![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিয়ম করে নিয়মিত হতাম,
কারণ আমি জানতাম -
একদিন আমাকে অনিয়মিত হতে হবে;
সেইদিনের জন্য যথেষ্ট পরিমাণ পুঁজি চাই আমার, পুঁজি।
আমি দিনের পর দিন মনোযোগী হতে চেষ্টা করতাম,
কারণ আমি বুঝতে পেরেছিলাম -
একদিন আমার মনোযোগ হারিয়ে যাবে;
সাগরের অতলান্তে গভীর কোনো খাদেরও তলদেশে।
আমি সেইসব দিনে কোনো এক জীবনানন্দ ছিলাম-
জীবনের সমস্ত আনন্দকে বিসর্জন দিয়ে
ট্রামের নিচে আত্মবিসর্জন দিয়েছিলেন যে লোকটা-
তাঁরই মতো কোনো এক জীবনানন্দ।
আমার জীবনে রূপ ছিল, লয় ছিল, ছন্দ ছিল-
ঠিক যেমন জীবনানন্দ দাশের ছিল, তেমন।
আমি সেই রূপ-ছন্দ-গন্ধময় অমাবস্যার রাতে
বসে বসে আকাশের তারা গোনার চেষ্টা করতাম।
কিন্তু হায়! বৃথা চেষ্টা!
কোনো তারাই আমাকে দেখা দিত না-
অভিমানে?
তবুও-
তবুও, আমি শুধু বসে বসে তাদেরকে খুঁজে যেতাম;
এক মিথ্যা মায়ার ঘোরে ঘিরে ছিল আমার সেই প্রচেষ্টা।
সোমবার
২৮/০৭/২০২৫
ঢাকা, বাংলাদেশ।
ছবি কৃতজ্ঞতা: Konrad Biro
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩৬
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু। আপনার ব্লগ ঘুরে এলাম। জেইন অস্টিনকে নিয়ে লেখাটা দারুণ। প্রিয়তে নিলাম। ভালো থাকবেন। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩০
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।