নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

Dragon: ডিগ্রী লাভের জন্য আপনি কি পরিশ্রম করেছিলেন ?

১৩ ই মে, ২০২৫ রাত ১২:৩৮


সাধারণত ভারতীয় মুভি তেমন দেখা হয় না। অনেকদিন পর গত শনিবার একটা ভারতীয় মুভি দেখলাম। আসলে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে যুদ্ধের মুভির খুজতেসিলাম যে মুভিতে ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় সামরিক কৌশলে। নতুন কোনো মুভি দেখলাম না। হটাৎ একটা মুভির শিরোনাম দেখে খুবই অবাক হলাম। ছবির নাম "ড্রাগন" অথচ পোষ্টারে ড্রাগণের ছিটেফোঁটা নেই। কৌতুহল বশত মুভির সাব্জেক্ট বোঝার জন্য সময় করে দেখে ফেললাম। তেমন আহামরি কোনো কাহিনী নির্ভর মুভি না কিন্তু মুভিটিতে একটি শিক্ষনীয় বিষয় দেখানো হয়েছে যা প্রতিটি শিক্ষার্থীর জীবনের সাথে সম্পর্কিত। কারো হাতে অপ্রয়োজনীয় সময় থাকলে মুভিটি দেখে নিতে পারেন।

অনার্সে ফাস্ট ইয়ারে উঠে প্রথম জানতে পারলাম বাংলাদেশে সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। এসএসসি থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত সব ধরণের ডিগ্রীর সার্টিফিকেট নাকি কিনতে পারা যায়। প্রথমে এ ধরণের কথা শুনে বেশ অবাক হয়েছিলাম কারণ আমি জানতাম কেবল এসএসসি/ইন্টারের প্রাকটিক্যাল খাতা রেডিমেড কিনতে পারা যায়। একেবারে সার্টিফিকেট যে কিনতে পারা যায় এই কথা প্রথম জানলাম । আমার এক বন্ধুর সুবাদে সার্টিফিকেট কেনাবেচার ঘটনা বাস্তবে দেখার সুযোগ হয়। বন্ধু একদিন ফোনে বলে সে নাকি ধানমন্ডি যাবে দারুন ইহসান নামে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ! আমাকেও সাথে নিতে চায়। বন্ধু আর আমি মিলে গেলাম দারুল ই্‌হসান ইউনিভার্সিটিতে !

ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে কেবল দারোয়ান বসে আছে। কোনো শিক্ষার্থী নাই। আমরা রেজিস্ট্রার স্যারের রুমে গেলাম। আমার ফ্রেন্ড তার মামার সাথে কথা বলিয়ে দিলো রেজিস্ট্রার স্যার কে । স্যার একটা বড়ো খাম আমাদের হাতে ধরিয়ে দিলেন । আমাদের জিজ্ঞাসা করলো কোথায় পড়াশোনা করছি ! সুযোগ মতো আমি স্যার কে জিজ্ঞাসা করলাম যে ইউনিভার্সিটিতে কি ক্লাস হয় না ? স্যার বলেছিলেন, দারুল ইহসান ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ক্যাম্পাস থাকার কারণে এবং মূল ক্যাম্পাস না থাকায় ইউজিসির চাপে তারা আপাতত ধানমন্ডি ক্যাম্পাস বন্ধ রেখেছে। আমার ফ্রেন্ড আর তেমন কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে আমাকে নিয়ে ক্যাম্পাসের বাইরে চলে আসে। আমি খাম খুলে দেখি ছয়মাস মেয়াদী লাইব্রেরি সায়েন্স কমপ্লিটের একটা সার্টিফিকেট দেয়া হয়েছে। বন্ধুর কাছ থেকে আরো জানতে পারলাম মামা নাকি ঢাকায় এসে একদিনও ক্লাস না করে টাকার বিনিময়ে এই সার্টিফিকেট নিয়েছে। এখন এই সার্টিফিকেট ব্যবহার করে একটা জবে তিনি ঢুকবেন। সে দিন সারাদিন আমি এই ঘটনা নিয়ে ভাবতে থাকলাম। একজন লোক বিনা পরিশ্রমে একটা সার্টিফিকেট নিয়ে ফেলল আবার জব ও পেয়ে যাচ্ছে এসব নিয়ে টেনশনে আমার ঘুম হারাম হয়ে গিয়েছিলো। নিজের ভবিষ্যৎ নিয়ে শংকিত হয়ে পড়লাম।

