নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

একবিংশ শতাব্দীর জীবনানন্দ দাশ

০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:২৭



আমি নিয়ম করে নিয়মিত হতাম,
কারণ আমি জানতাম -
একদিন আমাকে অনিয়মিত হতে হবে;
সেইদিনের জন্য যথেষ্ট পরিমাণ পুঁজি চাই আমার, পুঁজি।

আমি দিনের পর দিন মনোযোগী হতে চেষ্টা করতাম,
কারণ আমি বুঝতে পেরেছিলাম -
একদিন আমার মনোযোগ হারিয়ে যাবে;
সাগরের অতলান্তে গভীর কোনো খাদের‌ও তলদেশে।

আমি সেইসব দিনে কোনো এক জীবনানন্দ ছিলাম-
জীবনের সমস্ত আনন্দকে বিসর্জন দিয়ে
ট্রামের নিচে‌ আত্মবিসর্জন দিয়েছিলেন যে লোকটা-
তাঁর‌ই মতো কোনো এক জীবনানন্দ।
আমার জীবনে রূপ ছিল, লয় ছিল, ছন্দ ছিল-
ঠিক যেমন জীবনানন্দ দাশের ছিল, তেমন।

আমি সেই রূপ-ছন্দ-গন্ধময় অমাবস্যার রাতে
বসে বসে আকাশের তারা গোনার চেষ্টা করতাম।
কিন্তু হায়! বৃথা চেষ্টা!
কোনো তারাই আমাকে দেখা দিত না-
অভিমানে?
তবুও-
তবুও, আমি শুধু বসে বসে তাদেরকে খুঁজে যেতাম;
এক মিথ্যা মায়ার ঘোরে ঘিরে ছিল আমার সেই প্রচেষ্টা।

সোমবার
২৮/০৭/২০২৫
ঢাকা, বাংলাদেশ।

ছবি কৃতজ্ঞতা: Konrad Biro

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩০

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।

০৭ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৩৬

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু। আপনার ব্লগ ঘুরে এলাম। জেইন অস্টিনকে নিয়ে লেখাটা দারুণ। প্রিয়তে নিলাম। ভালো থাকবেন। শুভকামনা।

২| ০৮ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২২

জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: কোনো কোনো প্রস্তুতি নিজেই এক ধরনের আত্মবিসর্জন

১২ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪০

মৌরি হক দোলা বলেছেন: কথাটা আসলেই সত্যি।

৩| ০৮ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর। খুব সুন্দর।

১২ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪১

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, ভাই।

৪| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪২

বিজন রয় বলেছেন: আপনি ব্লগে আসেন!! দারুন।

কবিতার প্রথম স্তবক দারুন , কিন্তু পরের দিকে এসে সাদা....... হয়ে গেল।

আসল জীবনানন্দের কয়েকটা কথা দিয় গেলাম.......একবিংশ শতাব্দীতে নতুন করে সবচেয়ে বিস্ময়করভাবে আবির্ভূত কবি, আমাদের জীবনানন্দের কয়েকটি কথা .............
"সকলেই কবি নয়। কেউ কেউ কবি ; কবি, কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্যবিকীরণ তাদের সাহায্য করেছে। কিন্তু সকলকে সাহায্য করতে পারে না ; যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত হয় ; নানারকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়।"

১২ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৫০

মৌরি হক দোলা বলেছেন: অনেকদিন পরে পরে আসি। এখনও প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ হয় নাই, তাই ব্যস্ততা বেশি। তবে আশা করি, শীঘ্রই নিয়মিত হতে পারব। আপনি ভালো আছেন তো?

৫| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২৪

এইচ এন নার্গিস বলেছেন: থ্যাংকস দোলা আপু আপনার মন্তব্যর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.