নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
ভালোবাসার ভেজা মেহেদী শুকাইনি হাতে..
তবুও নাকি "বেশ সুখেই আছি"___বলতে হবে!
অদ্ভূত এক আঁধার রঙে আঁকছি চোখের পর্দা
কতখানি উন্নয়নে গাড়ল ধুলো তাই আজকে দেখাবো শুধু _
পাবলিক শান্তি তো চুলোয়, জ্যামে-জমে আলু-ভর্তা।
অদ্ভুত নির্লজ্জ মিথ্যায় শান্তির এক কাটছি ফিতা
স্বার্থ হরিণ হত হায়েনার হাতে কেড়ে নিয়ে ছুটছে চিতা
শ্মশানে দাহ হইনি বটে বিবেকের ঘাটে লাশ আমি আত্মা চিতা।
পুড়ছে পুড়ছে... পাও গন্ধ? পুড়ছে; দেউল-দেবতা-দেয়াসিনি-পিতা।
২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৬
মাস্টারদা বলেছেন: ছবিটি এ কদিনে এতটাই শেয়ার হয়েছে স্বয়ং হাতের মালিকেও বোধহয় বলতে পারবে না এটা তার ফটো। হাম তো কোন ছার!
২| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৮
আশিকি ৪ বলেছেন: কবিতাই ++
২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৭
মাস্টারদা বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে।
২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৭
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ২:৫৩
জগতারন বলেছেন:
কচু আর ঘেচু!
২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৮
মাস্টারদা বলেছেন: বুনো শুয়োর আর বুনো ছাগল!
ধন্যবাদ।
৫| ২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:১০
আশিকি ৪ বলেছেন: লেখক বলেছেন: ছবিটি এ কদিনে এতটাই শেয়ার হয়েছে স্বয়ং হাতের মালিকেও বোধহয় বলতে পারবে না এটা তার ফটো। হাম তো কোন ছার! |
সাবধান তাকবেন। বিক্ষ্যাত ব্লগার অপ তানভির, আর ইউ সহ অনেকে কপি পেস্ট এর বিরোদ্ধে জোরালো প্রতিবাদ জানাচ্চেন। তাদের জুরালু পতিভাদ এর ফলে একজন ব্লগারকে ওয়াচে নামায় দিয়ে পত্তম পাতায় লেখার সুযোগ ও মনতব্য করার সূযূগ স্টগিত করেসে সামু।
২৪ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:১৫
মাস্টারদা বলেছেন: ও এই কথা!
ধন্যবাদ আশিকি। সাবধান করার জন্যে।
আর কপি পেস্ট আসলেই গর্হিত কাজ। অন্যের কাজ নিজের বলে চালান কুম্ভিলকের কাজ।
৬| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০৯
অধীতি বলেছেন: কথাগুলো সুন্দর । শেষ প্যারাটা ভেতরে একটা ধাক্কা দেয়।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৯
মাস্টারদা বলেছেন: ধাক্কা দিয়ে লাভ কী যদি না সে দেখা দেয়?
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৭
আশিকি ৪ বলেছেন: মাস্টার সাব হাতের ছবি খানা আপনের তো? আপনের না হলে ফ্রতিবাদী সমাজ ছবি কপি করছেন বলে পূষ্টু দিবেন।