![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
ছবিটি প্রতিকি অর্থে ব্যবহার করা হয়েছে।
দেশে এখন পাঁচ শতাধিক সাংবাদিক বিভুদার মতোই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। যাদের ব্যাংক ব্যালেন্স নেই, নেই গাড়ি বা ফ্ল্যাট— এমনকি বেঁচে থাকার শেষ সম্বল চাকরিটুকুও কেড়ে নেওয়া হয়েছে।
তাদের সংসার আছে— স্ত্রী, সন্তান, বাবা-মা আছেন। সংসারের ভরণপোষণের দায়িত্ব আছে, কিন্তু আয়-রোজগারের পথ বন্ধ করে দিয়ে, পরিবারের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার সুযোগও কেড়ে নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, সামাজিক মর্যাদা নষ্ট করা হয়েছে, মাথার উপর ঝুলছে হত্যা মামলা। কারো এক্রিডিটেশন কার্ড বাতিল, কারো প্রেসক্লাবের সদস্যপদ বাতিল। কারো ব্যাংক হিসাব জব্দ, তাদের বিরুদ্ধে চলছে শারীরিক আক্রমণ, ভার্চুয়াল মবিং।
সরকার নিজেদের স্বার্থ হাসিল, অপকর্ম আড়াল এবং ক্ষমতা কুক্ষিগত করে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার পথ সুগম করার জন্য এসব সাংবাদিককে অপবাদ দেওয়া হয়েছে— ফ্যাসিবাদের দোসর বলে। অথচ ওনাদের ৯৯ শতাংশই কখনো সরকারি সুবিধার ধারেকাছেও ছিলেন না।
সব পেশাতেই কিছু ব্যতিক্রমী মানুষ থাকেন। সাংবাদিকতার ক্ষেত্রেও তা সত্য। যুগে যুগে যেমন কিছু সাংবাদিক সরকারি দালালি করেছেন, তেমনি আজ সেই সংখ্যাটি বেড়ে দশ গুণ হয়েছে— এটাও সত্য।
এই হত্যা ও অত্যাচার বন্ধ হবে কবে...⁉️
২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:৫৭
ক্লোন রাফা বলেছেন: পারে নাই বা করে নাই। আবরার হত্যার বিচার কিন্তু করেছে । ঐ হত্যার বিচার আমিও চেয়েছি।
২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:০২
ক্লোন রাফা বলেছেন: বিগত সকল হত্যাকাণ্ডের দায় যদি আওয়ামী লীগ সরকারের হয়। এখনকার সকল চুরি, ডাকাতি,ছিনতাই, গুম,ধর্ষনের ও খুনের দায় সুদী এনজিওগ্রাম টোকাই দখলদারদের।
২| ২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:৫১
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: ছাত্র হত্যার দায় মূলত পুলিশ ও সরকারের ওপর।
• পুলিশ হত্যার দায় মূলত আন্দোলনকারী ছাত্র/জনতা ও তাদের নেতৃত্বের ওপর।
২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:১১
ক্লোন রাফা বলেছেন: এই সকল হত্যাকাণ্ডের বিচার না করতে পারার দায়, বর্তমান দখলদার টোকাই বাহিনীর উপর বর্তায়।
এই ধারাবাহিকতা চলতে পারে না। এবারের সংগ্রামে সকলের প্রত্যাশা ছিল ।আমরা এই শিকল বিকল করে দিয়ে এগিয়ে যাবো।
৩| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৪২
কামাল১৮ বলেছেন: এই আজাব কবে বিদায় হবে।আসলে জুতাপেটা করে তাড়াতে হবে এদের।আপসে বিদায় হবে না।
২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৯
ক্লোন রাফা বলেছেন: এই সাংবাদিক বিভূরন্জন’কে আমি কখনই তোষামোদ করে কথা বলতে দেখিনি। খুবই মৃদুভাষি মানুষ ছিলেন তিনি। যুক্তি দিয়ে প্রতিটি কথা বলতেন।এক হাজার সাংবাদিকের মধ্যেও আলাদা ছিলেন তিনি।আমি নিশ্চিত এই হত্যা পরিকল্পিত হত্যাকাণ্ড।জানি বর্তমান দখলদার বাহিনী এই হত্যাকাণ্ডের বিচার করবেনা।
ভবিষ্যতে আওয়ামী লীগ আবার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে যেনো এই হত্যাগুলোর বিচার করে।
৪| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪১
কলাবাগান১ বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কলংকিত হবে যদি ডাকসুতে শিবির প্যানেল জয়লাভ করে।
২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৪
ক্লোন রাফা বলেছেন: জাফর ইকবাল স্যার এই আশংকার কথা বলেছিলেন। এখন এর বাস্তবায়ন চলছে জামাত/শিবিরের পরিকল্পনা অনুযায়ী। গুপ্ত সংগঠনের কোনো অধিকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার।
৫| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: হাসিনা খারাপ, তাহলে কি ইউনুস ভালো??