আমাদের পরিবারে সবাইকে দেখতাম পড়াশোনা করে,জবের জন্য এপ্লাই করে, প্রিলি-লিখিত-ভাইভা দেয়। এভাবে বাসায় বসে সার্টিফিকেট পাওয়া যায় প্রথমবার দেখলাম। আস্তে আস্তে আরো দেখলাম অনেকে একদিনও ক্লাস না করে ৬ মাস/১২ মাস মেয়াদি ককম্পিউটার সার্টিফিকেট নিচ্ছে জবের জন্য। প্রাইভেট ইউনিভার্সিটিতে দিনের পর দিন ক্লাসে এটেন্ড না করে সেমিস্টার পাশ করে যেতে দেখতাম বন্ধুদের। এদিকে মিলিটারি এফ্লিয়েটেড ইউনিভার্সিটিতে পড়ার কারণে আমাদের উপর তীব্র চাপ থাকতো পড়াশোনার ! আশেপাশে যারা প্রাইভেটে পড়তো তারা অবলীলায় প্রতি সেমিস্টারে ৩.৫ + করে পেতো। অন্যদিকে আমাদের ৩.০০ পেতেই খবর হয়ে যেত। ভালো প্রাইভেট গুলোতে যদিও পাশ করা কঠিন ছিলো কিন্তু সবার পক্ষে এসব ইউনিভার্সিটিতে পড়া সম্ভব নয়। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো মানবসম্পদের চেয়ে নিজেদের সম্পদ তৈরির প্রতি বেশি আগ্রহী !

আমার কলেজ লাইফের এক ফ্রেন্ড আয়নুল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো। তার বাবার অনেক বড়ো মুদি দোকান ছিলো। তার পড়াশোনা ছিলো জাস্ট ডিগ্রী নেয়ার জন্য আর বিয়ে করার জন্য। বাবার মাসে যে ইনকাম ছিলো দোকানে তা দিয়ে আয়নুলদের দিব্যি চলে যেত। তার কাছে শুনতাম ভার্সিটিতে কি পড়ানো হতো। তাদের ইনকাম ট্যাক্স পড়াতো একজন স্যার নাকি সেমিস্টার ফাইনালে ভাইভার পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে গান ও কৌতুক শুনে তাদের নাম্বারিং করতো। এসব শুনে আমরা খুবই অবাক হতাম। ভাবতাম এমন ভাবে পড়িয়ে কারা ডিগ্রী দেয় ? কেন দেয়?

সেই ইউনিভার্সিটির ব্যাপারে খবরে একবার নিউজ দেখেছিলাম যে সেখানে যিনি রেজিস্ট্রার স্যার উনার পিএইচডি ডিগ্রী ভুয়া। এই নিউজ দেখে আমার বন্ধুর মামার বাসায় বসে ভুয়া ডিগ্রী নেয়ার ঘটনা মনে পড়ে গেলো। বুঝতে পারলাম বাংলাদেশে চাইলে পিএইচডি ডিগ্রী নেয়া খুব কঠিন কাজ না। তেমন পড়াশোনা ও গবেষণার দরকার নেই। সাবেক র‍্যাব প্রধান বেনজীর ঢাবি থেকে যদি জালি পিএইচডি ডিগ্রী নিতে পারে তাহলে অসম্ভব বলতে আর কি বাকি আছে ? সাম্প্রতিক সময়ে দ্রুত বিচার ট্রাইবুনালের উকিল ড.তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রী ভুয়া বলে পত্রিকায় এসেছে। আরো মজার ঘটনা হচ্ছে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের পিএইচডি ডিগ্রীও ভুয়া। তিনি অনলাইনে এলেবেলে একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রী বাগিয়ে এখন পার্টটাইম শিক্ষকতা করেন নর্থসাউথ ইউনিভার্সিটিতে ! আর কত চাই এই লোকের আল্লাহ ভালো জানেন।

