নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ফ্যাসিস্টদের পরে উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

১৩ ই মে, ২০২৫ দুপুর ১২:২৯

আমাদের ধর্মে যারা উগ্রপন্থা সমর্থন করেন, তারা বেশিরভাগ সময়ই দেখা যায়, আমাদের নবীজীর যুদ্ধ এবং যুদ্ধ সম্পর্কে তাঁর ভবিষ্যতবাণীকে টেনে আনেন। ইসলামের শত্রুরাও এতে লাই পেয়ে যান। কিন্তু, নবীজির বেশির ভাগ যুদ্ধের বর্ণনা ভুল ভাবে উপস্থিত হয়েছে হাদিসগ্রন্থগুলোতে। নবীজির যুদ্ধবিগ্রহের সম্পর্কিত বেশিরভাগ হাদিসের গ্রহণযোগ্য সূত্র পাওয়া যায় না। এই বিষয়ে খুব অল্প কিছু সহীহ হাদিস রয়েছে। বাকি সবই গল্পকারদের বৃদ্ধি। ইতিহাসের দিক থেকে ইবনু ইসহাকের ইতিহাস সমৃদ্ধ। তিনিও ইহুদী - খ্রিস্টানদের থেকে এই সম্পর্কে তথ্য নিতেন!

ধর্ম কখনোই উগ্রবাদ সমর্থন করে না। উগ্রবাদের কবলে পড়ে ভারত - পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। উগ্রবাদীরা কি করতে পারে, ভারত - পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ এর প্রমাণ। এই উগ্রবাদীদের কারণেই বিশ্ব একটি পারমানবিক যুদ্ধের সম্মুখীন হতে গিয়েছিলো। যার প্রভাব পড়তে পারতো আমাদের দেশেও।

ফ্যাসিস্টদের আমরা একঘরে করতে পেরেছি। তারা এক/দুই জেনারেশনের মাঝে নির্মূল হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের তরুণ-যুবা-প্রৌঢ়দের মাঝে থেকে উগ্রপন্থা খুঁজে খুঁজে নির্মূল করতে হবে।



মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৫ দুপুর ১২:৩৪

কাঁউটাল বলেছেন: আগে এইটা দেখেন

১৩ ই মে, ২০২৫ দুপুর ১২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঠিক আছে। সময় করে দেখছি।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৩ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৪

সৈয়দ কুতুব বলেছেন:

আপনি কি গফুর মিয়ার লাইনের লোক নাকি ? ধর্মীয় উগ্রবাদ ও ঠান্ডাবাদ আপনার দৃষ্টিতে কোনটা?

১৩ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




উনার সাথে আমার পরিচয় নেই।

উনার কিছু লেখা পত্রিকায় পড়েছিলাম, ২০ বছর আগে।

৩| ১৩ ই মে, ২০২৫ দুপুর ১:০৩

কাঁউটাল বলেছেন:

১৩ ই মে, ২০২৫ দুপুর ১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




না, উনার সাথে আমার কথা হওয়ার কোন চান্স নেই।

৪| ১৩ ই মে, ২০২৫ দুপুর ২:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: হাদিস উগ্রবাদ দমানোতে উৎসাহ প্রদান করে। সুতরাং হাদিস বিষয়ে আপনি টেনশন নিয়েন না।

১৩ ই মে, ২০২৫ দুপুর ২:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি হাদিসের বর্ণনাকারীদের নিয়ে টেনশিতো!!!!

তাদের মাঝে ভুল-ভ্রান্তিতে ভরা।

৫| ১৩ ই মে, ২০২৫ দুপুর ২:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উগ্রপন্থ গ্রহনযোগ্য নয়।

১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কিছু মানুষ জাল ও দূর্বল হাদিস ব্যবহার করে মানুষকে উস্কে দিচ্ছেন। এটা দুঃখজনক।

ধন্যবাদ নিরন্তর।

৬| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৩:৩২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সহমত , ইসলাম কোন কিছু নিয়েই বাড়াবাড়ি করতে নিষেধ করে ।

১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অনেকে ইসলাম নিয়ে লিখেন, হাদিসের সূত্র দেন অনলাইন থেকে। এটা খুবই হাস্যকর। অতচ, এই ব্যাপারে সাবধানতা জরুরী।

শুভেচ্ছ নিরন্তর।

৭| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৩:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর বলেছেন দাদা ভাল থাকবেন

১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লিটন ভাই, আমি পরের কোন পোস্টে প্রমাণ দেবো, কিভাবে হাদিস সংকলনকারী মুহাদ্দিসরা হাদিসের ব্যাপারে সাবধান ছিলেন।

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৬

ঊণকৌটী বলেছেন: উগ্রপন্থী নিয়ে আপনার মতামত ভ্রান্ত, বছরের পর বছর আমরা উগ্রপন্থীর শিকার মাত্র কিছুদিন আগে 26 জন কে ধর্ম পরিচয় জেনে মারলো তখন কোথায় ছিলো বিবেক, আজকে ভারত উগ্রপন্থীর হেড কোয়ার্টার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, আর ঘোষণা দিয়েছে যে ভবিষ্যতেও উগ্রপন্থীর হামলা কে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবেই দেখবে, ভারতে 80 কোটি হিন্দুর সাথে 20 কোটি মুসলিম, 4 কোটি খ্রিস্টান, 2 কোটি শিখ, 50 লাখ জৈন, 4 কোটি বুদ্ধ, parsi ,আরও কত ধর্মীয় গোষ্ঠী! আছে কি বাংলাদেশের মুসলিম গোষ্ঠী ছাড়া এতো ধর্মের বসতি ? পাকিস্তান তো ধর্মীয় মৌলবাদ ,সন্ত্রাসের দেশ, মনে হচ্ছে না বাস্তবে আপনারাও সেই পরিণতির দিকে এগোচ্ছেন |

১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারত - পাকিস্তান দুই জায়গাতেই উগ্রপন্থা বাসা বেধেছে।

এটা জাল হাদিস প্রচার করার ফল।

৯| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৮

ঊণকৌটী বলেছেন: ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এইটা চলবে সেইটা যে কোনও জায়গায় যে কোন দেশে হতে পারে |

১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উপর দিয়ে থুথু দেওয়ার আগে, নিজের শরীর বাঁচানো জরুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.