আসলে কোনো শালাই ভালো না।
২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৮
ক্লোন রাফা বলেছেন: অবশ্যই ভালো । কারন সুদি মহাজনের কাছে নোবেল আছে । প্রভূদের সার্টিফিকেটে উনি একজন মহামানব। আর শেখ হাসিনা ফ্যাসিস্ট । কারন শেখ হাসিনার নোবেল নাই। সে করিডোর দেয় না , সেন্ট মার্টিন দিতে চায়না, জাংক ইয়ার্ডের বোলিং কিনতে চায় না। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দেয় । সেই চুক্তি প্রকাশ করতে পারেনা সুদি মহাজন । তাই শেখ হাসিনা খুব খারাপ।
৬| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৮
নাহল তরকারি বলেছেন: উনার কাছে হয়তো কারো বিরুদ্ধে কঠিন প্রমাণ ছিলো। সেই প্রমাণ ধামাচাপা দেবার জন্য হয়তো তাকে হত্যা করা হয়েছে। যেহেতু তিনি হিন্দু। এই হত্যাকান্ডে সংখ্যা লঘু নির্যাতন এর রং লাগানো সোজা হবে। সংখ্যালঘু বলে ঘটনার মোড় অন্য দিনে নিয়ে যাইয়েন না।
২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১০
ক্লোন রাফা বলেছেন: আমি ধর্মের কারনে বিভাজনে বিশ্বাসী নই। মানুষ হিসেবে একজন বিভূরন্জন আর একজন না.তরকারির পেছনে যে মানুষ সে শুধুই মানুষ। আপনার শংকা এই কারনেই যে আপনি বিভাজন করেন। নিজের ভাবনা অন্যের ভাবনা বলে চালায় যুক্তিহীন দূর্বল চরিত্রের মানহুস।
৭| ২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:২২
মাথা পাগলা বলেছেন: আত্ন*হত্যাই ছিলো।
https://www.facebook.com/share/p/1Cq8HYdu5e/
বাংলাদেশের শ্রেষ্ঠতম কলামিস্টদের একজন সাংবাদিক বিভুরঞ্জন সরকার। আজ বিকেলে মেঘনা নদীতে তাঁর লাশ ভেসে উঠে। আমাকে নারায়ণগঞ্জের একজন স্থানীয় সাংবাদিক সেই ছবিগুলো পাঠিয়েছেন এবং আমার ভেতরটা ভেঙে গেছে। গতকাল থেকে বিভুদা নিখোঁজ ছিলেন।
নিখোঁজ হবার আগে খোলা চিঠি আকারে এই লেখাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন ২১ অগাস্ট সকাল সোয়া ৯টায়। পরিবারের সদস্যরা জানান, ওইদিন ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। আচ্ছা এই চিঠিটা গতকাল পাওয়ার পরেই বিডিনিউজ যদি প্রকাশ করতো, সবাই মিলে তাকে খুজতো তবে কী তাকে বাঁচানো যেত?
~ Shariful Hasan
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৩৯
ক্লোন রাফা বলেছেন: মানুষ আত্মহত্যা তখনি করে যখন বাঁচার পথ রুদ্ধ করে দেয় । বিশেষ করে রাষ্ট্র যখন এই কাজটি করে। এটাও এক প্রকারের হত্যা।
বিডি নিউজ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে! বিশেষ করে উনার মত মানুষ যখন ফুটনোটে লিখেছেন। জীবনের শেষ লেখা হিসেবে ছাপার জন্য লেখা।
এত দ্রুত কে বলে দিলো আত্মহত্যা ছিলো ⁉️
ধন্যবাদ॥
৮| ২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: শিরোনামের ছবিটা যেমন কষ্টের বিভুরঞ্জন সাংবাদিকের মৃত্যুও তেমনই কষ্টের। যদি হত্যা হয়ে থাকে তো তার বিচার হওয়া উচিৎ বটে তবে তার আগে মানুষের মনুষ্যত্ব জাগানো বেশি দরকার। এমন হ্ত্যা করে যারা তাদের বিবেক জাগ্রত করার চেষ্টা চালানো দরকার। আত্মহত্যাও কোনো সমাধান নহে। তবুও মানুষ হতাশা আর কষ্টে আত্মহত্যা করে থাকে। সমাজের এই হতাশার মৃত্যু হবে কবে?
