নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।\nজয়বাংসা, জয় বঙ্গবন্ধু॥\n

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক বিভুরন্জনের লাশ আমাকে একাত্তরের হত্যার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:২৪



ছবিটি প্রতিকি অর্থে ব্যবহার করা হয়েছে।



দেশে এখন পাঁচ শতাধিক সাংবাদিক বিভুদার মতোই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। যাদের ব্যাংক ব্যালেন্স নেই, নেই গাড়ি বা ফ্ল্যাট— এমনকি বেঁচে থাকার শেষ সম্বল চাকরিটুকুও কেড়ে নেওয়া হয়েছে।

তাদের সংসার আছে— স্ত্রী, সন্তান, বাবা-মা আছেন। সংসারের ভরণপোষণের দায়িত্ব আছে, কিন্তু আয়-রোজগারের পথ বন্ধ করে দিয়ে, পরিবারের মুখে একমুঠো ভাত তুলে দেওয়ার সুযোগও কেড়ে নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, সামাজিক মর্যাদা নষ্ট করা হয়েছে, মাথার উপর ঝুলছে হত‍্যা মামলা। কারো এক্রিডিটেশন কার্ড বাতিল, কারো প্রেসক্লাবের সদস্যপদ বাতিল। কারো ব‍্যাংক হিসাব জব্দ, তাদের বিরুদ্ধে চলছে শারীরিক আক্রমণ, ভার্চুয়াল মবিং।

সরকার নিজেদের স্বার্থ হাসিল, অপকর্ম আড়াল এবং ক্ষমতা কুক্ষিগত করে দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার পথ সুগম করার জন্য এসব সাংবাদিককে অপবাদ দেওয়া হয়েছে— ফ্যাসিবাদের দোসর বলে। অথচ ওনাদের ৯৯ শতাংশই কখনো সরকারি সুবিধার ধারেকাছেও ছিলেন না।

সব পেশাতেই কিছু ব্যতিক্রমী মানুষ থাকেন। সাংবাদিকতার ক্ষেত্রেও তা সত্য। যুগে যুগে যেমন কিছু সাংবাদিক সরকারি দালালি করেছেন, তেমনি আজ সেই সংখ্যাটি বেড়ে দশ গুণ হয়েছে— এটাও সত্য।

এই হত্যা ও অত্যাচার বন্ধ হবে কবে...⁉️

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:৪২

সৈয়দ কুতুব বলেছেন: মানে বাংলাদেশে এখন যে ঘটনাই ঘটুক তার দায় এই সরকারের। সাগর-রুনির হত্যাকান্ড আপনার পিও দল সমাধান করতে পেরেছে?

২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৪:৫৭

ক্লোন রাফা বলেছেন: পারে নাই বা করে নাই। আবরার হত্যার বিচার কিন্তু করেছে । ঐ হত্যার বিচার আমিও চেয়েছি।

২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:০২

ক্লোন রাফা বলেছেন: বিগত সকল হত্যাকাণ্ডের দায় যদি আওয়ামী লীগ সরকারের হয়। এখনকার সকল চুরি, ডাকাতি,ছিনতাই, গুম,ধর্ষনের ও খুনের দায় সুদী এনজিওগ্রাম টোকাই দখলদারদের।

২| ২৩ শে আগস্ট, ২০২৫ ভোর ৫:৫১

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: ছাত্র হত‍্যার দায় মূলত পুলিশ ও সরকারের ওপর।
• পুলিশ হত‍্যার দায় মূলত আন্দোলনকারী ছাত্র/জনতা ও তাদের নেতৃত্বের ওপর।

২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:১১

ক্লোন রাফা বলেছেন: এই সকল হত্যাকাণ্ডের বিচার না করতে পারার দায়, বর্তমান দখলদার টোকাই বাহিনীর উপর বর্তায়।
এই ধারাবাহিকতা চলতে পারে না। এবারের সংগ্রামে সকলের প্রত‍্যাশা ছিল ।আমরা এই শিকল বিকল করে দিয়ে এগিয়ে যাবো।

৩| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৪২

কামাল১৮ বলেছেন: এই আজাব কবে বিদায় হবে।আসলে জুতাপেটা করে তাড়াতে হবে এদের।আপসে বিদায় হবে না।

২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৯

ক্লোন রাফা বলেছেন: এই সাংবাদিক বিভূরন্জন’কে আমি কখনই তোষামোদ করে কথা বলতে দেখিনি। খুবই মৃদুভাষি মানুষ ছিলেন তিনি। যুক্তি দিয়ে প্রতিটি কথা বলতেন।এক হাজার সাংবাদিকের মধ্যেও আলাদা ছিলেন তিনি।আমি নিশ্চিত এই হত‍্যা পরিকল্পিত হত্যাকাণ্ড।জানি বর্তমান দখলদার বাহিনী এই হত্যাকাণ্ডের বিচার করবেনা।
ভবিষ্যতে আওয়ামী লীগ আবার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে যেনো এই হ‍ত‍্যাগুলোর বিচার করে।

৪| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৪১

কলাবাগান১ বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কলংকিত হবে যদি ডাকসুতে শিবির প্যানেল জয়লাভ করে।

২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:২৪

ক্লোন রাফা বলেছেন: জাফর ইকবাল স্যার এই আশংকার কথা বলেছিলেন। এখন এর বাস্তবায়ন চলছে জামাত/শিবিরের পরিকল্পনা অনুযায়ী। গুপ্ত সংগঠনের কোনো অধিকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার।

৫| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: হাসিনা খারাপ, তাহলে কি ইউনুস ভালো??
আসলে কোনো শালাই ভালো না।

২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১৮

ক্লোন রাফা বলেছেন: অবশ্যই ভালো । কারন সুদি মহাজনের কাছে নোবেল আছে । প্রভূদের সার্টিফিকেটে উনি একজন মহামানব। আর শেখ হাসিনা ফ্যাসিস্ট । কারন শেখ হাসিনার নোবেল নাই। সে করিডোর দেয় না , সেন্ট মার্টিন দিতে চায়না, জাংক ইয়ার্ডের বোলিং কিনতে চায় না। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দেয় । সেই চুক্তি প্রকাশ করতে পারেনা সুদি মহাজন । তাই শেখ হাসিনা খুব খারাপ। :>

৬| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৮

নাহল তরকারি বলেছেন: উনার কাছে হয়তো কারো বিরুদ্ধে কঠিন প্রমাণ ছিলো। সেই প্রমাণ ধামাচাপা দেবার জন্য হয়তো তাকে হত্যা করা হয়েছে। যেহেতু তিনি হিন্দু। এই হত্যাকান্ডে সংখ্যা লঘু নির্যাতন এর রং লাগানো সোজা হবে। সংখ্যালঘু বলে ঘটনার মোড় অন্য দিনে নিয়ে যাইয়েন না।

২৩ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:১০

ক্লোন রাফা বলেছেন: আমি ধর্মের কারনে বিভাজনে বিশ্বাসী নই। মানুষ হিসেবে একজন বিভূরন্জন আর একজন না.তরকারির পেছনে যে মানুষ সে শুধুই মানুষ। আপনার শংকা এই কারনেই যে আপনি বিভাজন করেন। নিজের ভাবনা অন্যের ভাবনা বলে চালায় যুক্তিহীন দূর্বল চরিত্রের মানহুস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.