পাবলিক বাসগুলোতে উঠলে দেখা যায় প্রাইভেট ভাবে অনার্স/মাস্টার্স/মেট্রিক/ইন্টার পাশ করিয়ে দেয়ার বিজ্ঞাপন। এক সময় এসবের চাহিদা থাকলেও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে যাওয়ার ফলে কেউ আর এই ধরণের বিজ্ঞাপনে আকৃষ্ট হয় না। তাছাড়া নীলক্ষেত, বনানী বাজারে পাওয়া যায় লো ক্যাটাগরির সার্টিফিকেট চার থেকে আট হাজার টাকায়। এসব সার্টফিকেট ভ্যারিফিকেশন লাগে না এমন জবে হয়তো কাজে লাগানো যায়। অনেকে বাহিরে যাওয়ার জন্য নাকি এমন সার্টিফিকেট কিনে থাকেন।

সিরিয়ায় যুদ্ধ চলাকালীন সময়ে এক লোক ঘরে বসে অতি কষ্টে যুদ্ধের ডামাডোল এড়িয়ে অনলাইন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রীর জন্য কাজ করছেন। আরেকজন নারীকে দেখলাম চারজন বাচ্চা সামলিয়ে পিএইচডি ডিগ্রীর জন্য স্টাডি করছেন। তারা যদি বাংলাদেশে জন্মাতেন এত কষ্ট করা লাগতো না। ঘুমিয়ে ঘুমিয়ে ডিগ্রী পেয়ে যেতেন।।





মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৫ রাত ১২:৫৩

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশী ইউনিভার্সিটি গুলোতে পড়ালেখা হয় না, কিন্তু সেকেন্ড ক্লাসের নিচে কেউ পায়না। এটা কিভাবে সম্ভব? প্রাইভেট ভার্সিটি গুলো সার্টিফিকেট বিক্রি করে ভালো রেভিনিউ পায়।

১৩ ই মে, ২০২৫ রাত ১২:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: জাতীয় গুলোর কি অবস্থা ? স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে উঠে প্রাইভেট পড়ে ! আমি পড়ায়েছি তাদের । ভালো ইনকাম।

২| ১৩ ই মে, ২০২৫ রাত ১:০৫

যামিনী সুধা বলেছেন:



ড: ইউনুস যদি মানুষ হতো, সব প্রাইভেট ইউনিভার্সিটি মালিক থেকে কেড়ে নিতো' এখানে সংস্কারের দরকার ছিলো।

১৩ ই মে, ২০২৫ রাত ১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: =p~ :-P :> ! আপনার এই মন্তব্য পড়ে পেট ফেটে হাসি পাচ্ছে । নোবেল লরিয়েট আরো গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটা ইউনিভার্সিটি অনুমোদন করিয়ে নিলেন ! শিক্ষার্থীরা বলবে আমরা GU ইউনিভার্সিটিতে পড়ি।

১৩ ই মে, ২০২৫ রাত ১:১১

সৈয়দ কুতুব বলেছেন: এই প্রশ্নের উত্তর টা দিবেন প্লিজ ! একজন সচিবের কেন ভুয়া ডিগ্রী নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানো লাগে ? উহার ব্যাপারে আপনার কি ধারণা?

৩| ১৩ ই মে, ২০২৫ রাত ১:৫৮

যামিনী সুধা বলেছেন:


বেশীরভাগ আমলারা স্কলারশীপে বিদেশে পড়তে গিয়ে বুঝতে পারে যে, পড়ালেখা করা কঠিন; ওদের অবস্হা ইউনিভার্সিটিগুলো বুঝে; ওদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। ইডিয়টরা ইডিয়ট,ওদের কিছু বদলায় না। প্রতিটি আমলা ক্রিমিনাল।

১৩ ই মে, ২০২৫ সকাল ৯:১২

সৈয়দ কুতুব বলেছেন: এদের বাংলাওয়াশ করার জন্য ধন্যবাদ।

৪| ১৩ ই মে, ২০২৫ রাত ২:০০

যামিনী সুধা বলেছেন:



