নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাঠক....শুধু পড়ে যাই.... এই ব্লগে এমন একটা লেখা নাই যা আমি পড়ি না । তাই লেখার সময় পাই না।\nআমি আরো জানতে চাই....।\n

মাহমুদ মাহাদী

মাহমুদ মাহাদী › বিস্তারিত পোস্টঃ

পরাধীনি প্রেমিকা - আমি তোমার, কিন্তু তুমি আমার নও

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

প্রিয়তমার মুখের সেই রঙিন হাসি আজ মুছে যাবে যন্ত্রণার রোষানলে
প্রিয় মানুষ বলে একদিন যাকে চুমু খেত শেষ রাতের call এ
শুনতে চাইনা ভেঙ্গে যাওয়ার আওয়াজ।তাই আজও বলতে পারিনি " আমি তোমার নই"।
অবুঝ মনটা কেন বোঝে না "তোমাকে পাওয়া অন্যায় "
তোমাকে ছাড়তে পারছি না
অথচ ধরেও রাখতে পারছি না
শুধু কষ্টের খাতায় হৃদরক্তের কালিতে ভালোবাসার কলমে লিখে যাই
"তবুও তুইই সব......... "
তীব্র যন্ত্রণা গুলো বার বার তোমাকে দেখিয়ে দিচ্ছে।কিন্তু আমি নিরুপায়।
" আমি তোমার নই" "তুমি আমার নও" "দুজন দুজনার নই "
তবু কেন এতো কষ্ট গো প্রিয়া? তুমি আমার কে?
এ ব্যথা আমি কহিব কাহারে
ভালোবাসার সুকণ্ঠী আকুল করিছে যাহারে
যার হৃদয়ে প্রেমের বীণা বাজে দিবা নিশি
রয়ে রয়ে আজ ডুকরে কেঁদে ওঠে হৃদয়ে মিশি
কবির ভাষায় আজ বলিবার নহে মোর হাল
রাতের আধার হয়ে গেলো মোর সব সোনালি সকাল
এই দুঃখ ভরা মন আর অশ্রু ভরা চোখ বলতে চায় কিছু
মুদিতে দাও চক্ষুদ্বয়। কেন আসো তুমি সপ্ন হয়ে মোর পিছু
কানুন আজ লুটাইয়াছে মানবতার কঠিন পায়
তবু সত্য কে কাঁদিয়ে আজ ভুলতে হবে তোমায়।
না না না না.........।।
নির্বাক আদালতে আমি বিদ্রোহী।
কিন্তু তবুও যে...... " আমি তোমার নই"। " "তুমি আমার নও"। " দুজন দুজনার নই"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.