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৩
ক্লোন রাফা বলেছেন: উনার মত মানুষ আত্মহত্যা করবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সততার একটা প্রচন্ড শক্তি আছে । সৎ মানুষ যে কোন পরিস্থিতিতে রুখে দাঁড়াবে।
পরিস্থিতি সৃষ্টি করে জীবন ধারণের সকল পথ বন্ধ করাও হত্যা করার পন্থা। হয়তোবা পরিস্থিতি পরিবর্তন হোলে প্রকৃত সত্য জানা যাবে।
হতাশার মৃত্যু সহসা বন্ধ হওয়ার কোন আলো আপাতত নেই। বাংলাদেশে একটা শ্রেণি আছে তারা নিজেদের’কে আল্লাহর মনোনীত বান্দা মনে করে। মনে হয় তাদের মত নিবেদিত প্রাণ আর নেই। সুযোগ পেলে তারা দেশটাকে সাদ্দাতের বেহেস্ত করে ফেলবে। সুশীলের লেবাসে আমাদের আশেপাশে বিচরন করে। দেশের সকল সুযোগ সুবিধা নিয়ে এরা বড় বড়ো ডিগ্রী অর্জন করে। তারপর দেশের কাজে না লেগে সম্রাজ্যবাদী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে শুরু করে। এই জন্য দেশের সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদের প্রভুদের পারপাস সার্ভ করে! সব সময় এদের এক পা অন্য দেশে থাকে। এই দেশ খেকোরা যতদিন ঘুরে ফিরে দেশ দখল করবে। ততদিন হতাশার মৃত্যু নেই।
৯| ২৩ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১২
মেঘনা বলেছেন: সৎ সাহসী গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী একজন মেধাবী প্রাজ্ঞ বর্ষীয়ান এবং জনপ্রিয় এবং সেই সাথে দরিদ্র সাংবাদিক বিভুরঞ্জন সরকার- এনার মতো দেশপ্রেমিক কজন হতে পারে ?
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:২৬
ক্লোন রাফা বলেছেন: আপনার মন্তব্যের সাথে শতভাগ একমত।
১০| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৮
কথামৃত বলেছেন: এক দেশদ্রোহী মরেছে। জয় বাংলা
১১| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৯
Ashraful Islam Sarker বলেছেন: ব্যাক্তি মানুষ হিসেবে উনি অসাধারণ ছিলেন এই বিষয়ে কারও মতানৈক্য নেই। আপনি জেনে থাকবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেকগুলো ঘটনার মধ্যে একজন ইয়াহুদি পিয়ানিস্টকে (আর্টিস্ট) নাৎসি বাহিনীর একজন অফিসার সিকিউরিটি দিয়ে বাচিয়ে ছিলেন। এমন হাজারও আর্টিস্ট কিন্তুু বেঁচে আসতে পারেনি ইয়াহুদী হওয়ার কারনে। কেন তাদেরকে জীবন দিতে হয়েছিলো? কারন যে গোষ্ঠীটাকে আক্রমন করা হয়েছিলো সেও ঐ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। একটা গোষ্ঠীর যখন নৈতিকভাবে পতন ঘটে তখন ঐ গোষ্ঠীর পক্ষের কিছু ব্যাক্তি ভালো মানুষও নিগৃহীত হয়। এই জন্যেই বলা হয়,"সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।" উনি যে গোষ্ঠীকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছেন, সেই গোষ্ঠীর অধঃপতনের কারনে উনি আত্যহত্যা করেছেন যা খুবই বেদনাদয়ক। মানে হলো একজন বেশ্যাকে সতি মনে করে তাকে মনপ্রাণ দিয়ে ভালোবেসে যাওয়ার মতো। বেশ্যাকে, বেশ্যা হিসেবেই ভালোবাসতে পারলে ঐটা হতো এবসল্যুট এফেকশন যদিও সমালোচিত হতে হতো কিন্তুু তার ভুলেবাসটা হতো না।
এরকম, ভুলেবাস করা মানুষগুলো জীবন দিয়ে দেয় ফর নাথিং।
মহান সৃষ্টিকর্তা তার ভুলত্রুটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, তার বিশ্বাস অনুযায়ী প্রতিদান দিক।
ভলাোবাসার পূর্বে বিচারবোধ দিয়ে যাচাই করে নেওয়া উচিত হোক সেটা মানবিক প্রেম অথবা, গোষ্ঠীর, দলের প্রতি।
