![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদর,
তুমি আমার শীতের সকালের
গায়ে জড়ানো চাদর ;
ভুল করেও রেগে তুমি
ছুড়ে মের না পাথর ;
তাইলে আমি ব্যাথায়
হয়ে যাবো কাতর ।
আদর,
তুমি টিউবলাইট একটা
কিন্তু খুউউউউব বাঁদর ;
তাইতো আমি ভালবেসে তোমায়
করবো গায়ের চাদর ।
[ বি দ্র ঃ আদর একটি কাল্পনিক মেয়ে চরিত্র । লেখকের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত নয় ]
২| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: ছেলেমানুষি ছড়া
শুভেচ্ছা
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৪
কলমের কালি শেষ বলেছেন: হুম আবেগীয় ছড়ায় ভাল লাগলো ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৮
মাহিবী হাসান বলেছেন: আপনাদের ফিডব্যাক এর জন্য ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২২
মোঃ মামুনুর রশিদ বলেছেন: ভালো লাগলো ছন্দ ছড়ানো কবিতাটি