![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
বামপন্থী ও তথাকথিত সুশিলদের পাকিস্তানী ট্যাগিংয়ে আর কাজ হচ্ছেনা। তাদের রাজনীতি ধীরে ধীরে সংকোচিত হয়ে আসছে। রাজনীতিতে টিকে থাকতে হলে তাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। হাসিনা তার রাজনীতিকে টিকিয়ে থাকতে রাজাকার, আলবদর, আলশামস ইত্যাদি ট্যাগিং করেছিল তাতে ভালো কাজ না হওয়ায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির তাস খেলেছিল, তাতে কিছু কাজও হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। অতি ডানপন্থি তাদেরও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় তাই বামপন্থী, ডানপন্থী, ভারতপন্থী, পাকিস্থানপন্থী এগুলো ছাড়ুন।
দিনশেষে দেশটা আমাদের, দেশটাকে ভালো করা, ভালো রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের মনে প্রাণে ভারতে তাই ভারতে আশ্রয় নিয়েছে। তাদের কাছে ভারত প্রথম বাংলাদেশ দ্বিতীয়।
২| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাশিয়া জার্মান ভয়াবহ যুদ্ধ, আমেরিকা ভিয়েতনাম দীর্ঘ যুদ্ধ এগুলো ভুলে তারা বাণিজ্য ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দিন দিন কাছে আসছে অন্য দিকে আমরা ভারতে স্বার্থ রক্ষা করতে গিয়ে দিনের পর দিন, মাস, বছর, যুগ এবং অর্ধ শতাব্দি কাটিয়ে দিলাম। মুক্তিযুদ্ধের বিষয়টি ভোলার নয় তার মানে এই নয় যে এই বিষয়টি নিয়ে যুগের পর যুগ বাণিজ্য ও আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে উপেক্ষা করে ভারতের স্বার্থ দেখতে হবে।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তিযুদ্ধের বিষয়টি ভোলার নয় তার মানে এই নয় যে এই বিষয়টি নিয়ে যুগের পর যুগ বাণিজ্য ও আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে উপেক্ষা করে ভারতের স্বার্থ দেখতে হবে।
চমৎকার কথা বলেছেন, মুক্তিযুদ্ধের বিষয়টিকে হাতিয়ার করে ভারত আম্লিগকে দিয়ে একটা রেজিম তৈরি করেছে যাতে শতাব্দির পর শতাব্দি ধরে পাকিস্তান বিদ্বেষ কাজে লাগিয়ে ভারত তার স্বার্থকে রক্ষা করতে পারে।
৩| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বাংলাদেশের পন্থী হিসাবে মানুষের সুখশান্তিতে আসুন
আবার কিছু কিছু লোক বলে থেকে আগানিস্তান পাকিস্তান জঙ্গি হয়ে যাবে দেশ
এই সবও ছাড়ুন লক্ষ শহীদের রক্ততে গড়া বাংলাদেশ
আসুন সম্প্রীতিতে গড়ি দেশে ও মন মানসিকতা----------
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিটন ভাই ঠিক কথা বলেছেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ আবার বলছে আফগানিস্তান পাকিস্তানের মতো দেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে এই বয়ান কিন্তু ভাদাদের মুখেই শোনা যায়।
৪| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩২
অরণি বলেছেন: হাসিনা গং তথা বামপন্থিদের রাজনীতি এদেশে প্রায় শেষ পর্যায়ে। বামপন্থীদলগুলো মিটিং মিছিলে ১০/১২ জনের মতো লোক থাকে এর বেশি দেখা যায়না। ইনু মেনন ফেনন কোন দিন এমপি হতে পারতোনা পরগাছা হয়ে হাসিনা পদলেহন করে বিনা ভোটে এমপি হয়েছিলো।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইনু মেনন ফেনন এদের কথার ধার বেশি কাজে কম এরা কোন দিন এমপি হতে পারতোনা পরগাছা হয়ে হাসিনা পদলেহন করে বিনা ভোটে এমপি হয়েছিলো। এদের একমাত্র কাজ পদলেহন করা।
৫| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৫
রাসেল বলেছেন: নিজ দেশের স্বার্থ বাদ দিয়ে যে ব্যক্তি অনৈতিকভাবে নিজের স্বার্থ এবং অন্য দেশের স্বার্থকে বড় করে দেখে, সেই চোর, ডাকাত, চান্দাবাজ, রাজাকার, মিরজাফর। এ ক্ষেত্রে যারা আজকের সমস্যা বাদ দিয়ে শুধুমাত্র ১৯৭১ কে নিয়ে কথা বলে, নিজেকে দেশ প্রেমিক প্রমাণ করতে চায়, তারা সচেতনভাবে সমস্যা গোপন করতে চায়।
১৯৭১ সালের অনেক মুক্তিযোদ্ধাদের বিতর্কিত ভূমিকা আমরা দেখতে পাই।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা এতোদিন চেতনা বিক্রি করেছে ভালো মুনাফা পেয়েছে কিন্তু বর্তমান প্রজন্ম চেতনা বিক্রিতে বিশ্বাসী নয় তারা দেশের উন্নয়ন চায় ভোটাধিকার চায়। বর্তমান প্রজন্ম ৫৫ বছরের চেতনা বিক্রি আর দেখতে চায়না।
৬| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফেসিস্ট সহযোগীরা কিছুদিন ব্লগে নিরব ছিল ইদানিং সরব হয়েছে, বড় বড় কথা বলছে কিন্তু রাস্তায় দাড়িয়ে টু শব্দ করার সাহস নেই এখানে বড় যোদ্ধা তারা।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনলাইন যোদ্ধা; অনলাইনে যুদ্ধ করছে ভারতে থেকে।
৭| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৯
সৈয়দ কুতুব বলেছেন: এটা মিরজা গালিবের কথা ।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ঠিক ধরেছেন ওখান থেকেই আইডিয়া নেওয়া।
৮| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ কুতুব সাহেব মিরজা গালিব কে?
