নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন মৃত্য এবং প্রশ্ন

এমএিব সুজন

এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)

এমএিব সুজন › বিস্তারিত পোস্টঃ

আমার মোনাজাত

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪১

মানবতার মুক্তি চাই

এমএবি সুজন

তুমি মাফ কইরা দাও মা'বুদ আল্লাহ্
তোমার রহমতের কাঙাল আমি
তোমার দয়া বিনে সব নিরাশা
দুনিয়াদারী চালাকির পিয়াসা
শেষ ভরসার আশা তুমি।

আমার ভার কুলায়না কেজি দরে
আসমান ভাইঙ্গা মাথায় পড়ে
আমার হয়না মরা রয়না বাঁচা
আমি বিজ্ঞানে গোল অংকে কাঁচা
জীবন দেনা জনম দায় হরদামী।

তোমার গোলামের ঘরের গোলাম আমি
তুমিই তুমি বিচার দিনের মালিক স্বামী
ভাত দেয় যে ভাতার জানি মালিক তিনি
এ জীবনটা নদী যৌবন তার পানি
জলেছলে বেকুব বালা বিপদগামি।

বড় সংকটে সাধু দুঃখ ভারাক্রান্ত
মানুষের ব্যবহারে দুনিয়া অক্লান্ত
করোনা যুদ্ধটার ইতিহাস জানা নাই
অসহায় মানুষ আর ভাঙাকুলার ছাই
সকল কারকের কারিগর তুমি।

আগেপরে তোমার ক্ষমার পাশাপাশি
ঠাঁই চাই তোমার রহমতের কানামাছি
সুজন এমএবি খেয়ালে পাই
আমার চোখের ক্ষুধা প্যাটে জায়গা নাই
আলিমুল গায়েব আল্লাহ্ বাদশার বাদশাহ্ তুমি।

আমি দরূদে ইব্রাহিম পড়িয়া লই
নবীজির নামে অকূল দরিয়ায় সওয়ার হই
সেই লাহুর দরিয়ায় নাই ডুবার ভয়
আমার দেহ তরী নরম কোমল হে দয়াময়
আাল্লাহ্ সকল আশার শেষ দরজা তুমি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.