নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

সমকাল

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৪



কী ক'ব ভাই! নিজের‌ই বিশ্বাস যাচ্ছে নড়েচড়ে
অনুভবের ভারে শক্তি আর আগের মতো নাই।
বোধ তাও যাচ্ছে বলে—
একদিন তো ভিড়তেই হবে মরার কোলে।

ভিজে তো যাচ্ছি এমনিতেই, ঘামে-সমস্যার নোনা জলে!
কী আর আছে বাকি?
তার‌ ওপর আবার ঢেউয়ের ভয়ে জুবুথুবু হলে নিজের কাছেই নিজের ইজ্জত থাকবে কি?

মরার কোলে তো একদিন ভিড়তেই হবে; বন্দরে বা পথমাঝ–
ভয় স্বাভাবিক; অচেনা এ যাত্রা, আনকোরা সাওয়ারী
চারিদিকে নিক্তির শ্বাপদ সমাজ–
তারি মাঝে বঁধু তুমি লড়ায়ের রেখো ইতিহাস।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:১৬

সামরিন হক বলেছেন: শুভেচ্ছা রইলো।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৪

মানুষ বলেছেন: কিছুই ক 'বার নাই।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪

বিজন রয় বলেছেন: অনেক দিন পর পর এসে একটি পোস্ট করেন, মানে হলো ব্লগটাকে ভুলে যাননি। আরো একটু নিয়মিত হওয়া যায় না?
আপনার সুন্দর কবিতাদের মিস করি।

এই কবিতায় ভালোলাগার প্লাস দিয়েছি।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.