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কুতুব সাহেব উত্তর দিবেন।
৯| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হাসিনার সময় আওয়ামীলীগের লোকজন কথায় কথায় পাকিস্তানে চলে যেতে বলতো, কি নির্মম পরিহাস তারা আজ ভারতে দিনাতিপাত করছে। দেশ ডাকাতী করার পয়সায় আনন্দে দিন কাটাচ্ছে।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশ ডাকাতির পয়সায় আরামছে দিনযাপন করছে।
১০| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: অন্যায় করে স্বীকার না করে, ক্ষমা না চেয়ে- অন্যায় লুকানোর চেষ্টা। অর্থ্যাত পাগলের সুখ মনে মনে।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাশিয়া জার্মান আক্রমন করেছিল রাশিয়া কি ক্ষমা চেয়েছে? আমেরিকা ভিয়েতনাম আক্রমন করেছিল আমেরিকা কি ক্ষমা চেয়েছে? আমেরিকা জাপানে পারমাবিক বোমা ফেলেছিল আমেরিকা কি ক্ষমা চেয়েছে? কিন্তু তারা ঠিকই ব্যবসা করছে দিন দিন অগ্রগতির পথে অগ্রসর হচ্ছে।
পাকিস্তান যদি ক্ষমা না চায় আপনি কি পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করাতে পারবেন? তাহলে কেন ব্যবসা বাণিজ্য ভারতের কথায় বন্ধ করতে হবে?
আম্লিগ কখনো মানুষ ছিলোনা, ওরা মানুষ হবেও না কোন দিন। আপনার মতো বয়ান ৫৫ বছর ধরে করেছে এবং তা আরো ৫৫ বছর চলতেই থাকবে তাই না?
১১| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৬
লুধুয়া বলেছেন: ট্যাগ এর কি দরকার সরাসরি পাকিস্তানি জারজ দের ত দেখা যাচ্ছে
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কথাবার্তা সংযত করুন। কে কে পাকিস্তানি জারজ? নাকি সেটা আপনি? এখানে ভারতীয় জারজ কে কে?
১২| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি একজন ভারতীয় কুকুর (জারজও বলা যেতে পারে) দেখতে পাচ্ছি। যে শুধু ঘেউ ঘেউ করে পরিবেশ নষ্ট করছে।
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটার মুখ দিয়ে সবসময় বর্জ্য বের হয়।
১৩| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩২
লুধুয়া বলেছেন: ১৯৭১ সালে পাকি আর্মিরা কিছু ফেলে গিয়েছিলো। এরাই আজ সবচেয়ে বড়ো বিপ্লবী। এটা সামু তেও দেখা যাচ্ছে
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারপর ভারতীয় আর্মি কিছু ফেলে যায়নি? সেগুলোই কি আপনি(?) তাই বন্দে মাতেরম মনে প্রাণে।
১৪| ০৭ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
মেঘনা বলেছেন: হ এখন আপনারা ঠিক করেন কে পাকিস্তানি বীর্য আর কে ইন্ডিয়ান আর্মি বীর্য। এবং বাঙালি সত্য ত্যাগ কইরা এই বীর্য মহিমায় গর্ভবতী হন।
১৫| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:১৫
ঢাবিয়ান বলেছেন: এই ব্লগে লেখালেখি করতে গিয়ে কতবার যে জামাত শিবির ট্যাগ খেয়েছি। কতবার যে পাকিস্তানে চলে যাবার গালি দেয়া হয়েছে !! ছাত্ররা যখন '' তুমি কে আমি কে - রাজাকার রাজাকার '' এবং ''কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার'' শ্লোগান দিচ্ছিল তখন এত বেশি নিজেকে রিলেট করতে পারছিলাম যে বলার না। তাদের রাগ, ক্ষোভের বহিঃপ্রকাশ প্রতি মুহুর্তে ছুয়ে যাচ্ছিল সেই সময়ে।
১৬| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৪১
লোকমানুষ বলেছেন: ট্যাগিং এর এই খেলাটার উদ্ভাবক ছিল তারা, অথচ কালের পরিক্রমায় তাদেরই এখন মানুষ ট্যাগ দিয়ে আলাদা করে মানুষ হতে!!
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফেসিস্টদের বিরুদ্ধে গেলেই রাজাকার, আলবদর বলতো সেই সংগে কথা য় কথায় পাকিস্তানে চলে যেতে বলতো। অলরেডী তারা কিন্তু ভারতে চলে গিয়েছে সেখানে জামাই আদরে আছে অন্যরা পাকিস্তানে যায়নি; তার মানে কী? তার মানে হলো তারা ভারতের স্বার্থকেই প্রাধান্য দিতো, দেশ গোল্লায় যাক তাদের তাদের কোন আফসোস ছিলোনা।