![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে, কেন এখানে ?
আমার ভুলটা কোথায় ?
শুধু চেয়ে থাকা আর মগজ ভর্তি হাহাকার ছাড়া আমার কি করার আছে?
আমি কি এভাবে পোষ্য, ক্ষুধার্থ হয়েই বেঁচে থাকবো?
শুধুই কি বেঁচে থাকার জন্যই আমার জন্ম হয়েছে?
যে সমাজ, সভ্যতা আমাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ,
যে সরকার আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ,
যে রাষ্ট্র আমার নুন্যতম মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ,
যে সুশীল বুদ্ধিজীবীরা আমাকে বোকা বানানোর, চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত।
সে সমাজ – সভ্যতা, সরকার, রাষ্ট্র, এবং সুশীলদের কাছে কি আমার কোন জিজ্ঞসা নেই ?
প্রতিবাদ নেই, বুকে সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে আমার অধিকার নিয়ে প্রশ্ন তোলার বোধ নেই ?
এই বোধহীন জাতি কি তিতুমিরের?
এই বোধহীন জাতি কি শেরে বাংলার?
এই বোধহীন জাতি কি বঙ্গবন্ধুর ?
এই বোধহীন জাতি কি ৫২ এর শহীদের উত্তরস্বরী?
এই বোধহীন জাতি কি ৭১ এর মুক্তিযোদ্ধার উত্তরস্বরী?
এই বোধহীন জাতি কি নজরুলের?
এই বোধহীন জাতি কি বাংলার?
মূল লেখা
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৭
সামস রবি বলেছেন: ধন্যবাদ।
আমরা জাতি হিসেবে একটা স্বত্বা আছে, তাও আমরা জানিনা।
২| ২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৫
বিজন রয় বলেছেন: আপনার প্রোপিকে একটি ছবি ছিল না?
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৮
সামস রবি বলেছেন: জ্বি ছিলো। আপাতত রিমুভ করেছি।
৩| ২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:০৭
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে জনমো নেয়াটাই ভুল কারণ মানুষ সহজে ভুলে যায় ।
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৯
সামস রবি বলেছেন: এ যেন আজন্ম পাপ! আমরা জাতি হিসেবে একটা স্বত্বা আছে, তাও আমরা জানিনা।
৪| ২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:১২
সামরিন হক বলেছেন: অসাধারণ।শুধু ২৪ শের মূল্যায়ন এর ধারা বজায় রাখতে পারে।
শুভেচ্ছা রইলো।
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৯
সামস রবি বলেছেন: ধন্যবাদ রইল।
৫| ২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২০
নজসু বলেছেন:
একটা জাতির আত্মপরিচয় হারানোর যন্ত্রণা শব্দে শব্দে ফুটে তুলেছেন। অসাধারণ। সমাজ, রাষ্ট্র আর সভ্যতার ব্যর্থতার বিরুদ্ধে এ এক অনবদ্য প্রতিবাদ।
কবিতায় প্রশ্নগুলো শুধু কবির নয়। আমাদের সবার। জাতি যদি উত্তর না খুঁজে পায়, তবে আমাদের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৯
সামস রবি বলেছেন: আমরা জাতি হিসেবে একটা স্বত্বা আছে, তাও আমরা জানিনা।
৬| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:০০
সামস রবি বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৪
বিজন রয় বলেছেন: আবারো ভাল একটি কবিতা লিখেছেন। মানুষের জন্য।
এই বোধহীন জাতি আপনার কবিতায় বলা উপরের গুলোর না হলেও ২৪ এর বাংলার বটে।
তাই এখন গর্তে পড়ে হাফাচ্ছে।