নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

দেশ প্রেমিক চোর, ডাকাত, চান্দাবাজ ও বদমাসরা এখন রাজাকারের চেয়ে বড় সমস্যা

০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৫



রাজাকাররা ১৯৭১ সালে বিরাট সমস্যা ছিল। এখন চোর, ডাকাত ও বদমাসরা বড় সমস্যা। সেটা দেশ প্রেমিক হলেও সমস্যা এবং রাজাকার হলেও সমস্যা। তেমন একটি সমস্যা ছিল দেশ প্রেমিক ফ্যাসিবাদ সমস্যা। ৫ আগষ্ট তারা দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের এলাকার কিছু মুক্তিযোদ্ধা অস্ত্র জমা না দিয়ে ডাকাতি করতেন। জনগণ তাদের মুক্তিযুদ্ধের অবদানের কথা আলোচনা না করে তাদের ডাকাতির সমালোচনা করতেন। জাতির জনকের কন্য সেই ক্যাটাগরিতে পড়েছেন। তাঁর সমালোচনা তাঁর আলোচনাকে ঢেকে দিয়েছে। তাঁর পক্ষের লোকেরাও তাঁর পক্ষে কি বলবেন ভেবে পান না।

কেউ আগে মন্দ ছিল এখন ভালো এবং কেউ আগে ভালো ছিল এখন মন্দ তাহলে কেউ কার পক্ষে থাকবে? ভালোর পক্ষে থাকা সংগত এ সূত্রে নগদ ভালো অতীত ভালোর বিপক্ষে জয়ী হয়। অতীত ভালো দিয়ে কতকাল আর বানিজ্য করা যায়? এসব সওদাগরি এক সময় শেষ হয়। জাতির জনকের কন্যার ক্ষেত্রে এখন সেটা হয়েছে। তিনি বলছেন তাঁর কি দোষ? জনগণ বলছে দোষটা ফ্যাসিবাদ। সেদিন পালিয়ে না গেলে হয়ত তিনি এখন উপরে থাকতেন। তিনি অবশ্য তাঁর ফ্যাসিবাদের কথা স্বীকার করেন না। তাঁর মতে এসব দুষ্ট লোকের কথা।

কেউ দেশটা ভারত অথবা পাকিস্তানকে দিয়ে দিতে চাইলে তারা নতুন রাজাকার। তারা একাত্তরের রাজাকারের চেয়ে বেশী ঘৃণিত। কারণ তারা বলেছে তারা বিদ্যমান দেশকে বিদ্যমাণ রাখতে চেয়েছে। নব্য রাজাকার বিদ্যমাণ দেশকে বিলিন করতে চায়।সেজন্য নব্য রাজাকারের দোষ বেশী।একাত্তরে মুক্তিকামী থেকে এখন রাজাকার হলে কিলাভ? একাত্তরে রাজাকার থেকে এখন মুক্তিকামী হলে এটা তবু লাভ জনক। কারণ এরা এখন বিদ্যমাণ দেশকে বিদ্যমাণ রাখতে চায়। সবচেয়ে ভালো একাত্তরের মুক্তিকামী এখনো মুক্তিকামী থাকা। দেশ পরিচালনার ভোটে এরা ভোট পাওয়ার হকদার। এদের মধ্যে যারা সৎ তারা ভোট পাওয়ার সবচেয়ে বেশী হক দার। আর ভোট দান বিষয়ে নব্য রাজাকার থেকে দূরে থাকতে হবে।

দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদের পরিচয় কি? তারা কি রাজাকার থেকে ভালো? রপ্তানি করে পাচারের জন্য আমদানির টাকা পাওয়া না গেলে কেমন লাগে? দেশ চালকের একপক্ষ চোর, অন্য পক্ষ দূর্নীতি বাজ। এরমধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে এখন লোকে খুনী বলে। অপরাধ প্রমাণ হলে হয়ত তাঁর ফাঁসির রায় হবে। ইতিহাসের ইতি কেটে আমরা হাঁস বানিয়ে ফেলি এটা বড় সমস্যা। আর আমাদের হাসপাতাল হাঁসের পায়ের তলেই থাকে। এখন আমাদের দরকার নৈতিক শিক্ষা। এটা যারা দিবে তারা অনৈতিক হলে নৈতিক শিক্ষা কোথা থেকে আসে? সেজন্য আমরা উন্নতির সূচকে প্রায় সবার পিছনে। এমন অপরাধ নাই যেটা আমাদের এখানে না ঘটে। আমাদের লোকেরা অপরাধ করতে লজ্জা পায় না, তারা অপরাধের দোষ স্বীকার করতে লজ্জা পায়। একাত্তরের রাজাকাররা তাদের দোষ স্বীকার করতে লজ্জা পায়, চব্বিশের রাজাকারাও তাদের দোষ স্বীকার করতে লজ্জা পায়। ভোট দিতে রাজাকার বাদ দিয়ে ভোট দিন। রাজাকারের মধ্যে যারা নতুন রাজাকার তাদেরকে ভোট দেওয়া বাদ দিন। কারণ তাদের হাতের রক্তের দাগ এখনো দগদগ করে। সামনে ভোটের মৌসুম সেজন্য এসব নচিহত। এরপর আমার নচিহত মানা না মানা ভোটারের বিষয়।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: টাকা পাচার কারীরা কোনভাবে ভালো হতে পারেনা এরা দেশের চরম শত্রু।

০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা বৃটিশ ও পাকিস্তানীদের থেকে বেশী ঘৃণিত।

২| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৪

রাসেল বলেছেন: নিজ দেশের স্বার্থ বাদ দিয়ে যে ব্যক্তি অনৈতিকভাবে নিজের স্বার্থ এবং অন্য দেশের স্বার্থকে বড় করে দেখে, সেই চোর, ডাকাত, চান্দাবাজ, রাজাকার, মিরজাফর। এ ক্ষেত্রে যারা আজকের সমস্যা বাদ দিয়ে শুধুমাত্র ১৯৭১ কে নিয়ে কথা বলে, নিজেকে দেশ প্রেমিক প্রমাণ করতে চায়, তারা সচেতনভাবে সমস্যা গোপন করতে চায়।

১৯৭১ সালের অনেক মুক্তিযোদ্ধাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাই।

০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশকে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে ফেলা ভালো কাজ নয়। ভুল করে দেশকে ডুবিয়ে আবার ভাসিয়ে তূললে ক্ষমা পাওয়া যেতে পারে। অবশ্য এ ক্ষেত্রে অবশ্যই ভুল স্বীকার করতে হবে।

৩| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশ যখন পাকিদের সাথে ছিলো তখনও চোর ডাকাত লুটেরা ছিলো । রাজাকার রা ৭১ সালে যত সব খারাপ কাজ করেছে সেগুলোর সঠিক বিচার সুপারপাওয়ার একটি দেশের কারনে করতে পারে নাই। ৭১ সালের পর রাজাকাররা উইক হয়ে গিয়েছিলো।

০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে যাই হোক ভালো লোক পাওয়া গেলে রাজাকার বা তাদের সাথের লোকদেরকে ভোট দেওয়ার নাই। ভালো লোক না থাকার অযুহাতে যদি তারা ভালো হয় তবে তাদেরকে ভোট দেওয়া যায়।

৪| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০২

কাঁউটাল বলেছেন:

০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ আগে শত্রু ছিল এখন মিত্র, কেউ আগে মিত্র ছিল এখন শত্রু, কেউ তাহলে কোন দিকে যাবে? যে সব সময় মিত্র কেউ সেদিকে যাবে, তাকে না পাওয়া গেলে যে এখন মিত্র কেউ সেদিকে যাবে। এটাই সাধারন হিসাব।

৫| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আপনি শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করছেন।

০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোনটা শাক এবং কোনটা মাছ?

৬| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৭

কাঁউটাল বলেছেন: বর্তমান যুগে ৫৩ বছর আগের রাজাকাররা সব ৭০ বছরের বুড়ো। দেশের অনেক বিষয়েই তাদের আর নিয়ন্ত্রন নাই।
ঠিক কি কি কারণে তারা এখনও বাংলাদেশের জন্য হুমকি - তা স্পষ্ট করে বলতে হবে। ভেক কথা বলার দিন শেষ।

০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন বুড়া লোকও যদি ভোটে দাঁড়ায় তবে বিকল্প থাকলে তাকে ভোট দেওয়ার দরকার নাই। পিআর পদ্ধতিতে যে দল এমন লোককে এমপি বানাবে সে দলকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

৭| ০৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

মেঘনা বলেছেন: ভোটের রাজনীতির শরিয়া আইন বিরোধী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.