আমাদের সকলের জ্ঞানচক্ষু সজাগ হোক।
২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১২:২৯
ক্লোন রাফা বলেছেন: আপনার বক্তব্য কিংবা যুক্তির সাথে একমত নই।কারন বাংলাদেশে কোন যুদ্ধ হোচ্ছে না।
১২| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৫
বিজন রয় বলেছেন: কারণ তো বোঝা যাচ্ছে না।
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:২৪
ক্লোন রাফা বলেছেন: পরিস্থিতি আর পালাবদল না হোলে সত্য প্রকাশ হবে না। আমার বিশ্বাস হোচ্ছে না একজন সৎ মানুষ কখনো আত্মহত্যা করে।এমন না যে উনার বিরুদ্ধে কোন অবিশ্বাস্য কিছু আবিষ্কৃত হয়েছে! অপেক্ষা করুন সঠিক সময়ের।
১৩| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২০
কলাবাগান১ বলেছেন: হেভিওয়েট ব্লগার এর আক্ষেপ: ব্লগে নাকি ৭১ এর পক্ষে 'উল্টা' হাওয়া বইছে...আমার উত্তর
"ব্লগে জামাতি সোজা হাওয়া বইতে ছিল সেখানে ৭১ এর পক্ষের লোকজন এসে হাওয়া 'উল্টে' দিচ্ছে!!!! জামাতি হাওয়া গায়ে শীতল পরশ এনে দেয়....৭১ এর হাওয়া উল্টা/গরম
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০৮
ক্লোন রাফা বলেছেন: আমি জানিনা উনি কত সাল থেকে আসলে এই ব্লগে আছেন। আমি এই ব্লগ যাত্রা শুরু করার ১/২ বছর পর থেকেই আছি। তখন থেকেই রাজাকারের আওলাদরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরোধিতা করে , দেশের বিরুদ্ধে লিখে চলেছে। তখন বরং তারাই বেশি লিখেছে। যুক্তি তর্কে না পারলে যে কোনো ৭১-এর বিষয়কে বিতর্কিত করার চেষ্টা করেছে।
তার মধ্যে অন্যতম হলো স্বাধীনতার ঘোষণা। বিএনপি/জামাত এক হয়ে লড়েছে । যারা মুক্তিযুদ্ধের পক্ষে লিখতো তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ আক্রমণ করেছে। নোংরা ভাষায় ব্যাক্তিগত আক্রমণ করেছে।
আর উনি বলছেন আগে দেখেন নাই। এবারই নাকি প্রথম ‼️
১৪| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৭
রোবোট বলেছেন: ওনার মৃত্যুটা মর্মান্তিক, তবে হত্যা না বলেই মনে হয়।
২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১১
ক্লোন রাফা বলেছেন: আপনি কি নিশ্চিত এটা আত্মহত্যা ⁉️ যদি তা মনে করেন তাহলে কেনো মনে করেন, দয়া করে জানাবেন।
ধন্যবাদ॥
১৫| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২৬ শে আগস্ট, ২০২৫ দুপুর ২:৩১
ক্লোন রাফা বলেছেন: Click This Link
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু
১৬| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৪
নতুন বলেছেন: অবশ্যই কেস্ট বেটাই চোর।
প্রথমত আত্নহত্যা যে করে তার সেটা ব্যক্তিগত সমস্যা। ডিপ্রেসন, এবং অন্যান্য মানুষিক সমস্যা। যারা আত্নহত্যা করতে চায় তাদের মানুষিক কাউন্সিলিং দরকার। আমাদের সমাজে মানুষিক সমস্যার জন্য কোন ব্যবস্থা গড়ে উঠেনাই।
সমাজে মানিষিক সমস্যার জন্য চিকিতসার প্রচলন বাড়লে এমন মৃত্যু কমানো যাবে।
দেশে কেউ আত্নহত্যা করলে আপনি যদি ইউসুফ সরকারকে দোষী করতে চান আপনি ঠিক বলেছেন।
দেশে প্রতি বছরে প্রায় ২০ হাজার মানুষ আত্নহত্যা করে। গত ১৭ বছরে ৩ লক্ষ ৪০ হাজার মানুষ আপনার আপার শাসনামলে আত্ন হত্যা করেছিলেন।
আপনি চাইলে সেই দায়ও ইউসুফ সরকারকে দিতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:৪২
সৈয়দ কুতুব বলেছেন: মানে বাংলাদেশে এখন যে ঘটনাই ঘটুক তার দায় এই সরকারের। সাগর-রুনির হত্যাকান্ড আপনার পিও দল সমাধান করতে পেরেছে?