![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে এরেই বলে কর্মফল। ১৭ টা বছর গুম , খুনের মাধ্যমে এক ভয়ের রাজ্য তৈরী করে কেড়ে নেয়া হয়েছিল মানুষের বাকশক্তি। চোখ, কান, মুখ থাকতেও বোবা কালা হয়ে জীবন যাপন করছিল বাংলাদেশের মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছে গুম করে রাখার মধ্যযুগীয় টর্চার সেল আয়নাঘর নিয়ে প্রচুর প্রতিবেদন। A House of Mirrors': Shocking Details From Inside Sheikh Hasina's Secret Jail ,Bangladesh disappeared: Aynaghor survivors speak out ,'House of mirrors': How Sheikh Hasina treated her critics,What is Aynaghar, Sheikh Hasina's house of horrors for political prisoners এই ধরনের শিরোনামে প্রচুর আর্টিকেল ছাপা হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়।
আজ আওয়ামিলীগ নামের এই ভয়াবহ সন্ত্রাসী সংগঠনের বাকশক্তি কেড়ে নেয়ার ব্যবস্থা করলেন নোবেল লরিয়ে্ট ডক্টর ইউনুস। পুরো কেবিনেট দেশ ছেড়ে পালিয়ে যাবার পরেও এই সন্ত্রাসী সংগঠনের কর্মীরা সাইবার স্পেসে মানুষকে হুমকি , ধমকি ও ভয় প্রদর্শনের মাধ্যমে দমিয়ে রাখার ব্যবস্থা করেছিল। ফেসবুকে বট বাহিনী তৈরী করে দলগত সন্ত্রাস জারী রেখেছিল। আজ থেকে সেটা আর পারবে না। সাইবার সিকিউরিটি ইউনিটের কড়া নজরদারির মধ্যে থাকতে হবে সবাইকে। মানুষ এখন মন খুলে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারবে। বাংলাদেশের ইতিহাসে নিশৃংষতম এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকুন।
১২ ই মে, ২০২৫ রাত ৮:০৪
মেঠোপথ২৩ বলেছেন: ট্যগিংবাজির দিন শেষ
২| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
যামিনী সুধা বলেছেন:
আমেরিকার ডলার ও অস্ত্র আইএস পেয়েছিলো, হামাস পেয়েছিলো, ইসলামী জ্বিহাদ পেয়েছিলো, এখন শিবির পাচ্ছে! কারো পেটে আমেরিকান ডলার হজম হয়নি।
১২ ই মে, ২০২৫ রাত ৮:০৬
মেঠোপথ২৩ বলেছেন: ট্রাম্প শিবিরকে ডলার দিচ্ছে
শোকে দেখি আপনার মাথাই খারাপ হয়ে গেছে
৩| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৫
যামিনী সুধা বলেছেন:
দৈনিক ৪/৫ কোটী ফেইসবুকে আওয়ামীরা লেখে, গ্রেফতার করে রাখবে কি গ্রমাীন ব্যাংকে?
১২ ই মে, ২০২৫ রাত ৮:১৩
মেঠোপথ২৩ বলেছেন: ফেসবুকে দেখলাম যে, আওয়ামী লীগ সংশ্লিষ্ট সকল ফেইসবুক পেইজ, প্রোফাইল, ইউটিউব চ্যানেল, এক্স বা টুইটার একাউন্ট, ইন্সটাগ্রাম, টিকটক, লিংকডিন একাউন্ট সব বন্ধ করার ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। যেহেতু সন্ত্রাসী সংগঠন হিসাবে নিশিদ্ধ করা হয়েছে, তাই সোস্যাল মিডিয়ার কতৃপক্ষকে জানালে তারাই ব্যবস্থা নিবে।
৪| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামীদের কেহ দমাতে পারেনি আগে; রাজকারেরাও পরাজিত হয়েছিলো, আবারো হবে। দেখা যাক এবার দমাতে পারে কিনা।
৫| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
যামিনী সুধা বলেছেন:
যারা গুমের রূপকাহিনীর নায়ক, তাদের মাঝে ৮০ জন মেয়েঘটিত কারণ পারিবার থেকে পালিয়ে বেড়ায়েছে। ১০ ভাগ ব্যবসায়িক কারণে পালিয়ে বেড়ায়েছে।
৬| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: দৈনিক ৪/৫ কোটী ফেইসবুকে আওয়ামীরা লেখে, গ্রেফতার করে রাখবে কি গ্রমাীন ব্যাংকে? এখন ফেসবুকে আওয়ামী লেখার মাত্রা কম।
৭| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা গুমের রূপকাহিনীর নায়ক, তাদের মাঝে ৮০ জন মেয়েঘটিত কারণ পারিবার থেকে পালিয়ে বেড়ায়েছে। ১০ ভাগ ব্যবসায়িক কারণে পালিয়ে বেড়ায়েছে। গুমখুনের বিষয়টি জনগণের বিশ্বাসযোগ্যতা লাভ করেছে।
৮| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২০
যামিনী সুধা বলেছেন:
@মহাজাগতিক চিন্তা ,
ভালো খান, কম খান, ব্যায়াম করেন; আশাকরি, দেখে যেতে পারবেন; গোলাম আজম, নিজামী ও মুজাহিদকে জানাতে পারবেন।
৯| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
যামিনী সুধা বলেছেন:
@মহাজাতক।
আমার স্কুলের ১ জুনিয়র, বিভুতি ভুষণ মল্লিক, চট্টগ্রামে স্বর্ণ ব্যবসা করতো; গুম হয়েছিলো ৫/৬ বছর আগে; এখন কলকাতায় অপেক্ষাকৃত তরুণী বউয়ের সাথে বাস করছে। বড় বউ বেচারী চট্গ্রামেই রয়ে গেছে।
১২ ই মে, ২০২৫ রাত ৮:২০
মেঠোপথ২৩ বলেছেন: বিস্তারিত লিখেন এই গুম সম্পর্কে। ঐ স্বর্ন ব্যবসায়ী কি গুমের নাটক করেছিল তরুনী বিয়ে করার ইচ্ছায়?
১০| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার স্কুলের ১ জুনিয়র, বিভুতি ভুষণ মল্লিক, চট্টগ্রামে স্বর্ণ ব্যবসা করতো; গুম হয়েছিলো ৫/৬ বছর আগে; এখন কলকাতায় অপেক্ষাকৃত তরুণী বউয়ের সাথে বাস করছে। বড় বউ বেচারী চট্গ্রামেই রয়ে গেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা মানে সব ঘটনা নয়।
১১| ১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
সপ্তম৮৪ বলেছেন: বলগে লিখলেও মারবে নাকি ?
১২| ১২ ই মে, ২০২৫ রাত ৮:০৩
সৈয়দ কুতুব বলেছেন: নিষিদ্ধ হয়েছে আম্লিক : কাইজ্য শুরু করেছে এনসিপি- জামায়াত !
১২ ই মে, ২০২৫ রাত ৮:২৭
মেঠোপথ২৩ বলেছেন: জামাত ও শিবিরের উচিত মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করা। বিশেষ করে শিবিরের। শিবিরের কেউই ৭১ প্রজন্ম নয়। তাই তাদের অবস্থান নিজেদের তাগিদেই পরিষ্কার করা উচিত।
১৩| ১২ ই মে, ২০২৫ রাত ৮:০৪
নতুন বলেছেন: অনলাইনে কথা বলা বন্ধ করার মতন চিন্তা বাড়াবাড়ী।
মানুষের কন্ঠ রোধ করার চেস্টা কখনোই ভালো হয় না।
মিছিল মিটিং নিবার্চনে যাওয়া নিষেধ করাই যৌক্তিক।
যারা দোষী তাদের বিচার করার পরে আয়ামীলীগকে আবার নতুন করে দলের কাজ করতে দিতে হবে।
যদি নিষেধ করার কথা উঠে সবার আগে নিষেধ করতে হবে জামাত/শিবিরকে তারপরে আয়ামিলীগকে।
১২ ই মে, ২০২৫ রাত ৮:৩২
মেঠোপথ২৩ বলেছেন: ভাই আপনার ঐখানে কি সন্ত্রাসি সংগঠনের বাক স্বাধীনতা আছে? আমার এখানে নাই। মিথ্যাচার, হেইট স্পীচ, ভয় প্রদর্শনের নাম বাকস্বাধীনতা নয়। আমার এখানে কেউ যদি কমপ্লেন করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সরকার। সভ্যতার ক্রাইটেরিয়া মেইন্টেন না করলেতো আর কোন দেশ সভ্য হতে পারবে না।
১৪| ১২ ই মে, ২০২৫ রাত ৮:০৫
যামিনী সুধা বলেছেন:
@মহাজাতক,
এনজিও'র ডাকাত ফরহাদ মাজহার ও আমাদের ১জন ব্লগার, জুল ভার্ণ কিন্তু আসলেই গুম হয়েছিলেন।
১৫| ১২ ই মে, ২০২৫ রাত ৮:০৭
যামিনী সুধা বলেছেন:
@মহাজাতক,
ফরহাদমাজ হার ও ব্লগার জুল ভার্ণ ব্যতিত অন্যগুলোর গুম আমার কাছে রূপকাহিনী বলে মনে হয়।
১৬| ১২ ই মে, ২০২৫ রাত ৮:১৫
যামিনী সুধা বলেছেন:
লেখক বলেছেন: ট্রাম্প শিবিরকে ডলার দিচ্ছে শোকে দেখি আপনার মাথাই খারাপ হয়ে গেছে ।
-ট্রাম্প কাউকে টাকা দেয় না: হামাস, হুতি, আইএস'কে টাকা দিয়েছিলো বুশ জুনিয়র; ট্রাম্প টাকা দিয়েছে ইরানের জেনারেল "সুলেমানীকে"।
১৭| ১২ ই মে, ২০২৫ রাত ৮:১৮
যামিনী সুধা বলেছেন:
লেখক বলেছেন: ট্রাম্প শিবিরকে ডলার দিচ্ছে : শোকে দেখি আপনার মাথাই খারাপ হয়ে গেছে
-ট্রাম্প এখন নতুন ডলার দিচ্ছে হামাস, হেজবুল্লাহ ও হুতিকে; শিবিরের ভাগও বাংলাদেশে যাবে সময় মতো।
১৮| ১২ ই মে, ২০২৫ রাত ৮:২০
যামিনী সুধা বলেছেন:
লেখক বলেছেন: ট্রাম্প শিবিরকে ডলার দিচ্ছে : শোকে দেখি আপনার মাথাই খারাপ হয়ে গেছে ।
-আমার ধারণা, ট্রাম্প ড: ইউনুসকেও সময় মতো টাকা পাঠাবে।
১৯| ১২ ই মে, ২০২৫ রাত ৮:৩৫
কামাল১৮ বলেছেন: মানবিক করিডোর দিয়ে ইউনুস এখন খোশ মেজাজে আছে যা খুশি তাই করছে।আমেরিকা করিডোর পেয়ে কিছু বলছেনা।ভারত যুদ্ধ নিয়ে ব্যস্ত।ভালো সময় বেছে নিয়েছে ইউনুস।টের পাবে কয়েক দিন পর।
২০| ১২ ই মে, ২০২৫ রাত ৮:৫৯
জিকোব্লগ বলেছেন:
সন্ত্রাসী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধর পরে এই সন্ত্রাসী
গ্রূপের দুর্গন্ধ ছড়ানোর গান্ধী পোকা যামিনী সুধা ব্লগে কি করে ?
উহার কার্যক্রমও তো নিষিদ্ধ।
কীটনাশক প্রয়োগ করেন গান্ধী পোকার উপর।
১২ ই মে, ২০২৫ রাত ৯:০৬
মেঠোপথ২৩ বলেছেন: কীটনাশক প্রয়োগের দ্বায়িত্বতো আমার না
২১| ১২ ই মে, ২০২৫ রাত ৯:১৯
ইয়া আমিন বলেছেন: "যে দীর্ঘদিন অন্যের কণ্ঠ রোধ করেছে, ইতিহাস আজ তাকেই নীরব করে দিয়েছে। অন্যায় যখন সীমা ছাড়ায়, ন্যায়ের পথ নিজের জায়গা করে নেয়।"
১২ ই মে, ২০২৫ রাত ৯:২৭
মেঠোপথ২৩ বলেছেন: খুব সুন্দর কমেন্ট। ধন্যবাদ আপনাকে।
২২| ১২ ই মে, ২০২৫ রাত ১০:১৮
ভুয়া মফিজ বলেছেন: জিকোব্লগ বলেছেন: সন্ত্রাসী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধর পরে এই সন্ত্রাসী গ্রূপের দুর্গন্ধ ছড়ানোর গান্ধী পোকা যামিনী সুধা ব্লগে কি করে ? উহার কার্যক্রমও তো নিষিদ্ধ। কীটনাশক প্রয়োগ করেন গান্ধী পোকার উপর। এইটা আপনের চাইতে ভালো আর কেউ করতে পারবে না। আপনে আপনের কার্যক্রম চালু রাখেন। আর কেউ থাকুক আর না থাকুক, আমি আছি আপনের পিছে!!! গান্ধী পোকার দুর্গন্ধ আমার খুবই অপছন্দ!!!!
১২ ই মে, ২০২৫ রাত ১০:৩০
মেঠোপথ২৩ বলেছেন: হোরাসের তাবিজ বিলি করেন
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:১০
যামিনী সুধা বলেছেন:
ভালো এক কাজ পেয়েছেন।
আওয়ামীদের কেহ দমাতে পারেনি আগে; রাজকারেরাও পরাজিত হয়েছিলো, আবারো হবে।