|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মিস ক্যাফেইন
তোমার হাসির মাঝে আমার তৃপ্ততা-প্রশান্তি
চোখে খুঁজে পাই নেপচুন-প্লুটো-বৃহস্পতি ;
তোমার ওষ্ঠে দেখি নিজেরই প্রতিবিম্ব
আশেপাশে সব মনেহয় অশ্বডিম্ব ;
তুমি পূর্ণতা - তুমি আস্থা - তুমি বিশ্বাস 
এভাবেই ভরিয়ে দিতে চাই তোমার প্রতিটি নিঃশ্বাস ;
জানিনা কি আছে তোমার মাঝে ,
তাই আমি খুঁজে বেড়াই সকাল-সাঁজে ;
হ্যাঁ মিস ক্যাফেইন , 
প্রতিটি তৃপ্ততায় - তুমি ই ।
২৯-০২-২০১৬
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ১৭ ই মার্চ, ২০১৬  সকাল ১১:০৩
১৭ ই মার্চ, ২০১৬  সকাল ১১:০৩
মাহিবী হাসান বলেছেন: ধইন্যা
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৫৬
১৭ ই মার্চ, ২০১৬  সকাল ৯:৫৬
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++