নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মৃত্য এবং প্রশ্ন

এমএিব সুজন

এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)

এমএিব সুজন › বিস্তারিত পোস্টঃ

শক্তিমান অভিনেতা, সফল সাংবাদিক এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান নাট্যকার এমএবি সুজন

১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

শক্তিমান অভিনেতা, সফল সাংবাদিক, লেখক এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান নাট্যকার এমএবি সুজন
এমএবি ফেইসবুক
মাহমুদুল হাসান : এমএবি সুজন এ সময়ের একজন শক্তিমান অভিনেতা, সফল সাংবাদিক এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান নাট্যকার। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একাধারে অভিনেতা, নাট্যকার, নির্দেশক, সাংবাদিক, লেখক, গ্রাফিক্স ডিজাইনার, গীতিকার ও গায়ক হিসেবে বেশ সমাদৃত। ১৯৯০খ্রিঃ ঢাকা সেনানিবাস এলাকায় পারভেজ বাবু, আরিফ হুসাইন আপেল ও প্রয়াত রকিফ আহমেদ ররাকে নিয়ে থিয়েটার মিশন গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিয়মিত পথনাটক ও মঞ্চে নাট্যকার, অভিনেতা, নির্দেশক এবং সংগঠক হিসেবে নিরলস কাজ শুরু করেন।

আবাসন পরিবর্তনের কারণে ১৯৯৪খ্রিঃ উত্তরা দক্ষিণখানে বন্ধুবর সহযোদ্ধা নাট্যজন দুলাল খান ও আছমত উল্লাহকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন থিয়েটার মহলা। পাশাপাশি ১৯৯৫খ্রিঃ থেকে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ইসলামিক ম্যাগাজিন উজ্জীবন এর বিশেষ নাটিকায় এলাকার চাঁদাবাজ মাস্তান চরিত্রে অভিনয়ের মাধ্যমে ভিজুয়াল মিডিয়ার কাজ শুরু করেন। তারপর বিটিভিতে নিয়মিত সুখের ঠিকানা, মায়েদের জন্য, সময় ম্যাগাজিনে নাট্য রচনাসহ অভিনয়ে মনোনিবেশ করেন।

২০০০খ্রিঃ এর পর প্রথিত যশা নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ এর ঈদের বিশেষ নাটক জিম্মিতে অংশগ্রহণ করে প্যাকেজ নাটকে অভিনয় শুরু করেন এমএবি সুজন। গোলাম সোহরাব দোদুল পরিচালিত বেশকিছু ডকুড্রামা, একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি। আরও অন্যান্য গুনী পরিচালকদের মধ্যে লিছানুল হক খান তারেক (তারেক খান), সকাল আহমেদ, রেজওয়ান আলম হীরা, খান মোহাম্মদ বদরুদ্দীন, আলভি আহমেদ, শাহাদাৎ হোসেন সুজন, আমিরুল ইসলাম শোভা, সোলায়মান জুয়েল, নাছির উদ্দিন মাসুদ, তন্ময় তানসেন, মোস্তফা রহমান, শফিউল আযম, শাহজাহান সোহাগ, মেহেদি হাসান সোমেন, সাইফ চন্দন, রওনক হাছান, সৈয়দ মোশারফ আবুল, এমরান হাশমী, এসএম শাহীন, আব্দুল্লাহেল মাহমুদ, জুয়েল মাহমুদ, মতিয়া বানু শুকু, রহমত উল্লাহ তুহিন, সেলিম রেজা ও এসএম শাহীন উল্লেখযোগ্য।

এমএবি সুজনকে দৃশ্যত বর্তমান ব্যপক তারকা খ্যাতি এনে দেয় লিছানুল হক খান তারেক পরিচালিত জিটিভি প্রযোজনা সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ক্রাইম ফিকশন। নিয়মিত সর্বাধিক পর্বে গুরুত্বপূর্ণ বহুরূপী চরিত্রে সমান তালে অত্যন্ত দাপটের সাথে অভিনয় করে চলেছেন। পাশাপাশি ক্রাইম ফিকশন এর নাট্যকার হিসেবেও বহুল প্রশংসিত তিনি।

নায়ক আফজাল হোসেন পরিচালিত ছোটকাকু ধারাবাহিকে অভিনয় শৈলী প্রকাশ করে আলোচিত হন এমএবি সুজন। বাল্যকাল থেকেই পড়ালেখার পাশাপাশি অভিনয়ের প্রতি অসম্ভব ঝোঁক ছিল তার। জানা যায়, স্কুলে ভর্তি হওয়ার আগে তিনি সিরাজগঞ্জ গ্রাম থিয়েটারে অভিনয় চর্চা শুরু করেন। সর্বপ্রথম প্রাইমারী স্কুলে অধ্যয়নকালীন মমতাজ উদ্দিন স্যার রচিত পাঠ্য পুস্তকে পঠিত বকুলপুরের স্বাধীনতা নাটকটিতে নিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ও পরিচালনা করেন। তারপর ১৯৮৭ খ্রিঃ ঢাকা সেনানিবাসের সৈয়দ আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে অস্টম শ্রেণীতে পড়া অবস্থায় জীবনে সর্বপ্রথম নিজের লেখা ও পরিচালনায় নাটক হাতুড়ে ডাক্তার মঞ্চস্ত করেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে। সেই থেকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এ পড়াকালীন প্রতি বছর চাহিদা মাফিক একটি করে নাটক লিখে অভিনয় ও পরিচালনা করেন সুনামের সাথে।

বর্তমানে তিনি বেশ সুনামের সাথে থিয়েটার মহলার মূখ্য সম্পাদকসহ অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে পথনাটক ও মঞ্চনাটকে নিয়োজিত আছেন। ভিজুয়াল মিডিয়াতে শক্তিমান অলরাউন্ডার অভিনেতা কেরেকটার আর্টিস্ট হিসেবে এবং নাট্যকার হিসেবে নিজেকে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত করার কাজে অবিচল আস্থায় কাজ করছেন। বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনার গবেষণা, তথ্য সংগ্রহ ও নাট্যকার হিসেবে নিরলস ভাবে কাজ করে চলেছেন। দৈনিক আলোর জগত, যোগাযোগ প্রতিদিন ও সাপ্তাহিক মহনগর বার্তাসহ আরও বেশ কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে দৈনিক প্রথম ভোর ও দৈনিক রূপবানীতে নিয়মিত সংবাদ প্রচারে সচেষ্ট রয়েছেন।

বহুপ্রতিভাধর এমএবি সুজন এর গান এমএবি খেয়াল। তিনি একজন গুনী গীতিকার ও গায়ক বটে। বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নাট্য রচনা, অভিনয়, নাট্যভাবনা ও এমএবি খেয়াল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সবকিছুর সুসংযোগ হলে নিকট ভবিষ্যতে অভিনেতা এমএবি সুজন বড় পর্দার একজন বড় তারকা খ্যাতি লাভে সমর্থ হবেন বলে মন্তব্য করেন বাংলাদেশ চলচিত্র ও টেলিভিশন মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব বিশেষ এবং দর্শক তার নজরকাড়া অভিনয় শৈলী উপভোগ করবে পরম আনন্দে। এমএবি সুজন কে আরও কিছুটা বেশি জানতে ও চিনতে Click This Link দেখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.