নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে আমাদের প্রতিপালক সকল প্রশংসা তোমারই

মাহমুদডবি

মনে রাখবা তোমার রবের কাছে তোমাকে হিসাব দিতে হবে।

মাহমুদডবি › বিস্তারিত পোস্টঃ

নীল ছবি সেইদিন আর এইদিন

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০৮

মাঝে মাঝে দেশের বাড়ি গেলে মনে হয় আমরা কত ভালো ছিলাম। আমরা যখন ছোট ছিলাম তৃতীয় শ্রেনীতে পড়তাম ৫ম শ্রেনীর সামনে ভয়ে যেতাম না , কারন তারা অনেক বড়, কিছু দিন পড়েই হাইস্কুলে যাবে বিশাল ব্যাপার।আর এখন ুল্টা। একদিন আমার ছোটোবেলার প্রাইমারী স্কুলের সামনে দিয়ে যাচ্ছি দেখি এক দ্বিতীয় শ্রেনীর ছেলে ৫ম শ্রেনীর একজনকে বলছে খা*পোলা বাইরে আয় তরে মারুম।

আমার স্পষ্ট মনে আছে " সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইটা ফেলা" এই গানটা পড়ে ফুয়াদ আপডেট করছে যখন প্রথম শুনি তখন অষ্টম শ্রেনীতে পড়ি। একদিন এক বন্ধু এসে বলল কঠিন একটা গান পাইছি গ্রামে বইসা শোনা যাইব না। তো আর কি করার গান তো শুনতেই হবে। তখনছিল বর্ষা কাল নৌকা করে টেপরেকর্ডার , বেটারি নিয়ে চলে গেলাম নদীর মধ্যে যাতে কেউ না শুনতে পায়, কারন বড়রা জানতে পারলে গ্রামে আর লজ্জায় মুখ দেখাতে পারব না। আস্তে করে সাউন্ড দিয়ে নদীর মধ্যে বসে সেই গান শুনলাম। আর এখন আমাদের গ্রামে মোটামুটি সবার হাতে মোবাইল।তারা ব্লুটুথ দিয়ে নীল ছবি আদান প্রদান করে। ১২-১৪ বছরের ছেলে গুলির ভাব দেখলে মনে হয় তারা অনেক বড় হয়ে গেছে। তাদের সামনে পড়লে নিজেকে খুব ব্যাকডেটেড মনে হয়। তাদের কেউ কেউ আবার কানে দুল ও পড়ে।গ্রামে এখন আর সেই আগের মত শান্তি নেই। কেউ কাউকে ভয় পায়না কারন সবার টাকার গরম।আমাদের গ্রামে সব পরিবারের একজন ইউরোপে থাকে তাই তাদের মধ্যে টাকার গরম দেখানোর একটা নিরব প্রতিযোগীতাও চলে। যে এ, বি ,সি পড়তে পারেনা সেও Nসিরিজের মোবাইল ব্যাবহার করে।

দেখি আর মনে মনে বাউল সম্রাট আব্দুল করিমের "আগে কি সুন্দর দিন কাটাইতাম গান টা গাই" ।



























































মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩৮

নষ্ট কবি বলেছেন: :-<টাকা বড়ই আজব জিনিস-যে পকেটে থাকে সে পকেট অটো তে গরম হয়ে যায়......

২| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪০

আবু বকর িসিদ্দক বলেছেন: দারুন বলছেন, সুন্দর একটা পোষ্ট ।

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪২

মাহমুদডবি বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৪৪

পারাবত বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম, আহ

৪| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫০

সাইফুল ইসলাম নিপু বলেছেন: আমি আগের সুন্দর দিন কাটাইতে পারি নাই......।কারণ আমি এই জমানার পোলা তবে গালি দেই না

৫| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৬

ইয়েন বলেছেন: আহারে + বাটন নাই আগে ছিল :) আগে কি সুন্দর ব্লগ কাটাইতাম আমরা আগে কি সুন্দর পিলাস দিতাম :)

৬| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৭

জীবন্ত জীবাশ্ম বলেছেন: আগে শহর এর ঝঞ্ঝাট থেইকা পালানোর একটা আশ্রয় ছিলো গ্রাম, এখন গ্রামও একটা বদখত ভার্সনের শহর হয়ে যাচ্ছে /:)

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৭

মাহমুদডবি বলেছেন: নিখাদ সত্য কথা ।

৭| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ২:০৯

মারুফ হোসেন বলেছেন: সব খানেই এই অবস্থা...

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১৮

মাহমুদডবি বলেছেন: ইয়াবা, ই্য়াবা

৮| ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ২:১২

টয় বলেছেন: :(

৯| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৯

বন্ধুআমার বলেছেন: আমরা যখন ছোট ছিলাম তৃতীয় শ্রেনীতে পড়তাম ৫ম শ্রেনীর সামনে ভয়ে যেতাম না , কারন তারা অনেক বড়, কিছু দিন পড়েই হাইস্কুলে যাবে বিশাল ব্যাপার।
সুন্দর লিখেছেন ভাই। আপনার লেখা পড়ে মনে পড়ে গেল ছোট বেলার সেই দিন গুলির কথা। "আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা"।
আপনাকে অনেক ধন্যবাদ।

১০| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৬

নিমপাতা১২ বলেছেন: আহরে আমার ফেলে আসা দিন গুলি |-) |-) |-) |-) |-)

১১| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪৫

েছাট বালক বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম--------- গ্রামরে নওজয়ান হিন্দু মুসলমান

১২| ২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৮

নিঃসঙ্গ ইশ্বর বলেছেন: দেখি আর মনে মনে বাউল সম্রাট আব্দুল করিমের "আগে কি সুন্দর দিন কাটাইতাম গান টা গাই" ।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২০

শিপু ভাই বলেছেন: আমারো ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত গ্রামে কেটেছে। আপনার মতই অভিজ্ঞতা।

আপনার গ্রাম কোথায়???

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩১

গরম কফি বলেছেন:
আগে কি সুন্দর দিন কাটাইতাম..!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.