![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমএবি সুজন। এমএসএস (পাস) ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন। তথ্য সংগ্রহ ও রচনা: ক্রাইম পেট্রোল (এটিএন বাংলা), ক্রাইম ফিকশন (জিটিভি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস সোসাইটি (ঢাকা মহানগর উত্তর)
সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা
এমএবি সুজন
এখনও বেঁচে আছি মৃত্যুর কাছাকাছি
নিশিরাতে চারপাশে উড়িতেছে মাছি
কতকি আগত অনাগত নির্মম পরিহাস
বিশ্বযুদ্ধ বটে মানুষ বনাম করোনা ভাইরাস
জানিনা হায় বাদবাকী কতটা সময়
দীনে দয়া কর আমার আল্লাহ্ দয়াময়
নিদানকালে তোমার কাছে কি চাইবো আর
মনেপ্রাণে কামনা দয়াল নবীজীর দিদার
আমি এক অধম বান্দা আকালের ফকির
দমে দমে জপি মালা আল্লাহু যিকির
নবীজীরে না দেখাইয়া নিওনা কবরে
মক্কা মদীনা যেনো দেখি দুইনজরে
যে আমল করিলে হজ্ব নসীব হয়
সেই পূন্য দান কর আল্লাহ্ মহাশয়
আল্লাহ্ তুমি রব ইসলাম ধর্ম মত
আখেরী নবী আমার নূর মোহাম্মদ
যার উসিলায় দুনিয়াদারী তিন জামানা
সেই রাসুলের উম্মত আমি বড় শান্তনা
পিতামাতাহীন আমি এতিম এক দুঃখী
দিবানিশি কান্দি তোমার রহমতের ভূখি
শিশুকালে হারাইয়াছি জন্মদাতা পিতা
বত্রিশএ মা হারা ভাগ্য নীল চিতা
মা জননীর পদতলে স্বর্গ জান্নাত জানি
দুনিয়াতে না পাইলে ব্যর্থতার হাতছানি
মাবাবার দোয়া যাদের জীবনে ফুরায়
জাহান্নামবাসী তারা আগুনপোকা খায়
মা দিবসে মনের ভেতর একটাই মোনাজাত
মা যে মায়া মা সে মমতা মা ই পারিজাত
জানতে হলে মানতে হবে মা মাথার তাজ
মায়ের মত দরদী নাই মা ই মুমতাজ
সন্তানের ব্যবহারে যে মায়ের চোখে পানি
সেই সন্তান কুলাঙ্গার সে শয়তানের ঘানি
আমি বড় শরমিন্দা কি করি আর কোথায় যাই
জীবদ্দশায় বাপমায়ের সঠিক সেবা করি নাই
জীবনে সবচেয়ে মূল্যবান চিজ ঘড়ির কাটা
হেলা অবহেলায় আমার কপালকান্ড ফাটা!
২| ১০ ই মে, ২০২০ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২০ সকাল ১১:৫৫
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন