![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
এমন কোনো ইস্যু আছে, যা নিয়ে জাতি পুরোপুরি একমত? ৫০%ও একমত এমন কোনো বিষয় চোখে পড়ে না। একপক্ষ রবীন্দ্রনাথের গান জাতীয় সঙ্গীত হিসেবে মনেপ্রাণে ধারণ করে, আরেক পক্ষ বদলাতে চায়। একপক্ষ একাত্তরকে ধারণ করে, অন্য পক্ষ অস্বীকার করে। যেকোনো ইস্যু নিয়ে হাঙ্গামা লেগেই আছে। নিজের মায়ের পেটের ভাইবোনদের মধ্যেও দ্বিধাবিভক্তি। তুচ্ছ ঘটনায় মারামারি, খুনোখুনি পর্যন্ত হয়ে যায়। যদিও ব্যাপারটা একেবারে নতুন না। তবে ইদানীং মহামারি আকার ধারণ করেছে মনে হয়। ব্রাহ্মণবাড়িয়া এখন সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
একজনের ওপর থেকে আরেকজনের বিশ্বাস উঠে গেছে। মা ছেলেকে বিশ্বাস করে না, বাপ মেয়েকে বিশ্বাস করে না। সন্তান মা-বাবাকে বিশ্বাস করে না। মাঝেমাঝে দেখা যায় বিপদে পড়লে এক অপরকে অস্বীকার পর্যন্ত করে। প্রকৃষ্ট উদাহরণ বলতে গেলে ছাগলকাণ্ডের সেই মতিউর।
একজন বলল টাকার অভাবে ভাত খেতে পারছে না। মায়া করে তাকে টাকা দিলেন। পরে খোঁজ নিয়ে দেখলেন সে এই টাকায় কক্সবাজার ঘুরতে গেছে। কেমন লাগবে? চিকিৎসার কথা বলে টাকা উঠিয়ে ধান্ধা করার ঘটনা তো হর-হামেশাই ঘটছে।
টাকা-পয়সা জীবনে অনেক দরকার। কিন্তু সুযোগ পেলে লোকজন এমনভাবে টাকার পিছে ছুটে যে, জীবনে উপভোগ করতেও ভুলে যায়। দেখা যায় সংসারের লোকজনকে সময় পর্যন্ত দেওয়া হয় না। টাকা-পয়সা করলেন, কিন্তু যাদের জন্য করলেন, তারা আপনার ত্যাগ স্বীকার করল না। তখন কেমন অনুভূতি হয়? অসৎ পথের উপার্জন সময় ফুরালে কাজে আসে না। দেখা যায় বড় বিপদ ডেকে আনে।
ঢুকলেন রাজনীতিতে। নাম-যশ বাড়ল। ধরাকে সরা জ্ঞান করলেন, সবাইকে ভোগালেনও। দিন ফুরাল। এখন? প্রতিপক্ষ সুদে-আসলে পুষিয়ে নেবে। তখন প্রাণ ভিক্ষে চেয়ে লাভ হবে? কেঁদেকেটে লাভও হবে না।
ভালো লোকদের একটা ভোগান্তিতে থাকতে হয় সারাজীবন। দরকারে কাউকে কাছে পায় না। অথচ দুষ্টলোকের সঙ্গীর অভাব হয় না। তারা দল পাকিয়ে ফেলে। তাদের ফাঁদে পড়ে ধরাশায়ী হয় ভালো লোকেরা। হয়তো অনুশোচনাও করে এত ভালো থেকে কী লাভ বলে। তবে এই ধৈর্যের ফল কিন্তু অনেকসময় ভালো হয়।
ঠগ বাছতে গাঁ উজাড় বলে একটা কথা আছে। ১০০ তে ১০০ তো কাউকে পাওয়া যাবে না। সমঝোতা করে চলতে হয়। গায়ের জোর সবসময় খাটে না। 'দিন গেলে আর দিন আসে না, ভাটা যদি লয় যৌবন। থাকতে ক্ষুধা প্রেম-সুধা পান করো রে পাগল মন।'
১২ ই মে, ২০২৫ রাত ১১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: এত প্রশ্নের উত্তর দেব কেমনে? ঘুস খায় না এমন মানুষ এখনও চোখে পড়েনি। আর এটা এখন পরিবার-পরিজনসহ সবাই স্বাভাবিকভাবে নেয়। ব্যবসায়ীরা খাবারে কেমিক্যাল দেয়, ভেজাল মেশায়- এগুলোও স্বাভাবিক। চাঁদাবাজি এদেশে সিস্টেম হয়ে গেছে। মনে হয় কখনও কমবে। নেশা করা লোকজনের সংখ্যা দিনদিন বাড়ছে। বিদেশে যাচ্ছে লোকজন। তবে সুবিধা কম লোকই করতে পারছে।
২| ১২ ই মে, ২০২৫ রাত ১১:২৪
যামিনী সুধা বলেছেন:
শেখ হত্যার পর, জিয়া কাহাদের নিয়ে দল গঠন করেছিলো? বামপন্হিরা কেন জিয়া ও এরশাদের দলে গেলো? এখন দেশের ক্ষমতা কার হাতে? গত ক্যু'এর পর, কত লাখ মানুষ চাকুরী হারায়েছে? কত লাখ মানুষ পালিয়ে আছে? দেশে কি পরিমাণ নৈরাজ্য চলছে? মানুষ এই অবস্হায় কত সময় স্বাভাবিকভাবে চলতে পারে?
১২ ই মে, ২০২৫ রাত ১১:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এসব প্রশ্নের উত্তর নিজের মতো করে দিতে হলেও দুইদিন লাগবে আমার।
৩| ১২ ই মে, ২০২৫ রাত ১১:২৫
যামিনী সুধা বলেছেন:
আপনি কি বিয়ে করেছেন?
১২ ই মে, ২০২৫ রাত ১১:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: একটা তো করছিলাম।
৪| ১২ ই মে, ২০২৫ রাত ১১:৪০
যামিনী সুধা বলেছেন:
১ম কমেন্টের উত্তরে আপনি সবচেয়ে বড় বড় অপরাধকে "আমাদের সমাজের জন্য স্বাভাবিক হিসেবে নিচ্ছেন"! তারপর, খারাপ মানুষকে "সংঘবব্ধ" হতে দেখে মন খারাপ কেন?
১২ ই মে, ২০২৫ রাত ১১:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: আমি স্বাভাবিকভাবে নিইনি, লোকজন স্বাভাবিকভাবে নেয়। আমি কেবল সেটাই বলেছি। আর খারাপ মানুষকে সংঘবদ্ধ দেখে মন খারাপ না, বরং ভালো মানুষদের একাকীত্ব দেখে দুঃখবোধ করি।
৫| ১২ ই মে, ২০২৫ রাত ১১:৪২
যামিনী সুধা বলেছেন:
৩ নং প্রশ্নে, "করেছিলাম", অতীত কাল কেন?
সব ঠিক আছে?
১২ ই মে, ২০২৫ রাত ১১:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।
৬| ১২ ই মে, ২০২৫ রাত ১১:৫৪
কামাল১৮ বলেছেন: প্রধান সমস্যা চিহ্নিত করতে পারলে,সেটা ধরে এগুলো আস্তে আস্তে জাতি একটা লাইনে আসবে।নয়তো কানা গলিতে পথ হারিয়ে ঘুরতেই থাকবে।আমার ধারণা অর্থনৈতিক সমস্যাই প্রধান।
১৩ ই মে, ২০২৫ রাত ১২:০৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অর্থনৈতিক সমস্যা একটা কারণ বটে। তবে আমার মনে হয় না এই সমস্যার সমাধান হলেও জাতি লাইনে আসবে।
৭| ১৩ ই মে, ২০২৫ রাত ১২:৫১
সৈয়দ কুতুব বলেছেন: এখানে তো সব ভালো মানুষ হুক্কা হুয়া করছে। আমি একজন খারাপ মানুষ কুলোতে পারবো না আপনাদের সাথে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৫ রাত ১১:২০
যামিনী সুধা বলেছেন:
দেশের কি পরিমাণ সরকারী চাকুরে ঘুষ খায়? তাদের পরিবারের লোকজনের মনোভাব কি স্বাভাবিক? কি পরিমাণ ব্যবসায়ী খাবারে কেমিক্যাল ও ভেজাল মিশায়? তাদের পরিবারে লোকজন কি স্বাভাবিক? কি পরিমাণ লোকজন যানবাহনে, দোকানে ও রাজনৈতিক চাঁদাবাজি করে? ওদের পরিবারের লোকজন কি রকম? কি পরিমাণ লোকজন নেশা করে? তাদের পরিবারের লোকজনের কি অবস্হা? কি পরিমাণ মানুষ পরিবার রেখে বিদেশে চাকুরী করে ওদের পরিবারের লোকজনের অবস্হা কি? কি পরিমাণ লোকজন মৌলবাদী? ওদের পরিবারের লোকজন কি রকম? কি পরিমাণ মানুষ বস্তিতে বাস করে? আরো যোগ করবো?