রোতা হয়ে মিনিট কয়েক শুনলাম -'ভাল লাগে দখিন হাওয়া চোখ বুজে কিছুক্ষণ..বন্ধু তোমায় মনে পড়ে ও ..'বাদাম খেতে খেতে বললাম ভাই, এতো সুর নিয়ে বাদাম বেচ ক্যামনে? সে বলে- 'এই বাশি'র লাই বাড়িত্তন বারাইছি! আর বাপে মেলা চেষ্টা কইরছে আরে বিদেশ হাঠাইতে, আই যাই ন। ফ্রেমিকাও ছাড়ি যাইতে কই গেছিল- খালি বাশি হুনি অ্যার হেট ভইরলে তোয়ারে ছাড়ি যাইতাম ন! এহন এমুই একটা যাত্রা-পালা'র দলের লগে থাহি, রাইতে হেতাগো নাটকের সময় মঞ্চের পিছন থেইকা দরকার অইলে বাঁশির সুর দেই আর সাপ্তায় দু'দিন বাদাম বেচি, এই আর কি!' বাঁশি শুনে মন তো ভরছেই, তার কথা শুনে পেট ও ভরে গেছে। আসবার সময় ওরে বলে আসছিলাম ভাই, জীবনানন্দ দাশ জীবন ভর টিউশনি করে গেছে, অভাবের সাথে যুদ্ধ করতে করতে জীবন আঙ্গার কইরা দিচে, আমি তুমি আর কোন লোক। ব্যাপার না তুমিও দেখবা একদিন ফেম পাইবা,কাজ করতে থাকো।

পরিবার ছাড়বো, সম্মান তার লাগবে না, টাকাটাও বিষয় না। মাথায় খালি শিল্প,শুধুই শিল্প। এইরকম শিল্পীদের মাথায় টাকা কম শিল্প ঘুরে বেশি। কারো শিল্প বাঁশের বাঁশিতে কারো শিল্প কথামালায় কারো শিল্প প্রোগ্রামিং -এ। আমার সৌভাগ্য যে আমিও এমন একজন শিল্পী'র সান্নিধ্য পেয়েছি। তিনিকে যতোটুকু দেখলাম (বলতে চাইছি এমন একজন প্রোগ্রামিং শিল্পী সম্পর্কে), কথাগুলো কেন জানি আর বাংলায় বলতে ইচ্ছে করছে না- বিশ্বমানের লোক তাই হয়তো।

Selling nut is also a job, how is it's outcome seller never measure it. He only know that he have to live upto next morning.

Programming is the passion whenever a system analyst just goes on with his team. An analyst just give the effort to be unique in status, in fame and in fatherhood of his junior. He may host the people who are in his same class. He don't teach his subordinated people to think about money and don't suggest to store their retention with regular life data.Honestly I say such passionate man is very rare for Bangladesh.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.