![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)
ঈমান চুরি চাউল চুরি
এমএবি সুজন
আমরা চোরের দেশে সাধুর বেশে ঘুরি
দিনরাতে ধান্ধা করি যিকির ফিকিরী
আমারা চোরাবালি এই চোরের রাজত্বে
চোর না হলে চোরের ঘরে মিলবো কি করতে
অতিভক্তি চোরের লক্ষণ স্বার্থপর মনে মনে
ভক্তিতে খেয়ালখুশি বোচকাপ্রীতি জনে জনে
চুরি করা রোগ নয় তার জাতের স্বভাব কয়
চোরের বাড়ি দালানকোঠায় সুখের অভাব হয়
সাধুর পিছে শয়তান খাড়া ব্যবহারে মায়া
কথায় কথায় খই ফোটে মিষ্টি মুখে ভায়া
কারে তুমি চোর বলো কে আছে তবে সাধু
চোরের ঘরে কাম করিয়া মুখে দিলা যে মধু
শোন শোন শোন তুমি শোন মনমিয়া
সাধুর সম্পদ তালাশ কর তাহার ঘরে গিয়া
মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাইলা যারে
রক্তপোষা চোরচোট্টা সবার চারিধারে
ঈমান চুরি বড় চুরি তাহার উপর আছে
ভোটচুরি আর চাউল চুরি একতালে নাচে
চোরের পেট কতবড় দরিয়ার সমান
ঐ দরিয়া ভরার মতো নাইকো অনুদান
আহার হইলো বড় ঈমান গরীবের চাহিদা
সেই আহার চুরি করে জাহান্নামের ক্ষিধা
এখন যারা চুরি করে তারা চোরের পোলা
এদের চাইতে ডাকাতদস্যু কহেকগুণে ভালা
চোর চোট্টা খেজুর গুড় সুযোগের সন্ধানী
চোরে না শোনে কোন ধর্মেরও কাহিনী
যেই মায়ে পেটে ধরে এমন রিলিফ চোরা
সেই মায়ের লজ্জাশরম লামের আগায় ডোরা
সাধুর আহার চুরি করা বড় রাহাজানি
চোরের বাপ শয়তান সব তাহার মেহেরবানী
মায়ের আহার চুরি করে যে পেটের সন্তান
সেই চোরেরাই সমাজ সেবক নেতা মাস্তান
৭৪ এ বাবায় কইছে এদেশ চোরের খনি
২০ এ এসে পুনাই কি কয় কান পেতে শুনি।
২| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৫
বিজন রয় বলেছেন: বেশ হয়েছে।
চোরে খনিতে ভরে গেছে দেশে।
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯
রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ তাদের হেদায়েত করুণ