| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস্টারদা
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
আরো যদি অ-ভাবে চলে যায় বিদ্যুৎ!
আঁধারে ডুবে জুবুথুবু চারপাশ
আরো যদি বাতায়নে হেলানে দাঁড়ায় এসে নারিকেলের-জুড়ি।
আর… আর সাথে আছে, হেলিয়ে শিরে চোখে হাসা শিরিষের-গাছ বুড়ি!
ওই দূরে কার-জ্বালা মিটমিটে আলো আর তোমার মাঝে ঝরছে মুক্তো ধারা
মাঝে মধ্যে কী যেন মনে করে ভেসে যায় আলোর ফোয়ারা।
তালসোনাপুরের একমুখো ট্রেনটা ঠিক তখনই আসে মনস্টেশনে চুপিচুপি
যতই থাকুক টিটির ভয়; জেল-জরিমানা, অনাপত্তি!
দাসখত দিয়ে আসা মন; পেয়াদা হতে নেয় না সময় একরত্তি!
১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৯
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
২|
০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৯
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা!
১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৯
মাস্টারদা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।