ড: ইউনুস যে, সেরা জালিয়াত, শেখ হাসিনা সেটা আমেরিকানদের থেকে জানতে পেরেছিলো; কিন্তু আমেরিকান সরকারের ভয়ে তাকে ভালো মতে ধরতে পারেনি।

১৩ ই মে, ২০২৫ সকাল ৯:১৪

সৈয়দ কুতুব বলেছেন: ধরতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেছেন।

৫| ১৩ ই মে, ২০২৫ রাত ২:০৬

কামাল১৮ বলেছেন: হাজার হাজার পিএইচডি ভুয়া।আমাদের পরিবারে তিনজন পিএইচডি আছে।একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটা ভুয়া।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক থিসিসের প্রায় হুবুহু নকল।ঐ থিসিসটা আমি এনে দিয়েছিলাম।
আমাদের লেখাপড়ার মান এশিয়া দুরের কথা ভারতের অনেক নিচে।

১৩ ই মে, ২০২৫ সকাল ৯:১৫

সৈয়দ কুতুব বলেছেন: কম পরিশ্রম বেশি সুযোগ সুবিধা বাঙালিকে পিছিয়ে রেখেছে।

৬| ১৩ ই মে, ২০২৫ রাত ২:১৪

কামাল১৮ বলেছেন: ইউনুসের নোবেলও ভেজাল আছে।পৃথিবীর কোন নোবেলজয়ী এতো বড় টাউট না।সে বলে ছাত্ররা আমার নিয়োগ দাতা।এর থেকে লজ্জার আর কিছু হতে পারে।

১৩ ই মে, ২০২৫ সকাল ৯:১৬

সৈয়দ কুতুব বলেছেন: তবুও একমাত্র নোবেল লরিয়েট বলে কথা !

৭| ১৩ ই মে, ২০২৫ রাত ২:২২

যামিনী সুধা বলেছেন:


গত ২০/২৫ বছর যারা ইংল্যান্ড, পুর্ব ইউরোপ ও মালয়েশিয়া থেকে ডিগ্রী পেয়েছে, তাদের ৬০/৭০ ভাগ ভুয়া

১৩ ই মে, ২০২৫ সকাল ৯:১৬

সৈয়দ কুতুব বলেছেন: পরিশ্রম না করে ফল ভোগের মানসিকতা বাঙালির মধ্যে প্রবল !

৮| ১৩ ই মে, ২০২৫ সকাল ১১:১২

অগ্নিবাবা বলেছেন: এই সব পশ্চিমা শিক্ষা মুমিনদের ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে, আজকাল কাফেরদের সাথে জিহাদ করার জন্য মুসলমানদের অনীহা দেখা দিচ্ছে। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত মুসলমানেরা মানবিক আচরণ করছে। তাই বিনা শিক্ষায় সার্টিফিকেট একটা সুন্দর ইসলামী উপায় হতে পারে, কাফেরীয় জ্ঞান শেখা লাগল না আবার চাকরির জন্য সার্টিফিকেট পেয়ে গেল, কী মজা। এই সময়টা তারা কোরআন-হাদিস না বুঝে পড়ার সময় পাবে। এক ঢিলে দুই পাখি মারা আর কী। (সতর্কতা: কোরআন-হাদিস কখনই অর্থসহ মানে বুঝে পড়বেন না, পড়লে মহাবিপদ হতে পারে, ৭২ হুর হাতছাড়া হয়ে যেতে পারে।)

১৩ ই মে, ২০২৫ সকাল ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনি যে বিষয় নিয়ে বলছেন উহা অত্যন্ত সেনসিটিভ ইস্যু। ধর্ম যার যার বিনা পরিশ্রমে সার্টিফিকেট সবার।

৯| ১৩ ই মে, ২০২৫ সকাল ১১:৩৯

অগ্নিবাবা বলেছেন: সেন্সিটিভ তো বটেই, যত বেশি জানে তত কম মানে।
জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই।

১৩ ই মে, ২০২৫ সকাল ১১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: এখানে আরো কথা আছে। আপনি যা জানছেন সে জ্ঞান সঠিক কিনা, বাস্তবতার সাথে মিলে কিনা, আপনার প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে পারছেন কিনা সেটা দেখতে হবে। ব্রেইনে শুধু বিদ্যা বোঝাই করলে হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.