![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নয়নচকোর, হাজার বছরের তিয়াস চোখে জেগে থাকা এক অন্ধ। পৃথিবীর বুকের পরে জোছনা ছুঁবো বলে বারবার ফিরে ফিরে আসি।
গাওয়ের পুসকুনির উপর বিদ্যুতের ঝিলিক-
আছড়ে পড়িয়া উবিয়া যায়।
বাউলের সুরে সুরে মেঘের সনে পাতার মিলন
বাতাস আসিয়া ভিজায় ক্ষণেক্ষণে, এই পৃথিবীর
মানুষগুলোর অনাবিষ্কৃত সৌন্দর্যে বিভোর পথিকের মন।
এমন বর্ষণে কৈ মাছেরও সাধ জাগে-
সাধ জাগে...
©somewhere in net ltd.